
কাজী তানজীদুল রিফাত:
রাজধানীর মিরপুরে বাকিয়া সুলতানা তুরাবা (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শাহ্ আলী থানা পুলিশ। মৃত তুরাবার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের উকিলপুর গ্রামে।
বুধবার (১মে) বেলা ১১টার দিকে মিরপুরের চিড়িয়াখানা রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ফরিদের বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসী জানান,এক বছর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বাসিন্দা ফরিদ উদ্দিনের ছেলে আফনানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে হয় তুরাবার৷ তুরাবা-আফনান দম্পতি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বাঁশ পট্টির একটি বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত তুরাবার শ্বশুর ফরিদ জানান,আমার ছেলের স্ত্রী তুরাবা বেশ কিছুদিন শারিরীক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। গত মাসে তাদেরকে ভাড়া বাসা থেকে নিজের বাড়িতে নিয়ে আসি। আজ বুধবার ১লা মে সকালে বাড়ির লোকজনদের ডাকচিৎকারে আমার ঘুম ভাঙ্গে। ঘুম থেকে উঠে দেখি তুরাবা ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছে। বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা অনেক ডাকাডাকি করলেও সে রুমের দরজা খুলছেনা।
প্রত্যক্ষদর্শীরা জানান,আজ খুব ভোরে ঘুম ভাঙ্গে তুরাবার। সকাল আনুমানিক ৬.৩০ মিনিটের দিকে ফের তিনি তার ঘরে ঢুকে দরজা বন্ধ দেন। এরপর অনেক ডাকাডাকি করার পরও তুরাবা কোনো সারাশব্দ না করাসহ দরজা না খুললে শাহ আলী থানা পুলিশকে খরব দেই। পরে শাহ্ আলী থানা পুলিশ উপস্থিত হয়ে বেলা আনুমানিক ১১ টার দিকে দরজা ভেঙে তুরাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা স্বীকার করে শাহ আলী থানার এসআই আব্দুর রহিম জানান,স্থানীয় মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছাই। উপস্থিত জনসম্মুখে ভেতর থেকে বন্ধ একটি রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তুরাবার মরদেহ উদ্ধার করা হয়।
লাশের ময়না তদন্তের জন্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনা একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।