সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও আব্দুর রহিম সরকার রাজনৈতিক দলের ইউপি সভাপতি পদে বহাল!

মোঃ ইব্রাহিম হোসেন:

সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার খাসরাজবাড়ীর ৮৩ নং পূর্ব কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম সরকার।

অনুসন্ধানে জানায় যায়, তিনি একটি সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও কেমনে আব্দুর রহিম সরকার একটি রাজনৈতিক দলের ইউপি সভাপতি হলেন?

সরকারি কর্মচারী ( আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর ২৫ বিধি মোতাবেক সরকারি কর্মচারী কোন রাজনৈতিক দলের বা এর অংগসংগঠনের সদস্য বা এর কোন কার্যক্রমে অংশগ্রহন করতে পারবে না।যদি অংশগ্রহন বা জড়িত হয়, তবে তা অসদাচরণ হিসেবে গন্য হবে এবং এই অসদাচরণ এর দায়ে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী ( শৃংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করতে পারে।

জানা যায় বর্তমান তিনি সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।
এই বিষয় নিয়ে ৮৩ নং পূর্ব কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে কথা হলে তারা জানান,আমাদের প্রধান শিক্ষক আব্দুর রহিম সরকার স্যার কখনো ক্লাস নেয় না এবং ঠিক মত স্কুলেও আসে না।

অনুসন্ধানে জানা যায়, স্কুলটির সহকারী শিক্ষকগণ আব্দুর রহিম সরকারের বাড়ীতে হাজিরা খাতা নিয়ে এসে স্বাক্ষর করিয়ে নিয়ে যায়, তাছাড়াও প্রয়োজনীয় সকল কাগজপত্র তিনি বাড়ীতে বসেই স্বাক্ষর করেন।

আরো জানা যায়,নাটুয়ারপাড়া ইউনিয়নের সব চেয়ে ক্ষমতাশালী একজন নেতা তিনি, তার কথায় এলাকার সকল শ্রেণীর মানুষ উঠ বস করে।

অনুসন্ধানে উঠে আসে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ,
তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পদ পদবী ব্যবহার করেই চালিয়ে যাচ্ছে সকল অপকর্ম।

নাটুয়ারপাড়া ইউনিয়নের সকল ওয়ার্ডে আব্দুর রহিম সরকারের নেতৃত্বে চলছে মাদক ব্যবসা ও অনলাইন জুয়া,শুধু তাই না আব্দুর রহিম সরকারের মেয়ের জামাই নিশাদ একজন মাদকের বড় ডিলার ও অনলাইন জুয়া নাটুয়ারপাড়া ইউনিয়নের সকল ওয়ার্ডে নিয়ন্ত্রণ করে থাকে, তার মেয়ের জামাইয়ের মধ্যে পুরা নাটুয়ারপাড়ায় মাদক খুচরা ও পাইকারী বিক্রি হয়।
আরো জানা যায়, আব্দুর রহিম সরকারের ক্ষমতার প্রধান সেফগার্ড হিসেবে কাজ করেন কাজিপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলার চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

এই বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা জানান, এই আব্দুর রহিম সরকার একজন লেবাসধারী শয়তান, তার অত্যাচার সাধারণ মানুষ অতিষ্ঠ! আরো বলেন, তিনি নাটুয়ারপাড়া ইউনিয়নটা মাদক ও জুয়ার হাট বানিয়ে ফেলেছে,তার মেয়ের জামাই নিশাদকে দিয়েই মাদক ও অনলাইন জুয়ার ব্যবসা নিয়ন্ত্রণ করে।

এই বিষয়ে কথার বলার জন্য আব্দুর রহিম সরকার কে মুঠোফোনে কল দিলে তিনি দৈনিক সবুজ বাংলাদেশ কে বলেন, এটা কাজিপুর বাংলাদেশর সবজায়গার আইন কানুন কাজিপুরে চলে না।
কাজিপুরে একমাত্র প্রিয়নেতা মরহুম মোহাম্মদ নাসিম সাহের তৈরী করা আইন চলে এবং চলবে,তাই আমাদের আইন পাশ করে গেছেন আমাদের প্রিয়নেতা নাসিম সাহেব।

এই বিষয়ে কাজিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি দৈনিক সবুজ বাংলাদেশ কে বলেন, কোন সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কখনো রাজনৈতিক দলের সাথে সংক্ষিপ্ত থাকতে পারবে না । তিনি আরো বলেন আমি আমার জেলা শিক্ষা অফিসার স্যারের সাথে কথা বলে এই বিষয়ে তদন্ত করে আব্দুর রহিম সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করবো।

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি:

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে মহাসড়ক অবরোধ ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা।

রবিবার (১০ আগস্ট) বেলা পৌনে এগারোটার দিকে সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্বর এলাকা অবরোধ করেন তারা। এতে উত্তরাঞ্চলের প্রায় ২২টি জেলার সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঘণ্টাব্যাপী এক মানববন্ধনে দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। এতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে এমন কঠোর কর্মসূচি পালন করছেন বলে জানান আন্দোলরত শিক্ষার্থীরা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ রয়েছে। তবুও আমরা বিকল্প সড়ক দিয়ে কিছু গাড়ি পারাপারের চেষ্টা করছি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পাঁচটি বিভাগে (বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সংগীত ও ব্যবস্থাপনা) বর্তমান শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ২০০ এর অধিক। ৩৪ জন শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ জন কর্মচারী নিয়ে শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজসহ দুটি ভাড়া বাড়িতে চলছে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। অথচ নিজস্ব ক্যাম্পাস নির্মাণের প্রকল্প বারবার জমা দিলেও তা এখনো অনুমোদন হচ্ছে না।

আন্দোলনরত শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয় ২০১৮ সালে। প্রতিষ্ঠার দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। সরকার এজন্য একটি টাকাও বরাদ্দ দেয়নি। অথচ রবীন্দ্রনাথ ঠাকুরের তৎকালীন জমিদারির অন্তর্গত খাস জমিতেই স্থায়ী ক্যাম্পাস নির্মিত হওয়ার কথা। ভূমি অধিগ্রহণের ঝামেলা ও পরিবেশের কোনোরূপ ক্ষতি ছাড়াই সেখানে নান্দনিক ক্যাম্পাস নির্মাণ সম্ভব। এত বছর পেরিয়ে গেলেও ক্যাম্পাস নির্মাণে কোনো অর্থই বরাদ্দ দেওয়া হয়নি। পরপর সাতবার ডিপিপি সংশোধন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমান সরকারের ব্যয় সংকোচন নীতিকে বিবেচনায় রেখে সর্বশেষ ৫১৯ কোটি ১৫ লাখ টাকার ডিপিপি উপস্থাপন করে। যা চলতি বছরের ৭ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আলোচিত হয়। পরবর্তীতে ১৬ জুন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সরেজমিন পরিদর্শন করেন। তবুও কাজ হচ্ছে না। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ সংকট, আবাসন সংকট ও নিরাপত্তাহীনতাসহ নানান সমস্যায় ভুগছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের