তুরাগে বিএনপি নেতা হাজী জহিরের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর তুরাগের বিএনপি নেতা হাজী জহিরের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে তুরাগের রাজাবাড়ি এলাকার আকবরের দোকানে গিয়ে স্থানীয় বিএনপি নেতা ও ৫৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের নেতৃত্বে তুরাগ বিএনপির সভাপতি প্রার্থী হাজী জহিরের উপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন বিএনপির একই ওয়ার্ডের সভাপতি হাজী সফিক।
ঘটনার পর পেইজবুক লাইভে এসে দোকাদার আকবর এবং স্থানীয় বিএনপি নেতারা জানান, জাহাঙ্গীরের নেতৃত্বে বিএনপির এরশাদ, জমিরবক্সসহ সাবেক আওয়ামী দলীয় কাউন্সিলর যুবরাজের ক্যাডার বাহিনীর হোতা মোটা সেলিমসহ আরো কয়েকজন আকবর দোকানে গিয়ে মদ্যপ অবস্থায় গালমন্দ করে এবং চাদা না দিলে দোকান খুলতে দিবে না বলে হুমকি দেয়।
হুমকির পর দোকানদার বিএনপি নেতা হাজী জহিরকে ফোন দিলে তিনি ২ / ৩ জন নিয়ে ঘটনাস্থলে গেলে তার উপর হামলা করা হয়। এসময় হাজী জহিরের উপর হামলার কথা শুনে স্থানীয় জনতা তাদের প্রতিরোধ করলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে হাজী জহির জানায়, তুরাগের বিভিন্ন এলাকায় আমাদের দলীয় পরিচয় ব্যবহার করে চাদাবাজিসহ দখলের কারবার করছে, লুটপাট করছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনা মেনে স্থানীয় এসব চাদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে কতিপয় লোকের গায়ে আগুন লেগে যায়। তারপরও আমরা দলীয় পরিচয় ব্যবহারকারী এসব খারাপ লোকদের প্রতিহত করবো।
হামলার বিষয়ে ৫৪ নং ওয়ার্ড বিএনপির সম্পাদক জাহাঙ্গীরের বক্তব্য জানার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এদিকে তুরাগের বিভিন্ন এলাকায় দখল, রাস্তাঘাট ফুটপাতের টাকা তোলাসহ নানা অপকর্ম করে যাচ্ছে কতিপয় পদধারী নেতা। তাদের থাবা থেকে বাদ যাচ্ছে না বিভিন্ন বাজার, ডিস ইন্টারনেট ব্যবসাও। আরো জানাগেছে, গত দুই দিনে উত্তরা নতুন সেক্টরের জলাধার থেকে মাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে ছাত্রদলের এক সম্পাদকের বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল বিএনপি নেতা জানান, তুরাগ যুবদলের সাবেক নেতা তন্ময় মামুন, ছাত্রদল তুরাগ থানা সম্পাদক জাকিরসহ সংঘবদ্ধ একটি চক্র অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে দলের ব্যপক বদনাম করছে। এর বাহিরে গোটা উত্তরায় যুবদলের সাবেক ও বর্তমান কিছু নেতার বিরুদ্ধে একাধিক সংবাদ প্রচার ও নানা অভিযোগ আসলেও দলের নেতারা কোন ব্যবস্থা নিচ্ছেন না। তিনি আরো জানান, এসব অপকর্ম বন্ধে ব্যবস্থা না নিয়ে দখল চাদাবাজি বন্ধের নির্দেশনা বার বারই ব্যর্থ হচ্ছে। দল হিসেবে বদনাম হচ্ছে আমাদের বিএনপির। যা কারোর জন্যই ভালো হচ্ছে না।

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণে ২৫টি ইউনিট কাজ করছে। আরও ১১ টি ইউনিট এতে যোগ দেওয়ার জন্য পথে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

মোহাম্মদ কাউছার মাহমুদ জানান, শনিবার ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসেনি। কাজ চলছে।

ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে কুরিয়ার গোডাউনে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে। এখন আগুন দাউ দাউ করে চলছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ চেষ্টা চালাচ্ছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম