ফিলিস্তিনের ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

শনিবার ১৮মে জাতীয় প্রেসক্লাবের সামনে মানবাধিকার সংগঠন বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির উদ্যোগে যুদ্ধ চাই না শান্তি চাই’ প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব মানবতা তথা ফিলিস্তিনের গাজায় অসহায় গণমানুষের ওপর মানবতাবিরোধী ইসরায়েলের গণহত্যা ও বর্বর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি বক্তারা এই দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, প্রতিবাদ হচ্ছে ঈমানের অংশ। আমরা ইসলাম ধর্মের অনুসারী প্রত্যেকেই জানি অন্যায়ের প্রতিবাদ করা হচ্ছে সর্বোত্তম জিহাদ। যার যার অবস্থান থেকে আমাদের প্রতিবাদ করা উচিত। আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানাচ্ছি। আমরা প্রত্যেকে ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে যার যার অবস্থান থেকে এর প্রতিবাদ করতে হবে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যেখানে স্পেন ভারতীয় অস্ত্রশস্ত্রবাহী জাহাজকে ফেরত পাঠিয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার রাতের আধাঁরে ইসরায়েলি বিমানকে স্বাধীন বাংলাদেশের ভূখন্ডে অবতরণের সুযোগ করে দিয়েছে। এই বিমানে কি আসছে, কারা আসছে জনগণের জানার অধিকার আছে, কিন্তু জানানো হয়নি। সরকার ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে আর রাতের আধাঁরে ইসরায়েলি বিমান স্বাধীন বাংলাদেশের ভূখন্ডে অবতরণ করবে এটা দেশের মানুষ মেনে নিতে পারে না।

সংগঠনের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি এড. ড. মোঃ গোলাম রহমান ভূইয়া, বাংলাদেশ ডেমোক্রেটিক পিপল্স পার্টির চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, নেজামে ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফ, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এর সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ ডেমোক্রেটিক পিপল্স পার্টির মহাসচিব ড. হারুন-অর-রশিদ, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব মোঃ আবু হানিফ, লেখক, কলামিস্ট কালাম ফয়েজীপ্রমুখ।

২৩ নাবিক সহ বাংলাদেশি জিম্মি জাহাজ

ডেক্স রিপোট॥

বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আব্দুল্লাহ। বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ সোমালিয়া থেকে প্রায় ৪৫০ নটিক্যাল মাইল দূরে সমুদ্রে অন্তত ১০০ দস্যু জাহাজটি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। ওই জাহাজে কর্মরত ২৩ জন বাংলাদেশি নাবিক দস্যুদের কাছে জিম্মি অবস্থায় রয়েছে। নৌপরিবহণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমুদ্রগামী এ জাহাজটি কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। পথিমধ্যে গালফ অব ইডেনে জাহাজটিতে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেয় দস্যুরা। তাদের অনেকের হাতে অস্ত্র রয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নাবিকেরা নিরাপদে রয়েছেন। নৌপরিবহণ মন্ত্রণালয় ইতোমধ্যেই পরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে। এমভি আব্দুল্লাহ জাহাজটির মালিক চট্টগ্রামের এসআর শিপিং লিমিটেড। এটি মূলত বাল্ক ক্যারিয়ার।

জাহাজটি আক্রান্তের তথ্য  নিশ্চিত করেছেন নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম। তিনি বলেন, জাহাজের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। জাহাজের ক্রুরা (নাবিক) নিরাপদে রয়েছেন। তাদের উদ্ধারে আন্তর্জাতিক যে প্রক্রিয়া ও কৌশল রয়েছে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে এই কোম্পানির জাহান মনি নামের আরেকটি জাহাজ দস্যুরা জিম্মি করেছিল।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান