পিকআপ ছিনতাই চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

আলী রেজা রাজু,ঢাকা:

গত ১২/১০/২৩ ইং তারিখে পিকআপ চালক শহিদুল ইসলাম গাবতলী মাজার রোড এলাকা থেকে পিকআপে টাইলস লোড করে রাত ১ ঘটিকার সময় রংপুরের উদ্দেশ্য রওনা হয়। রাত অনুমানিক ২ টার সময় ঢাকা-মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় মহাসড়কের উপর স্পিড বেকার নিকট পৌছামাএ গাড়ির গতি কমার সাথে সাথে পেছন দিক থেকে আসা আগে উৎপেতে থাকা একটি সিনএনজি হতে অঞ্জাত নামা ৪ (চার) জন ব্যক্তি দেশীয় অস্ত্র দেখিয়ে পিকআপ চালক শহিদুলকে জিম্মি করে,তার মোবাইল ছিনতাই করে তাকে হাত পা বেধে গাড়ির পিছনে ট্রিপল দিয়ে ঢেকে দেয়। পরবর্তীতে আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ডে এলাকায় জঙ্গলে পিকআপের চালককে গাছের সাথে বেধে রেখে গাড়িতে বোঝাইকৃত অনুমানিক ২৫,০০০০/ (আড়াই লক্ষ) টাকার মালামাল ও ৮,৫০,০০০/(আট লক্ষ পঞাশ হাজার)মূল্যের পিকআপটি ছিনতাই করে নিয়ে যায়। এ সংক্রান্ত বিষয়ে পিক-আপের মালিক মো:শামসুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। আশুলিয়া থানার অভিযোগটি আমলে নিয়ে ডিবির উপর তদন্তভার ন্যস্ত করা হয়।ঢাকা জেলা উওর ডিবি পুলিশ মামলার তদন্ত পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগর,বিভিন্ন থানা এলাকা হতে এ ঘটনায় জড়িত ৪ (চার)জন আসামী কে গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করে। আসামীরা হলেন ১/কাউছার ২/মো:রফিকুল ইসলাম ৩/মিরাজুল ইসলাম ৪/মে: মেহেদী হাসান মৃধা এবং তারা পেশাদার ডাকাত চক্র ও ইতিপূর্বে আসামীদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামীরা জিজ্ঞেসাবাদে এ ঘটনার সীকারক্তি প্রদান করেছে বলে ঢাকা জেলা উওর ডিবি কার্যালয়ে বুধবার (২৬/১০/২৩) তারিখে সকাল ১১ টায় আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে এসব কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বারা হাবিব খান।

 সড়কে বাস-অটোভ্যানের সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি ॥

টাঙ্গাইলের ধনবা‌ড়ি বাস ও অটোভ্যানের মুখোমু‌খি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুত্বর আহত হন আরও দুইজন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জামালপুর-ধনবা‌ড়ি সড়কের নল্ল্যা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার গোপালপুর উপজেলার সু‌তি পলাশ এলাকার চান কৃষ্ণ কর্মকারের ছেলে ও অটোভ্যান চালক বাবুল কর্মকার (৫০), জামালপুর জেলার রামনগর এলাকার শ‌হিদের ছেলে সাইফুল ইসলাম (২২), সাইফুলের ভাই মৃদৃল (১৫) ও একই গ্রামের ফজলুলের ছেলে হাসান (১৯)।

ধনবা‌ড়ির থানার ডিউ‌টি অ‌ফিসার এএসআই আ‌শিকুজ্জামান জানান, জামালপুর থে‌কে ঢাকগামী এক‌টি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ‌টোভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোভ্যানের চালকসহ দুইজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানকার চি‌কিৎসক তাদের মৃত‌ ঘোষণা করেন।

তি‌নি আরও জানান, ময়নাতদন্ত ছাড়া রাতেই নিহতদের লাশ তাদের প‌রিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আমতলীতে সাংবাদিক ও শিক্ষককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান