জহির বাহিনীর তান্ডব! সোনাইমুড়ীতে জবর দখল বসত ঘর নিশ্চিহ্ন

 

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালী সোনাইমুড়ীতে ভূমি খেকো জহির (জহুর) বাহিনীর তান্ডবে নিরীহ বদিউল আলমের বসতি ভিটায় ভাংচুর, লুটপাট ও বসত ঘর নিশ্চিহ্ন করে জবর দখল করে পাকা দালান তৈরি অভিযোগ উঠেছে। ২০ মে’২৪ সোমবার থেকে সপ্তাহ জুড়ে এমন তান্ডবের ঘটনাটি ঘটেছে উপজেলার ১০ নং আমিশাপাড়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ড বিহিরগাঁও রুহুল আমিন ভূঁইয়া বাড়িতে।

সরেজমিনে অনুসন্ধান কালে স্থানীয়ভাবে জানা যায়, মৃত সুলতান আহম্মদ ভূঁইয়ার পুত্র বদিউল আলম জেলা জরিপি ৭৬ ও ৭৮, বিএস জরিপি ১২০ নং দাগে (বাড়িতে) খরিদ সূত্রে ৭২ শতাংশ ভূমির মধ্যে ১২১ নং দাগ ভূমির মালিক হয়। ভূমি ভরাট করে বসত বাড়ি তৈরি ও চৌচালা টিনের ঘর ও রান্না ঘর করে স্ত্রী পরিবার পরিজন নিয়ে বসবাস করতো। জীবিকার তাগিদে বর্তমানে অসুস্থ্য থাকার কারণ বসত ঘরে তালাবদ্ধ করে বদিউল আলম পরিবার নিয়ে ঢাকায় অবস্থান করে। মাঝে মধ্যে বাড়িতে এসে জায়গা জমি ও গাছপালা রক্ষনা বেক্ষণ করতো। গত ১ মাস আগে থেকে একই বাড়ির মৃত রুহুল আমিন ভূঁইয়ার পুত্র ভূমি খেকো জহির, সাত্তার গং লোকজন তাদের ভগ্নিপতি প্রভাবশালী কনকের ইন্দনে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে বদিউল আলমের সৃজিত গাছপালা কেটে ফেলে ও বদিউল আলমের বসত ঘর রান্নাঘর বাথরুম ইত্যাদি নিশ্চিহ্ন করে তথায় পাকা দালানঘর তৈরির বেইসমেন্টের কাজ শুরু করে। জহুর বাহিনীর এমন তান্ডবের খবর পেয়ে ভুক্তভোগী বদিউল আলম এলাকার মেম্বার ও গন্যমান্যদের অবহিত করিয়া সামাজিক বিচার দাবি করেন। সরজমিনে অনুসন্ধানকালে এই প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে জহির স্বীকার করে বলেন, এই বসত বাড়িটি বদিউল আলমের বাধানো ও তার বসত ঘরটি তাকে না জানিয়েই আমার বড় ভাই সাত্তারের নির্দেশেই লোকজন দিয়ে খুলে অন্যত্র রাখা হয়েছে। তবে উনার সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধান করা হবে।

এ ব্যাপারে ০৫ নং ওয়ার্ড মেম্বার শাহ আলম (লাদেন) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাটি শুনেছি ও বদিউল আলম কে স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিতভাবে অভিযোগ দেওয়ার কথা বলেছি, লিখিত অভিযোগ পেলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাত্তার গংদের দালান নির্মান কাজ বন্ধ করা যেত। ইউনিয়ন আ’লীগ সেক্রেটারি নজরুল ইসলাম বলেন, আমি ঘটনাটি শুনেই সেখানে গিয়ে সাত্তার ও জহির গংদের কাজ স্থগিত রাখতে বলি। জহির গং লোকজন বদিউল আলমের বসত ঘর নিশ্চিহ্ন ও গাছপালা কর্তন করার বিষয়ে তিনি আরও বলেন সম্পূর্ন অমানবিক ও সন্ত্রাসী কার্যক্রম করেছে, যা একেবারেই নিন্দনীয়।

দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি

স্টাফ রিপোর্টার: 

বাংলাদেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজারে ইসলামিক রিসার্চ সেন্টারের ২১তম বার্ষিক সভায় এ কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, কয়েক মাসের মধ্যে ১৬ থেকে ১৭ বছরের জঞ্জাল সাফ করা সম্ভব নয়। এরই মধ্যে সংস্কারকাজ শুরু হয়েছে। সিইসিসহ নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। জানুয়ারিতে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদ। আর আগামী মার্চের মধ্যে শেষ হবে রাষ্ট্রের সংস্কারকাজ।

সভায় জাকাতভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হলে দেশে কোনো দারিদ্র্য থাকবে না বলে জানিয়ে তিনি বলেন, দেশে জাকাত সঠিকভাবে বিতরণ করা হয় না। অথচ হাজার হাজার কোটি টাকার জাকাত বিতরণ হয়। এই জাকাত ঠিকমতো গরিবের কাছে পৌঁছলে ১০ বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না।

সবা:স:জু-৪৬৯/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি