দেবীগঞ্জ মুক্ত দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত

এনামুল, পঞ্চগড় প্রতিনিধি:

আজ দেবীগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের ০৯ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা এ.কে ভুঁইয়ার নেতৃত্বে হানাদার মুক্ত হয় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা। দেবীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ ডিসেম্বর ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে এসে শেষ হয়। পরে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে বিজয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিশতি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম, দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম, যুদ্বকালীন কম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.কে ভুঁইয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার স্বদেশ চন্দ্র রায়,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম নুরুজ্জামান প্রমুখ।

এছাড়া উপজেলার সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডারে সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, গণমাধ্যম কর্মী এসময় উপস্থিত ছিলেন।

দেবীগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহ্বাহয়ক দীপঙ্কর রায় মিঠুর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং অতিথিবৃন্দ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেবীগঞ্জে প্রেক্ষাপট এবং দেবীগঞ্জ মুক্ত দিবসের ঘটনা প্রবাহ তুলে ধরেন। এছাড়া মুক্তিযোদ্ধারা উপজেলা প্রশাসনের কাছে দেবীগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৭১ সালের ডিসেম্বরের শুরুর দিকে মুক্তিযোদ্ধারা দেবীগঞ্জ সদরের তিন দিক থেকে করতোয়া নদীর পশ্চিম পাড়, ভাজনী ও গোপাল বৈরাগী ঘাট এলাকায় পাকিস্তানী হানাদার বাহিনীকে ঘেরাও করে রাখেন। যুদ্ধ শুরু হওয়ার সাত মাস পর ৯ ডিসেম্বর ভোর ৬ টা থেকে মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করলে পাকবাহিনীরা দেবীগঞ্জ থেকে পিছু হটে ডোমার হয়ে সৈয়দপুরের দিকে রওনা হয়। সেদিন বিকাল ৪টায় দেবীগঞ্জ আনসার ক্লাবের সামনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এবং বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দেবীগঞ্জ হানাদার মুক্ত ঘোষণা করেন দেবীগঞ্জ উপজেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম প্রধান।

ঢাকা কলেজস্থ নাটোর জেলা ছাত্রকল্যাণ পরিষদ (বনলতা) কমিটি ঘোষণা

হুমায়ুন কবিরঃ

ঢাকা কলেজস্থ নাটোর জেলা ছাত্র কল্যাণ পরিষদ (বনলতা) আগামী ১বছরের জন্য পূনাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হলেন আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক মোঃ ইমরান আলী। বুধবার (৬ নভেম্বর) এই কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রকল্যান পরিষদের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ঢাকা কলেজস্থ নাটোর জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক মোঃ ইমরান আলী বলেন, নাটোর জেলা থেকে আগত ঢাকা কলেজস্থ সকল শিক্ষার্থীদের কে নিয়ে সংগঠনটি তৈরি করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদেরকে নিশ্চিন্তে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য মোবাইল, ঘড়ি, ব্যাগ রেখে পরীক্ষা শেষে সেগুলো ফেরত দেওয়া। তাদের আসনবিন্যাস খুঁজে দেওয়া। এরপর শিক্ষার্থীরা চান্স পেলে কলেজে ভর্তির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা। ঢাকাতে তাদের আবাসনের ব্যবস্থা করাসহ সার্বিকভাবে সহযোগিতা করার জন্য এই নাটোর জেলা ছাত্র কল্যাণ পরিষদ গঠন করা হয়েছে। আরো বলেন যেই আশা, প্রত্যাশা এবং আকাঙ্খা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন সেটি বাস্তবায়নের লক্ষ্যে নিজের সর্বোচ্চটুকু উজার করে দিবো ইনশাআল্লাহ!আপনাদের সকলের মতামত এবং পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ঢাকা কলেজস্থ নাটোর ছাত্রকল্যানকে একটি আদর্শিক রোল মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠায় সর্বদা বদ্ধ পরিকর থাকবো বলে শপথ করছি। আমাদের সকলের প্রানের এই সংগঠনটি যাতে সম্পূর্ন সততা,নিষ্ঠা এবং ন্যয়পরায়নতার ভিক্তিতে পরিচালনা করতে পারি, সেজন্য আপনাদের সকলের নিকট দোয়া কামনা করছি।
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ হলেন,মতিউর রহমান,আলহাজ্ব মোঃ সজিব চৌধুরী, মোঃ লিটন হোসেন,রবিউল ইসলাম।
উল্লেখ্য, নাটোর জেলা ছাত্রকল্যান ঢাকা কলেজের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম