জয়েন্ট স্টকের রেজিষ্ট্রার মিজানুর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা ঘুষ ও দুর্নীতির অভিযোগ!

স্টাফ রিপোর্টার
ঢাকার কাওরান বাজারে অবস্থিত টিসিবি ভবনের ৭ম তলায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনস্থ পরিদপ্তর রেজিষ্ট্্রার অব জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস (আরজেএসসি) যেখানে লিমিটেড কোম্পানী, পার্টনারশিপ ফার্ম, সোসাইটি ইত্যাদি রেজিষ্ট্রেশন করা হয়। এবার অত্র পরিদপ্তরের রেজিষ্ট্রার মিজানুর রহমান (এনডিসি) অতিরিক্ত সচিব এর বিরুদ্ধে ভয়াবহ ঘুষ- দুর্নীতির অভিযোগ উঠেছে।
জানা যায়, প্রত্যেকটি ফাইলের বিপরীতে মোটা অংকের ঘুষ না পেলে এ অফিসের কোন ফাইল নড়ে না।
২০২৪ সালের প্রথম দিকে মিজানুর রহমান অত্র অফিসে যোগদানের পর থেকে অফিসটিতে ঘুষ দুর্নীতির মাত্রা
চরম আকার ধারণ করে এবং এ অফিসে বহিরাগত দালাল শ্রেণীর লোকদের দে․রাত্ম অনেক বেড়ে যায়।
এ প্রসঙ্গে কোম্পানী আইনজীবীদের একমাত্র রেজিষ্টার্ড সংগঠন ”বাংলাদেশ কোম্পানী ল’ প্র্যাকটিশনারস্
সোসাইটির পক্ষ থেকে অত্র অফিস থেকে অননুমোদিত ব্যক্তি ও দালালদের নির্মূল করতে এবং বৈধ ও আইনগত প্রতিনিধিদের প্রবেশাধিকার নিশ্চিত করতে বারবার উক্ত রেজিষ্ট্রারের সাথে মৌখিক ও লিখিতভাবে
আবেদন জানালে রেজিষ্ট্রার মিজানুর রহমান এতে কোন প্রকার কর্ণপাত না করে বরং দালালদের সাথে গোপন
বৈঠাক করে ও তাদের সাথে আতাঁত করে নির্বিঘ্নে ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। কোম্পানী আইনজীবী সমিতির পক্ষ থেকে তার সাথে বারবার বৈঠাক করার জন্য আবেদন নিবেদন করেও আইনজীবীরা তার সাথে বৈঠাক
করতে ব্যর্থ হন।
অভিযোগ উঠেছে, এ অফিসে যোগদানের পর থেকেই উক্ত রেজিষ্ট্রার অবৈধভাবে টাকা উপার্জনের জন্য
বেপরোয়া হয়ে ওঠেন এবং ঘুষ বৃদ্ধি করার নানা ফন্দি বের করেন। সে লক্ষ্যে ছোট বড় সব ফাইল রেজিষ্ট্রার পর্যায় ব্যতীত নিষ্পন্ন হবে না মর্মে তিনি ৩১ মার্চ ২০২৪ ইং তারিখে একটি নোটিশ জারি করেন এবং সকল
ফাইল তার কাছে নিয়ে আসেন। যার ফলে অফিসের কাজের গতিশীলতা হারায় এবং ফলশ্রুতিতে স্টেক হোল্ডারগণ চরমভাবে ক্ষতিগ্রস্ত হন।
অভিযোগ উঠেছে, টাউট-দালালদের সাথে আতাঁত করে মিজানুর রহমান, হাজারো ডিভিসি ফেল এমন কোম্পানীর ফাইল প্রত্যেকটিতে ২-৩ লক্ষ টাকা করে ঘুষ গ্রহণ করে বেআইনীভাবে রেকর্ডভুক্ত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এমনকি রিভিউ আবেদনকৃত কোম্পানী, সোসাইটির নামের ছাড়পত্র দিতে
তিনি ১০-২০ হাজার টাকা করে ঘুষ নিয়েছেন।
গত ৩০ মে ২০২৪ ইং তারিখে বাংলাদেশ কোম্পানী ল’ প্র্যাকটিশনারস্ সোসাইটির কতিপয় আইনজীবী আরজেএসসিতে গিয়ে বেশ কিছু টাউট-দালালের উপস্থিতি লক্ষ্য করলে আইনজীবীরা টুটুল নামের একজন
চিহ্নিত দালালকে হাতে নাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। পরদিন ৩১ মে ২০২৪ ইং তারিখে কোম্পানী আইজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ ১১ জন আইনজীবীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়াসহ
আরোও কিছু মিথ্যা অভিযোগ এনে উদ্দেশ্য প্রনোদিতভাবে একটি মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ কোম্পানী ল’ প্র্যাকটিশনারস্ সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন বলেন, আরজেএসসির বর্তমান রেজিষ্ট্রার মিজানুর রহমানের যাবতীয় অপকর্মের বর্ননা দিয়ে এবং তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আমাদের আইনজীবী সমিতির পক্ষ থেকে গত ২৭/০৬/২০২৪ ইং তারিখে আমরা বাণিজ্য মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী ও বাণিজ্য সচিব বরাবর একটি লিখিত আবেদন জানিয়েছি। সঠিক তদন্তপূর্বক দুদক তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করি। এ বিষয়ে মিজানুর রহমানের সাথে বার বার যোগাযোগ ও খুদেবার্তা পাঠিয়ে কোন মন্তব্য পাওযা যায়নি তবে সরকারি রেজিস্ট্রার উনার ফোন দিয়েই প্রতিবেদনকে বলেন স্যার মিটিং কিন্তু সকাল থেকে রাত হলেও মিটিং শেষ হয়নী তাই। (চলবে)

হলুদে দ্রুত চুল বাড়ে, খুশকিও দূরে থাকে

অনলাইন ডেস্কঃ

হলুদ চুলের সুরক্ষা এবং ত্বকের যত্নে একটি বহুল ব্যবহৃত উপকরণ। আয়ুর্বেদে হলুদের যে প্রদাহ-নাশক এবং ব্যাকটেরিয়াযুক্ত উপাদানের উল্যেখ রয়েছে, তা আধুনিক পুষ্টিবিদদের দ্বারাও স্বীকৃত। হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের জন্য উপকারী। বিশেষভাবে, ত্বক বিশেষজ্ঞরা বলেন, হলুদ রক্ত সঞ্চালন বাড়িয়ে মাথার ত্বকে সেবাম নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যা চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক।

হলুদের উপকারিতা:
পুষ্টিবিদদের মতে, যেহেতু হলুদে ব্যাকটেরিয়ারোধক উপাদান রয়েছে এবং রক্ত সঞ্চালনেও সাহায্য করে, তাই তার প্রভাব পড়ে মাথার ত্বকেও। তাছাড়া হলুদে আছে কারকিউমিন, যা রোগ নিরাময়ে কার্যকর এবং চুলের স্বাস্থ্যের জন্যও উপকারী বলে প্রমাণ পাওয়া গেছে।

রক্ত সঞ্চালন বৃদ্ধি: হলুদ মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের ফলিকলকে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে, ফলে চুল দ্রুত বাড়ে।

খুশকি এবং ছত্রাকের বিরুদ্ধে লড়াই: হলুদে থাকা ব্যাকটেরিয়া এবং ছত্রাক প্রতিরোধক উপাদান মাথার ত্বককে সুস্থ রাখে, ফলে চুলের বৃদ্ধি স্বাভাবিক থাকে।

সেবাম নিয়ন্ত্রণ: হলুদ সেবাম নিঃসরণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যা চুল পড়া এবং ত্বকের অন্যান্য সমস্যা কমিয়ে দেয়।

স্বাস্থ্যকর চুলের ঔজ্জ্বল্য: হলুদ চুলের ডগা ফেটে যাওয়ার মতো সমস্যা দূর করে, চুলকে মসৃণ এবং স্বাস্থ্যবান রাখে।

ফ্রি র‌্যাডিকেলস থেকে সুরক্ষা: হলুদের অ্যান্টিঅক্সিড্যান্ট চুলকে ফ্রি ফ্রি র‌্যাডিকেলস থেকে রক্ষা করে, যা অকালপক্কতা এবং চুলের ক্ষতি রোধ করে।

খালি পেটে হলুদ পানি পানের উপকারিতা
কাঁচা হলুদ খাওয়া যায়, তবে অনেকের পক্ষে স্বাদ গ্রহণ করা কঠিন হতে পারে। তারা রোজ সকালে খালি পেটে হলুদ পানি পান করতে পারেন।

হলুদ পানি তৈরির উপকরণ:

  • ১ গ্লাস গরম পানি
  • ১ চা চামচ হলুদ গুঁড়ো
  • ১ চিমটি গোলমরিচ গুঁড়ো
  • ১ টেবিল চামচ মধু
  • ১ টেবিল চামচ লেবুর রস

প্রণালি: গরম পানিতে হলুদ গুলে নিন। তারপর গোলমরিচ গুঁড়ো, মধু এবং লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ঈষদোষ্ণ অবস্থায় পান করুন।

কখন পান করবেন?
সকালবেলা খালি পেটে হলুদ পানি খাওয়াই সেরা, তবে সন্ধ্যাবেলাতেও খাওয়া যেতে পারে। নিয়মিত এই পানি পান চুলের জন্য উপকারী।

সতর্কতা: প্রথমে অল্প পরিমাণে হলুদ পানি খেতে শুরু করুন। কারণ হলুদের অতিরিক্ত ব্যবহার হজমে সমস্যা সৃষ্টি করতে পারে। পরবর্তীতে ধীরে ধীরে পরিমাণ বৃদ্ধি করতে পারেন।

সবা:স:জু- ৭৯২/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান