মেঘনায় নবনির্বাচিত অধ্যক্ষ আব্দুল মজিদ এমপিকে গণ-সংবর্ধনা

মো. আনোয়ার হোসেন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা মেঘনা উপজেলায় কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য, দেশবরেণ্য শিক্ষাবিদ, পপি লাইব্রেরীর সত্ত্বাধিকারী ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মজিদকে গণ- সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারী,২০২৪) দুপুর ২ ঘটিকায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেঘনা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে মেঘনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেঘনার রুপকার মো. শফিকুল আলম এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত শুরু করে ফুলেল শুভেচছা জানিয়ে সংবর্ধিত করেন উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, থানা পুলিশ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার সর্বোস্তরের জনগণ।

এ সময় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা মজিদ, সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গাফফার হাউদ, হোমনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল, সাবেক যুগ্ম সচিব আলী আহমেদ, মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যকালে বলেন, আমাকে আপনারা যে সম্মান দিয়েছেন সত্যিই আমি আনন্দিত ও গর্বিত। আমি একটা বিষয় পরিস্কার করে বলতে চাই, আগামী ৩১ জানুয়ারির পর থেকে মেঘনা উপজেলায় কোন প্রকার চাঁদাবাজী চলবেনা। খুব শিগগিরই আমরা এ বিষয়ে প্রশাসনের সাথে বসবো।

উক্ত অনুষ্ঠানে হাজার হাজার লোক উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন।

আমিরাতের ভিসা নিয়ে বাংলাদেশীদের সুখবর দিলেন রাষ্ট্রদূত

জে এম রফিকুল সরকার,(আরব আমিরাত):

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী নাগরিকদের জন্য সকল ধরনের ভিসা কার্যক্রম এমনকি অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনেও সকল প্রকার সুযোগ বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত।এ সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি।

তিনি জানান,সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে বাংলাদেশি নাগরিকদের যে সমস্যা রয়েছে এই সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান হবে বলেই আশাবাদ ব্যক্ত করেন। আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে ভিসা চালুর সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দুবাইয়ের পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সাংবাদিক ও সদ্য নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত হামুদি উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সকল এই ব্যাপারে অবগত করেন।

রাষ্ট্রদূত বলেন, আমিরাতে কেবল বাংলাদেশিদের জন্য নয়, বরং বিভিন্ন দেশের ভিসা সাময়িক বন্ধ রয়েছে। এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। এখানে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। সাংবাদিক মামুনুর রশীদ ও রাসেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের দূতালয় প্রধান আশফাক হোসেন। প্রধান বক্তা ছিলেন- কমিউনিটি ব্যক্তিত্ব ও ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, স্বাগত বক্তব্য রাখেন- ইঞ্জিনিয়ার সালাম খাঁন। এছাড়াও বক্তব্য রাখেন- ড. রেজা খান, ইউএই বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, রাজা মল্লিক, ইয়াকুব সৈনিক, সাংবাদিক শিবলী আল সাদিক প্রমুখ।

সংবর্ধিত অতিথি মুশফিকুল ফজল আনসারি বলেন, আমিরাত হচ্ছে শান্তিময় একটি দেশ। এই দেশে বাংলাদেশিসহ বিদেশিরা অত্যন্ত শান্তিতে বসবাস করছেন। দুই দেশের মধ্যে চমৎকার কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আমিরাত ও বাংলাদেশের সমৃদ্ধিতে যৌথভাবে ভূমিকা রাখছেন বাংলাদেশি প্রবাসীরা। এর ধারাবাহিকতা বজায় রাখতে আমিরাতের কর্তৃপক্ষকে ভিসা চালুর ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। আশাবাদী শিগগিরই একটি ভালো সংবাদ পাওয়া যাবে।

এ সময় আমিরাতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ এতে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সম্পাদক ও সদস্য এবং আমিরাতে অবস্থিত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সবা:স:জু- ৪৯৭/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি