লাগামহীন মূল্য ও অসাধু মজুদদারদের জন্য বিপাকে জামালপুরের সাধারণ জনগণ

স্টাফ রিপোর্টার:

আজ ১১ই আগস্ট রবিবার দুপুর ২ ঘটিকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে দ্রব্যমূল্যের মনিটরিং করা হয়। এই বাজারটি রাজবাড়ী জেলার অনেক পুরাতন এবং একটি বৃহৎ পাইকারী ও খুচরা বাজার।

বাজার মনিটরিং শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শিক্ষার্থী শারাফাত ইসলাম অনিক জানান,
নির্ধারিত মূল্যের চেয়েও এই বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেক বেশি রাখা হচ্ছে। যে কারণে ক্রেতাদের অনেক ভোগান্তি এবং অনেক রকম অভিযোগ রয়েছে।
ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন দোকানে গিয়ে দেখা যায় দোকানে কোনো মূল্য তালিকা নাই। বিক্রেতাদের মনগড়া মূল্যে চলছে খুচরা বিক্রি। বিক্রেতারা আমদানী চালান না দেখিয়ে বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যায়।

তিনি আরো জানান,
মাত্র সাত দিনের ব্যবধানে প্রতি বস্তা চাউলের দাম এই বাজারে বৃদ্ধি পেয়েছে দুইশত টাকা অথচ বিভিন্ন দোকান মনিটরিং করে দেখা যায় প্রচুর পরিমাণ চাউলের মজুদ রয়েছে।

অন্য শিক্ষার্থীরা জানান, চাউল সহ অন্যান্য দ্রব্যের মূল্য বৃদ্ধির বিষয়ে দোকানিদের কাছে জানতে চাইলে তাঁরা আমদানি খরচের দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে যেতে চান।
কয়েকটি দোকানে গিয়ে দেখা যায় তাঁরা আমদানি চালান দেখাতে অনিহা প্রকাশ করেন কারণ তাদের আমদানি খরচ খুচরা মূল্যের থেকে অনেক কম। বিভিন্ন দোকান ও বাজার ঘুরে মাছ বাজারও একই রকম চিত্র দেখা যায়।

দ্রুত সময়ের মধ্যে এই বাজারে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করা ও দোকানে নির্ধারিত মূল্য তালিকা রাখা সহ অসাধু মজুদদারদের বিরুদ্ধে ভোক্তা অধিকারের আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাধারণ শিক্ষার্থীগণ।
এই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,
আল আমিন মোল্লা,রাকিবুল মিয়া,নাইমুল হাসান অটল,নাবিল দেওয়ান,শাওন মৃধা, মৌও আক্তার,উরমি আক্তার,ইভা আক্তার, রিমু আক্তার প্রমূখ।

টঙ্গীতে মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ, সন্তানের খোঁজে অসহায় মায়ের আকুতি

মোঃ মোস্তফা মিয়া: টঙ্গী প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন মোল্লার গ্যারেজ এলাকা থেকে মোঃ আব্দুল্লাহ মেঘ সাহেব (১৩) নামের এক মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়েছে। গত ২৫ মার্চ বিকেলে নিজ বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার পরিবার।

নিখোঁজ কিশোরের মা মোছা: হাদিছা জানান, তাঁর ছেলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও সন্ধান পাননি। পরবর্তীতে তিনি টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৬৫২) করেছেন। তবে এখন পর্যন্ত তাঁর ছেলের কোনো হদিস পাওয়া যায়নি।

তিনি আরও জানান, তার সন্তান মানসিকভাবে অসুস্থ। যে কারণে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। এক হতাশাগ্রস্ত মা হিসেবে তিনি এখন সংবাদমাধ্যমসহ দেশের সর্বস্তরের মানুষের সহানুভূতি ও সহযোগিতা কামনা করেছেন।

তিনি অনুরোধ জানিয়েছেন, যদি কেউ ছেলেটির খোঁজ পান বা কোনো তথ্য জানেন, তাহলে নিকটস্থ থানায় অথবা সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

নিখোঁজ কিশোরের গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি, পরনে ছিল হলুদ টি-শার্ট ও নীল প্যান্ট।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ