কেরানীগঞ্জ থেকে গাঁজাসহ একজনকে আটক

জাহিদ হোসেন:
ঢাকার কেরানীগঞ্জ থেকে গাঁজাসহ সিরাজ নামে এক মাদক কারবারিকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।বুধবার রাতে কদমতলী গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে যমুনা ব্যাংকের সামনে থেকে তাকে আটক করে।

সে কুষ্টিয়া জেলার মিরপুর থানার ওয়াবদা ব্রিজ এলাকার মোতালেব মিয়ার ছেলে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া ফাঁড়ি ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এক ব্যক্তি গাজা সরবরাহের জন্য কদমতলী এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ সিরাজকে আটক করে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ মিয়া মাদক কারবারির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে কেরানীগঞ্জ সহ ঢাকার আশপাশের বিভিন্ন স্থানে গাঁজাসহ মাদক সরবরাহ করে করছিল।

তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল কে শুভেচ্ছা দিলেন মোঃ সুজন তালুকদার ও এমিলি

স্টাফ রিপোর্টার:

যুবদলের সাবেক সদস্য মোঃ সুজন তালুকদার ও এমিলির পক্ষ থেকে প্রায় ৫ শতাধিক নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবির পল কে শুভেচ্ছা জানান।

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পলের শুভ আগমন উপলক্ষে। ঢাকা জেলা যুবদলের সাবেক সদস্য মোঃ সুজন তালুকদার ও এমিলির পক্ষ থেকে প্রায় ৫ শতাধিক নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবির পল কে শুভেচ্ছা জানান।

আজ কেরানীগঞ্জ উপজেলার কদমতলীর রয়েল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও  সু-চিকিৎসা
ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় রেজাউল কবির পল বলেন , স্বৈরাচার সরকার শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে সাত বছর অন্যায়ভাবে কারাগারে রেখেছেন এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা দিয়েছেন। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। আমরা তার দ্রুত সুস্থতা  কামনা করি।

কেরানীগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উক্ত দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের