টঙ্গীর জাভান হোটেলের ‘ডিসকোবারে’ অভিযান, পতিতা-খদ্দেরসহ আটক ২০

স্টাফ রিপোর্টার:

টঙ্গীতে এক ‘ডিসকোবার’ এ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে তরুণী ও পতিতা এবং খদ্দেরসহ ১৮ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় বিপুল পরিমাণ নগদ টাকাসহ মাদক দ্রব্য জব্দ করা হয়েছে। অভিযানকালে ভবনের তিনতলা থেকে লাফিয়ে পালাতে গিয়ে বিদ্যুতের তারে পড়ে হোটেলের এক কর্মী ঝলসে দগ্ধ হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী এলাকার শরীফ কিয়াম উদ্দিন মাস্টার রোডের জাভান আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিসকোবার পরিচালিত হয়ে আসছিল।

হোটেলের ম্যানেজার রিয়াজ শাহেদ বাবু, নাচ গান ব্যবস্থাপক জসিম উদ্দিন ও মুনসুর আহমেদের নেতৃত্বে এ ডিসকোবার পরিচালনা করছিলেন। ডিসকোবার’এ প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত ধরে অসামাজিক কার্যকলাপ, মাদকের রমরমা ব্যবসা ও উচ্চ শব্দে নাচ-গান পরিচালিত হতো। এতে এলাকায় শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠে।

এলাকাবাসীর একাধিক অভিযোগের ভিত্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে টঙ্গী পূর্ব থানার ওসি  ও ইন্সপেক্টর (অপারেশন) এর নেতৃত্বে একদল পুলিশ ওই ডিসকোবার’এ অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে ১২জন তরুণী ও পতিতা এবং ৬ জন খদ্দেরসহ মোট ১৮ জনকে আটক করা হয়। পুলিশ ওই ডিসকোবার থেকে ৩৩ বোতল বিদেশী মদ ও ৬০ ক্যান বিয়ার এবং নগদ এক লাখ ৫ হাজার টাকা জব্ধ করে।

কাতার থেকে লন্ডনের পথে খালেদা জিয়া

সবুজ বাংলাদেশ ডেস্কঃ

কাতার থেকে লন্ডনের পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ‍বুধবার ঢাকা থেকে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার পর সেখানে কিছু সময় অবস্থান করেন তিনি। পরে সেখান থেকে তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় কাতার আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সটি।

কাতারে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত নজরুল ইসলাম। তিনি বিএনপি চেয়ারপারসের শারিরীক খোঁজখবর নেন। পরে খালেদা জিয়া বিমানবন্দরে কিছুক্ষণ বিশ্রাম করে লন্ডনের উদ্দেশ্য রওনা হোন। স্থানীয় সময় বুধবার সকালে হিথ্রো বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এয়ার অ্যাম্বুল্যান্সটির।

বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে উন্নত চিকিৎসার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসবের মধ্যে লিভার, কিডনি ও হৃদরোগকে সবচেয়ে ঝুঁকির কারণ মনে করেন তার চিকিৎসকরা।

 

সবা:স:জু- ৬৯৭/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম