এস.আলমের ব্যাংকের ৪০০ কোটি দিলীপ আগারওয়ালের পকেটে

স্টাফ রিপোর্টার:
কেঁচো খুঁড়তেই রীতিমত সাপ বেরিয়ে আসতে শুরু করেছে। বিচি দিলীপের কত যে কীর্তি তার যেনো ইয়ত্তা নেই। লুটেরা লুটেরাদের মধ্যে পীড়িতির কমতি নেই। এস আলমের ভাই লাবুর মাধ্যমে দিলীপ ৪০০ কোটি টাকা লোন নিয়ে হজম করলেও টু শব্দটি পর্যন্ত উঠেনি। ডায়মন্ড বাবু ওই টাকার মধ্যে গুলশানে আকাশ টাওয়ারে ১২০ কোটি টাকায় ৭টি ফ্লোর আর ৭০ কোটি টাকায় শান্তা টাওয়ারে ২টি ফ্লোর কিনেছে।
রাতারাতি এতো যে শত শত কোটি টাকার লেনদেন হচ্ছে সেসবের উৎস খুঁজে দেখার যেন কেউ নেই। দুদক, এনবিআর, আয়কর গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে সরকারের রং বেরঙের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কোনো খবর নেই? আমাদের মত ছাপোষা সাংবাদিকরা যদি এসব তথ্য পেয়ে যাই তাহলে সরকারি সংস্থাগুলো থাকে কোথায়??
দিলীপ ভারতে পান্না ডায়মন্ড নামে ৫ টি শোরুম কিভাবে করল? টাকা পাঠালো কিভাবে? অস্ট্রেলিয়ায় শোরুম করল কিভাবে? বাংলাদেশ ফাইনেশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কী করছে? দুদক কী করছে? দুদক এসব খতিয়ে দেখা ছাড়াই আগেভাগে কিভাবে তার অনুসন্ধান নথিভুক্ত করল? ডায়মন্ড ওয়ার্ল্ড এর ওয়েব সাইটে সব তথ্য দেয়া আছে। কিন্তু দুদক ও বিএফআইইউ পায় না কেন?

গুলশান থানা ছাত্রদলের সভাপতি কে.এম নাঈম,সাধারন সম্পাদক ফারুক হোসেন

 

রকি পাটওয়ারীঃ

ঢাকা মহানগর উওর ছাএদলের আওতাধীন গুলশান থানা ছাএদলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে ঢাকা মহানগর উওর ছাএদলের সভাপতি মেহেদী হাসান রুয়েল,ও সাধারণ সম্পাদক রাসেল বাবু।গত ০৮-০৯-২০২৩ ইং তারিখে কেন্দ্রীয় সংসদের নির্দেশনয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গুলশান থানা ছাএদলের ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেন।দীর্ঘ কয়েক বছর থেকে সরকার পতন আন্দোলনে সাহসী নেতৃত্ব দেওয়ায় তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা কে.এম নাঈম কে গুলশান থানা ছাত্রদলের সভাপতি মনোনীত করে।

১,সভাপতি কে.এম নাঈম,২.সিনিয়র সহ-সভাপতি সাদমান খান,৩. সহ-সভাপতি মোঃ রাশেদ,৪.সহ-সভাপতি জোবায়ের তালুকদার,৫.সহ-সভাপতি ইমরান হোসেন খান,৬.সহ-সভাপতি রুবেল তালুকদার,৭.সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ৮. সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,৯.যুগ্ন সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন শিবলী,১০.যুগ্ন সাধারণ সম্পাদক শারাফাত খান,১১.যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হোসেন,১২.সাংগঠনিক সম্পাদক মো:সোহাগ,১৩.সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম জাসাম।

উক্ত নব গঠিত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে থানা কমিটি পূর্নাঙ্গ করে ছাত্রদল ঢাকা মহানগর উওরের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আমতলীতে সাংবাদিক ও শিক্ষককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান