৫২ নং ওয়ার্ডে”ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

 

মেহেদী হাসান তুষার:

গত ১৯ এপ্রিল রোজ শুক্রবার অদ্য সন্ধ্যা ৭ ঘটিকায় ঢাকা জেলার কদমতলী থানা অধিনস্ত ৫২ নং ওয়ার্ডে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা ৪ আসনের এমপি ড. মো : আওলাদ হোসেন ( সংসদীয় স্থায়ী কমিটি সদস্য,নৌ পরিবহন মন্ত্রণালয়) উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাড: ফারুক হোসেন (সভাপতি ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগ) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: জিল্লুর রহমান, সাবেক ৪৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো: সোহরাব হোসেন, ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাব্বত হোসেন,কদমতলী থানা আওয়ামী লীগ সদস্য শেখ মোঃ নজরুল ইসলাম, ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান  আলমগীর হোসেন এবং সর্বোপরি সার্বিক আয়োজন ও পরিচালনায় ছিলেন  মোহাম্মদ জাহাঙ্গীর খাঁ ( ৫২নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং আগামী কাউন্সিলর প্রত্যাশী ) ।
উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ঢাকা ৪ আসনের এমপি মহোদয় এলাকাবাসীর উদ্দেশ্যে প্রতিশ্রুতিমূলক বেশ কিছু এজেন্ডা রাখেন যা হচ্ছে – মাদক ও সন্ত্রাস মুক্ত একটি সমাজ, বাচ্চাদের জন্য একটি খেলার মাঠ , একটি আধুনিকায়ন হসপিটাল, একটি কমিউনিটি সেন্টার, উক্ত এলাকার ময়লা আবর্জনা অপসারণের জন্য একটি নির্ধারিত জায়গা সহ এলাকার গ্যাস সংকটের বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং তিনি বলেন -আমি আপনাদের ভোটে জয়যুক্ত হয়েছি তাই আমি আপনাদের সকলের একজন প্রতিনিধি এবং আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করি। তিনি আরো বলেন একটি আধুনিক সমাজ একাকী কখনো গঠন করা যায় না এতে সবার সহযোগিতার প্রয়োজন হয় । এবং উক্ত অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হওয়ায়  মোঃ জাহাঙ্গীর খাঁ (কাউন্সিলর প্রত্যাশী) এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

যৌক্তিক মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড

স্টাফ রিপোর্টার:

যৌক্তিক মামলা না নেওয়ার অভিযোগ আসলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড (বরখাস্ত) করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন।

বৈঠকে একজন রিকশাচালক বলেন, আমাকে কামরাঙ্গীরচর এলাকায় রোববার মারধর করা হয়। এমন অভিযোগে ডিএমপি কমিশনার বলেন, আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড (বরখাস্ত) করা হবে।

চাঁদাবাজির বিষয়ে সাজ্জাত আলী বলেন, গরীবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। কোনো পুলিশ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা।

এ সময় রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে কোনো মন্তব্য না করে তিনি বলেন, আপনাদের বিষয়টি বিকেলেই চেম্বার আদালতে উঠবে। সুতরাং আপনাদের বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এর আগে, ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রিকশাচালকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। হাইকোর্টের আদেশের পরদিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা।

 

সবা:স:জু-১৮৩/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি