জয়পুরহাটে ট্রেনে আগুন দেওয়ার প্রধান তিন আসামী গ্রেপ্তার

 

জয়পুরহাট প্রতিনিধি সোহেল আহম্মেদ লিও :
জয়পুরহাটে পৃথক দুটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় প্রধান তিন আসামীকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ। আজ ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট নিশিপাড়া মহল্লার অপু ((২৪) ও তাইজুল ইসলাম (২৬) এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মমিন (২৬)।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, গত ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে দ্রæতযান এক্সপ্রেস এবং ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দুটি ঘটনার মুল হোতা অপু,তাইজুল ও মমিন। আজ ভোর রাতে অভিযান চালিয়ে তাদের জয়পুরহাটের নিশিপাড়া ও আক্কেলপুরের রুকিন্দিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলেই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। সান্তাহার রেলওয়ে থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও আব্দুর রহিম সরকার রাজনৈতিক দলের ইউপি সভাপতি পদে বহাল!

মোঃ ইব্রাহিম হোসেন:

সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার খাসরাজবাড়ীর ৮৩ নং পূর্ব কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম সরকার।

অনুসন্ধানে জানায় যায়, তিনি একটি সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও কেমনে আব্দুর রহিম সরকার একটি রাজনৈতিক দলের ইউপি সভাপতি হলেন?

সরকারি কর্মচারী ( আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর ২৫ বিধি মোতাবেক সরকারি কর্মচারী কোন রাজনৈতিক দলের বা এর অংগসংগঠনের সদস্য বা এর কোন কার্যক্রমে অংশগ্রহন করতে পারবে না।যদি অংশগ্রহন বা জড়িত হয়, তবে তা অসদাচরণ হিসেবে গন্য হবে এবং এই অসদাচরণ এর দায়ে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী ( শৃংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করতে পারে।

জানা যায় বর্তমান তিনি সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।
এই বিষয় নিয়ে ৮৩ নং পূর্ব কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে কথা হলে তারা জানান,আমাদের প্রধান শিক্ষক আব্দুর রহিম সরকার স্যার কখনো ক্লাস নেয় না এবং ঠিক মত স্কুলেও আসে না।

অনুসন্ধানে জানা যায়, স্কুলটির সহকারী শিক্ষকগণ আব্দুর রহিম সরকারের বাড়ীতে হাজিরা খাতা নিয়ে এসে স্বাক্ষর করিয়ে নিয়ে যায়, তাছাড়াও প্রয়োজনীয় সকল কাগজপত্র তিনি বাড়ীতে বসেই স্বাক্ষর করেন।

আরো জানা যায়,নাটুয়ারপাড়া ইউনিয়নের সব চেয়ে ক্ষমতাশালী একজন নেতা তিনি, তার কথায় এলাকার সকল শ্রেণীর মানুষ উঠ বস করে।

অনুসন্ধানে উঠে আসে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ,
তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পদ পদবী ব্যবহার করেই চালিয়ে যাচ্ছে সকল অপকর্ম।

নাটুয়ারপাড়া ইউনিয়নের সকল ওয়ার্ডে আব্দুর রহিম সরকারের নেতৃত্বে চলছে মাদক ব্যবসা ও অনলাইন জুয়া,শুধু তাই না আব্দুর রহিম সরকারের মেয়ের জামাই নিশাদ একজন মাদকের বড় ডিলার ও অনলাইন জুয়া নাটুয়ারপাড়া ইউনিয়নের সকল ওয়ার্ডে নিয়ন্ত্রণ করে থাকে, তার মেয়ের জামাইয়ের মধ্যে পুরা নাটুয়ারপাড়ায় মাদক খুচরা ও পাইকারী বিক্রি হয়।
আরো জানা যায়, আব্দুর রহিম সরকারের ক্ষমতার প্রধান সেফগার্ড হিসেবে কাজ করেন কাজিপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলার চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

এই বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা জানান, এই আব্দুর রহিম সরকার একজন লেবাসধারী শয়তান, তার অত্যাচার সাধারণ মানুষ অতিষ্ঠ! আরো বলেন, তিনি নাটুয়ারপাড়া ইউনিয়নটা মাদক ও জুয়ার হাট বানিয়ে ফেলেছে,তার মেয়ের জামাই নিশাদকে দিয়েই মাদক ও অনলাইন জুয়ার ব্যবসা নিয়ন্ত্রণ করে।

এই বিষয়ে কথার বলার জন্য আব্দুর রহিম সরকার কে মুঠোফোনে কল দিলে তিনি দৈনিক সবুজ বাংলাদেশ কে বলেন, এটা কাজিপুর বাংলাদেশর সবজায়গার আইন কানুন কাজিপুরে চলে না।
কাজিপুরে একমাত্র প্রিয়নেতা মরহুম মোহাম্মদ নাসিম সাহের তৈরী করা আইন চলে এবং চলবে,তাই আমাদের আইন পাশ করে গেছেন আমাদের প্রিয়নেতা নাসিম সাহেব।

এই বিষয়ে কাজিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি দৈনিক সবুজ বাংলাদেশ কে বলেন, কোন সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কখনো রাজনৈতিক দলের সাথে সংক্ষিপ্ত থাকতে পারবে না । তিনি আরো বলেন আমি আমার জেলা শিক্ষা অফিসার স্যারের সাথে কথা বলে এই বিষয়ে তদন্ত করে আব্দুর রহিম সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করবো।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি