কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

মাহমুদা আফরোজ (লিজা):

চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়,১০ জুন ২০২৪ইং, বিকাল ৩ ঘটিকায় । উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, ফারজানা হাসানাত,জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ,গাজীপুর।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  রুহুল আমিন, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত),চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ,গাজীপুর। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন, এডভোকেট বিকাশ সরকার। ছাত্র-ছাত্রীদের মাঝে বক্তব্য উপস্থাপন করেন, এডভোকেট আনোয়ার হোসেন, শেখ রহিজ উদ্দিন, ডাক্তার লতিফ হোসেন জনি। জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ, ফারজানা হাসানাত বলেন, ছাত্র-ছাত্রীরা তোমরা যারা আছো, লিগ্যাল এইড সম্পর্কে জানো,এবং অন্যদের জানার সুযোগ করে দাও। আমরা প্রচার প্রচারণা করে যাচ্ছি, সবাই যেন,জানতে পারে লিগ্যাল এইড সম্পর্কে।সরকার ২০০৭ সাল থেকে লিগ্যাল এইড এর কার্যক্রম শুরু করেছেন।লিগ্যাল এইড হলো সরকারি আইনি সহায়তা।নারী এবং শিশুরা এই আইনের অন্তর্ভুক্ত।অসহায় হতদরিদ্র মানুষেরা এই আইনের সহায়তার অন্তর্ভুক্ত। সরকারিভাবে আইনি পরামর্শ দেওয়া হয়।  সরকার লিগ্যাল এইড এর মাধ্যমে,হতদরিদ্র মানুষের মাঝে আইনী সহায়তা পৌঁছে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছেন।কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার মাধ্যমে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণী আয়োজন করা হয়েছিল।

আয়োজনে: জেলা লিগ্যাল এইড অফিস,গাজীপুর।

লাগামহীন মূল্য ও অসাধু মজুদদারদের জন্য বিপাকে জামালপুরের সাধারণ জনগণ

স্টাফ রিপোর্টার:

আজ ১১ই আগস্ট রবিবার দুপুর ২ ঘটিকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে দ্রব্যমূল্যের মনিটরিং করা হয়। এই বাজারটি রাজবাড়ী জেলার অনেক পুরাতন এবং একটি বৃহৎ পাইকারী ও খুচরা বাজার।

বাজার মনিটরিং শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শিক্ষার্থী শারাফাত ইসলাম অনিক জানান,
নির্ধারিত মূল্যের চেয়েও এই বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেক বেশি রাখা হচ্ছে। যে কারণে ক্রেতাদের অনেক ভোগান্তি এবং অনেক রকম অভিযোগ রয়েছে।
ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন দোকানে গিয়ে দেখা যায় দোকানে কোনো মূল্য তালিকা নাই। বিক্রেতাদের মনগড়া মূল্যে চলছে খুচরা বিক্রি। বিক্রেতারা আমদানী চালান না দেখিয়ে বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যায়।

তিনি আরো জানান,
মাত্র সাত দিনের ব্যবধানে প্রতি বস্তা চাউলের দাম এই বাজারে বৃদ্ধি পেয়েছে দুইশত টাকা অথচ বিভিন্ন দোকান মনিটরিং করে দেখা যায় প্রচুর পরিমাণ চাউলের মজুদ রয়েছে।

অন্য শিক্ষার্থীরা জানান, চাউল সহ অন্যান্য দ্রব্যের মূল্য বৃদ্ধির বিষয়ে দোকানিদের কাছে জানতে চাইলে তাঁরা আমদানি খরচের দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে যেতে চান।
কয়েকটি দোকানে গিয়ে দেখা যায় তাঁরা আমদানি চালান দেখাতে অনিহা প্রকাশ করেন কারণ তাদের আমদানি খরচ খুচরা মূল্যের থেকে অনেক কম। বিভিন্ন দোকান ও বাজার ঘুরে মাছ বাজারও একই রকম চিত্র দেখা যায়।

দ্রুত সময়ের মধ্যে এই বাজারে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করা ও দোকানে নির্ধারিত মূল্য তালিকা রাখা সহ অসাধু মজুদদারদের বিরুদ্ধে ভোক্তা অধিকারের আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাধারণ শিক্ষার্থীগণ।
এই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,
আল আমিন মোল্লা,রাকিবুল মিয়া,নাইমুল হাসান অটল,নাবিল দেওয়ান,শাওন মৃধা, মৌও আক্তার,উরমি আক্তার,ইভা আক্তার, রিমু আক্তার প্রমূখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান পিআর পদ্ধতি ছাড়া জামায়াত ৪-৫টা আসনও পাবে না: আবু হেনা রাজ্জাকী