শার্শায় সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

 

শার্শা উপজেলা প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলার নাভারন বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের আব্দুল আলীম নামে এক সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১০ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এমন কাণ্ডে এলাকা জুড়ে চলছে সমালোচনার ঝড়। ওই বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষকদের মধ্যে চরম অসন্তোষ এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ওই ছাত্রী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেছেন।
অভিযোগে ভুক্ত ভোগী ছাত্রী জানায়, আমি নাভারন বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীমের কাছে আমি সহ কয়েকজন ছাত্রী বেশ কিছু দিন যাবদ তার নিজ বাড়ীতে প্রাইভেট পড়ে আসছি। আলীম স্যার বিভিন্ন সময়ে অন্যান্য ছাত্রীদের অগোচরে আমাকে বিভিন্ন ভাবে গায়েস্পর্শ করার চেষ্টা চালিয়ে যেতে থাকে। আমি লজ্জায় একথা কাউকে বলতে পারিনি। গত ৪ এপ্রিল আমাদের পড়া শেষ হয়ে যাওয়ার পর অন্যান্যরা সবাই চলে গেলে আলীম স্যার আমাকে নোট দেবে বলে কিছুক্ষন বসতে বলে। আমি একা ওখানে বসে থাকার এক সময়ে আলীম স্যার আমাকে কুরুচিপূর্ন কথা বলে। আমি তা সহ্য করতে না পেরে তৎক্ষনাত নিজ বাড়ীতে এসে আমার মায়ের কাছে আগে এবং পরের সমস্ত ঘটনা খুলে বলি। আমি আর আলীম স্যারের কাছে পড়বোনা বলে জানায়। এলাকার জনগণ এবং অভিভাবক সহকারী প্রধান শিক্ষকের এই কর্মকান্ড নিয়ে খুবই বিস্মিত ও ক্ষোভে ফেটে পড়ে। তারা আব্দুল আলীম স্যারের দ্রুত শাস্তির দাবি করেছেন।
এ ঘটনায় নাভারন বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইব্রাহিম খলিল বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। পরিচালনা পরিষদের মিটিংয়ের পর পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের সাথে এলাকার একটি প্রভাবশালী মহল জড়িত।
শার্শা উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী বলেন, এ রকম একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। #

মধুখালির জুয়েল শরিফের বিরুদ্ধে খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের

 

।।খুলনা প্রতিনিধি।।

মধুখালীর কথিত সাংবাদিক জুয়েল শরীফের বিরুদ্ধে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের দায়ে খুলনার সাইবার ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের হয়েছে।
মামলা নম্বর সি আর ৩৩/২৩। ২৩ মে ২০২৩ ইং তারিখে ডা: মাসুদুল হক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(৩),২৯(৩) ও ৩১ ধারায় মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য যে জুয়েল শরীফ এক লক্ষ টাকা চাঁদা দাবি করলে ডাক্তার মাসুদুল হক দিতে রাজি না হওয়ায় তার ব্যক্তিগত Jewel Sharif নামক ফেসবুক আইডি হতে ডা: মাসুদুল হক কোন ডাক্তার নয় এবং তার কোন ডাক্তারি সনদ নাই মর্মে মধুখালীবাসীকে সতর্ক করে একটি পোস্ট দেন।
মধুখালীর বিভিন্ন রাজনৈতিক ব্যবসায়িক সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিকট অবৈধ চাঁদা দাবি করে না পেয়ে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও অনিবন্ধিত শুকতারা টিভি ২৪ নামক চ্যানেল হতে মনগড়া সংবাদ পরিবেশন করে তারপর তাদের সাথে যোগাযোগ করে মোটা অংকের চুক্তির মাধ্যমে টাকা আদায় করে থাকেন বলে অভিযোগ রয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি