কেরানীগঞ্জ ঢাকা পল্লী বিদ্যুৎ অফিসে ঠিকাদারকে মারধর করায় থানায় অভিযোগ ও মানব বন্ধন

জাহিদ হোসেন:

কেরানীগঞ্জ ঢাকা পল্লী বিদ্যুৎ জিনজিরা অফিসের ভেতরে ঠিকাদার জনি সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন।জনি নিজের নিরা পত্তার ও সঠিক বিচারের জন্য কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ করেছেন। জনির সাথে কথা বলে জানাযায় তিনি বলেন গত ৩/৭/২০২৪ বিকেন ৪ ঘটিকায় সময় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ সদর দপ্তরে জেনারেল ম্যানেজার জুলফিকারের কাছে একটি কাজের বিষয় দেখা করতে যাওয়ার সময় সেখানে আগে থেকে উত পেতে থাকা উক্ত দপ্তরের মোঃ হারুন অর রশিদমোঃ হাসান (লাইনম্যান) মোঃ আবুল কালাম আজাদ (লাইনম্যান) মোঃ আমির হোসেন (লাইনম্যান) সকলেই পল্লী বিদ্যুৎ সমিতি ৪ অধিনে চাকুরী করেন আমার হাতে থাকা কাগজ ছিরে আমাকে একটি কক্ষে নিয়ে যান যেখানে জিএম জুলফিকারের উপস্থিতিতে আমাকে মারধোর করেন আমার সাথে থাকা ১৬০ হাজার নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে বলেন আকজে তোকে জেন্ত জেতে দিবোনা।

মানব বন্ধনে জনি সহ শতাধিক ঠিকাদারদের একটাই শ্লোগান আমাদের মতো নিরিহ মানুষকে জিম্মি করে রেখেছেন জিএম জুলফিকার ।মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবী বাচার মতো বাচতে চাই ঘুষ মুক্ত পল্লী বিদ্যুৎ চাই ।জিএম হটাও বিচার করো সন্ত্রাস মুক্ত পল্লী বিদ্যুৎ রক্ষা করো ।

এবিষয়ে ঠিকাদারদের সভাপতি দিজেন্দ্র নাথ বর্মনের সাথে কথা বললে তিনি বলেন আমার অধিনে এক জন কর্মচারী আমার পড়িবারের একজন সদস্য আমার ছেলেরমতো। আমরা পরিশ্রম করে জিবিকা নিবারণ করি। জিএম জুলফিকারের প্রস্তাব ছিল লাখে ২০ হাজার টাকা না দিলে বিল পাশ হবেনা।আমরা ঘুষ না দেয়ার কারনে আমাদের উপরে এমন নির্মম নির্যাতন করবে আমরা কখন ভাবিনি । আমরা সকলের বিচার চাই।

হ্যাকিং ও হয়রানির সঙ্গে সম্পৃক্ত ১ লাখ ৭৯ হাজার ডিভাইস

ডেস্ক রিপোর্টঃ

সাইবার নিরাপত্তার হুমকির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ইনস্ট্যান্ট মেসেজিং প্লাাটফর্ম ইমো। প্লাটফর্মটি এ বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত হ্যাকিং, হয়রানি ও প্রতারণার সাথে সম্পৃক্ত ১ লাখ ৭৯ হাজার ডিভাইস শনাক্ত ও নিষিদ্ধ করেছে। একইসাথে, ইমো অত্যাধুনিক ‘অটো টেকনোলজি’র মাধ্যমে হ্যাকিং ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ৪ লাখ ৩৫ হাজার অ্যাকাউন্টকে হ্যাকিংয়ের ঝুঁকি থেকে সুরক্ষিত রেখেছে। পাশাপাশি, দেশের ব্যবহারকারীদের ৯ হাজার ৬০০টি অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতেও সহায়তা করেছে ইমো।

২০২৪ সালের প্রথম তিন প্রাথিকে ইমো প্রতারণা ও হয়রানির সাথে সংশিষ্টতায় তাৎক্ষণিকভাবে যথাক্রমে ১৮০০টি ও ৬ লাখ ৬৭ হাজার অ্যাকাউন্ট বন্ধ করেছে ইমো। ডিজিটাল ক্ষমতায়নের পথ প্রতিবন্ধকতা তৈরি করছে সাইবার নিরাপত্তা নিয়ে হুমকি। লিঙ্গ বা বয়স নির্বিশেষে যেকোনো ইন্টারনেট ব্যবহারকারীই বিভিন্ন ধরনের সাইবার হুমকির মুখে পড়তে পারেন। এক্ষেত্রে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্মগুলোর উচিত প্রযয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ব্যবহারকারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। বিগত বছরগুলো থেকে ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে ইমো। এছাড়া অ্যাকাউন্টের ওপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের ক্ষমতায়নে কার্যকরী সব ফিচার চালু করেছে।

 

উদাহরণস্বরূপ, ইমো’র ‘লগইন প্রোটেকশন’ ফিচার ব্যবহারকারীর অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিতে অত্যন্ত কার্যকর। এছাড়াও, ইমো’তে রয়েছে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ ও ‘ট্রাস্টেড ডিভাইস’ -এর মতো সুরক্ষা ফিচার। সুরক্ষা নিশ্চিতে আরও রয়েছে ‘সিম বাইন্ডিং ফিচার।’ এসব ফিচার ব্যবহারকারীদের অ্যাকাউন্টে শুধুমাত্র নির্ভরযোগ্য ও অনুমোদিত ডিভাইসের মাধ্যমে লগইন নিশ্চিত করতে সহায়তা করে। এছাড়াও, ব্যবহারকারীরা অতিরিক্ত সুরক্ষায় ইমো অ্যাকাউন্টে লগইন করার সময় নিয়মিত ভিত্তিতে ‘ম্যানেজ ডিভাইস’ চেক কররে সন্দেহজনক ডিভাইস অপসারণ করতে পারেন; অথবা দুই বা ততোধিক ডিভাইস ব্যবহার না করলে, ‘মাল্টি ডিভাইস’ ফাংশন ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। ইমো’র এ পদক্ষেপগুলো ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিতে এর ধারাবাহিক প্রচেষ্টার অংশ এবং ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা ও গোপনীয়তা সুরক্ষায় প্রতিষ্ঠানটির অবচল প্রতিশ্রুতির প্রতিফলন।

 

 

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি