সার কেলেঙ্কারির জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা

 

আজিজুর রহমান বাবু। শরীয়তপুর প্রতিনিধি:

সার কেলেঙ্কারির জেরে শরীয়তপুরের জেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের মোল্লার হাটের অবস্হা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রতিনয়ত আতংকের মধ্যে অতিবাহিত করছেন মোল্লার হাটের পাশ্ববর্তী জনগণ।

নসিমন – ৩০ বস্তা সারসহ স্হানীয় জনগন আটক করে। ভিডিও ক্লিপ ও দোকানের সিসিটিভি ফুটেজ দেখে মোটামুটি অনুমান করা যায়। ঘটনাটি কর্তব্যে অবহেলার কারণে সত্য হয়ে দাঁড়িয়েছে। সত্যকে মেনে নিতে পারছেন না।

বিষয়টিকে ধামাচাপা দিয়ে অন্য কোন জটিল ইস্যু তৈরি করে। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নতুন কৌশল আঁটছেন নেপথ্যের কুশীলবেরা।

স্হানীয় জনতা বলছেন – এসব কুশীলবকে মদদ দিচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা এবং তারই সহোদর বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্লা।

বলাবাহুল্য নির্বাচনকালিন সময়ে সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লার বক্তব্য দিয়ে বর্তমান পরিস্হিতি বিবেচনা করলে তা কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা বিচার্যের বিষয়।

তবে তিনি যে দাম্ভিকতাপূর্ণ আচরণ এবং কঠোর ভাষায় উম্মুক্ত ভাবে স্হানীয় কয়েকটি পরিবারকে ‘ চরম মূল্যের ‘ হুমকি দিয়েছেন সেটি তাঁর বক্তব্যে ই প্রমাণিত হয়েছে । জনসম্মুখে এমন উত্তপ্ত কথাবার্তা বলা একজন জনসেবকের শোভনীয় আচরণ নয়। রাজনৈতিক ভাবে এমন রুঢ় বাস্তবতা এলাকাবাসী দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ করে আসছেন।

সার কেলেঙ্কারির জেরে ২য় বার একদল দূর্বৃত্তরা রক্তক্ষয়ী সংঘর্ষ করার পাঁয়তারা করছেন। এঁরা কারা ? রাম’দা নিয়ে চুপিসারে গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন। পুলিশ দেখে সরে আসছেন। সুযোগ বুঝে – কেল্লাফতে করার অভিপ্রায়ে সময় গুনছেন । কেন এই অভিলাষ ? কাদের স্বার্থ চরিতার্থ করার জন্য এমন ঘৃণ্য পলিটিক্সে জড়িয়েছেন তা সময় বলে দেবে।

তদন্ত কমিটির যথাযথ কতৃপক্ষ কালক্ষেপন করছেন কেন ?…. তা বোধগ্ম্য নয় । তবে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আদৌ সূষ্ঠ তদন্তের বহিঃপ্রকাশ ঘটবে কিনা ? এমনটি মন্তব্য করেছেন স্হানীয় বুদ্ধিজীবি মহল।

আসলে কোন পক্ষের কতটুকু লাভবান হবেন ? একমাত্র তাঁরাই বলতে পারবেন। তবে নিরীহ জনগন এবং স্হানীয় ব্যবসায়ী যে ক্ষতিগ্রস্ত হবেন তা নিশ্চিত করে বলা যায়।

সারের সর্বসাকুল্যে মূল্য হতে পারে আনুমানিক ৫০,০০০ টাকা। উভয় পক্ষের মূরুব্বীরা আলোচনায় বসে সমাধান করতে পারতেন। কেন উদ্যোগ নিলে এমন সাংঘর্ষিক পরিস্থিতির উদ্ভ হতো না। কেন হলো না তা স্হানীয় নেতারাই বলতে পারবেন।

আমাদের প্রত্যাশা
জীবনে ক্ষমতাই সবকিছু নয় – জনগনের ভালোবাসাও প্রয়োজন রয়েছে । সূষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা হোক।

সোনারগাঁয়ে ভুমিদস্যুতা নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কৃষি জমি ভরাটকে কেন্দ্র করে উপজেলার পিরোজপুর ইউনিয়নে নিজেদের কৃষি জমি রক্ষার দাবিতে কান্দারগাঁও, ছয়হিস্যা, ভাটিবন্দরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ মিলে মানববন্ধন করেছে।

বুধবার (৩ মে, ২০২৩) সকালে কান্দারগাঁও গ্রামে মানববন্ধনে গ্রামবাসী অভিযোগ করেন, স্থানীয় ভুমিদস্যু ও দালালরা তাদের কৃষি জমি জোর করে দখল ও ভরাট করে একটি শিল্প কোম্পানির কাছে বিক্রির পায়তারা করছে। এর জন্য তারা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে দায়ী করেন। পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে মানববন্ধনে কয়েকটি গ্রামের নারী পুরুষ অংশ নেয়।

সকালে এই মানববন্ধনের পর বিকেলে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে পাল্টা মানববন্ধন করে এলাকার আরেকপক্ষ। সকালে মানববন্ধনের উদ্যোক্তা জাকির হোসেনকে নৌ চাঁদাবাজ ও হত্যা মামলার আসামী আখ্যা দিয়ে তার বিচার দাবি করেন তারা।

এই মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোশাররফ হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য নুরুজ্জামান নুরু, ইউপি সদস্য নাছিমা আক্তার পলি, ইউপি সদস্য জাকিয়া সুলতানা শিখা, সাবেক ইউপি সদস্য আলমগীর কবির, তারেক সরকার, মুজিবুর রহমান, বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান