প্রকাশক ওসমান গনি’র নেতৃত্বে সৃজনশীল প্রকাশক ঐক্য পরিষদ

প্রকাশক ওসমান গনি’র নেতৃত্বে সৃজনশীল প্রকাশক ঐক্য পরিষদ

– শামীম রহমান :

আগামীকাল ৪ ডিসেম্বর ২০২১, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি কার্যনির্বাহী পরিষদের পরিচালক পদে নির্বাচন (২০২১-২০২৩) অনুষ্ঠিত হবে।
করােনায় বিপর্যস্ত ও মৃতপ্রায় প্রকাশনা জগতের অগ্রগতি, উন্নয়ন এবং একুশ শতকের উপযােগী আধুনিক প্রকাশনাশিল্প বিনির্মাণের অঙ্গীকারে সৃজনশীল প্রকাশক ঐক্য পরিষদ কাজ করে যাচ্ছে।
সৃজনশীল প্রকাশক ঐক্য পরিষদ-এর প্যানেল লিডার ও সাবেক সভাপতি ওসমান গনি বলেন, আমাদের প্যানেল নির্বাচনে জয়যুক্ত হলে প্রকাশক সমিতির মাধ্যমে আমার প্রথম কাজ হবে প্রকাশকদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। সরকারের বিভিন্ন প্রজেক্ট রয়েছে, যেমন- গ্রন্থকেন্দ্র, পাবলিক লাইব্রেরি ও ইসলামিক ফাউন্ডেশন- এগুলোর চলমান প্রজেক্টের বাইরেও সরকারের সহায়তায় আমরা ১০০ কোটি টাকার প্রজেক্ট তৈরি করে দিবো সকল প্রকাশকদের জন্য। উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন কমপ্লেক্স তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে- আমরা প্রতি উপজেলায় বই কেনার ব্যবস্থা করবো। সম্মানিত সৃজনশীল প্রকাশকবৃন্দ, আপনাদের সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই আমাদের প্যানেলের জন্য।
সৃজনশীল প্রকাশক ঐক্য পরিষদ-এর তরুণ প্রার্থী মঈন মুরসালিন বলেন, জন্মগতভাবে কেউ যোগ্য হয়ে জন্মায় না, পরিবেশ ও পরিস্থিতির সাথে সংগ্রাম করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হয়। সৃজনশীল প্রকাশনাশিল্পের একজন কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।

সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা

সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

মার্কিন শুল্কের বিষয়ে তৃতীয় দফা আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সোমবার (২৮ জুলাই) তারা যাবেন বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুবুর রহমান।

রোববার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক কমাতে সরকারের সবশেষ উদ্যোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বাণিজ্য সচিব বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক হার কমানোর লক্ষ্যে আলোচনার জন্য সোমবার বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র যাচ্ছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের পরিমাণ কমবে এবং ভারত ও ভিয়েতনামের ওপর আরোপিত শুল্কের চেয়েও বাংলাদেশের পণ্যে শুল্ক হার কম হবে। তিনি বলেন, শুল্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক পরিদপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে ২৯ ও ৩০ জুলাই বৈঠক অনুষ্ঠিত হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান