ঝিনাইদহের আদম ব্যবসায়ী সজলের খপ্পরে নিঃশ্ব শত শত পরিবার

স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলার ধলোহারা ইউনিয়নের ধলোহাড়া গ্রামের একজন প্রতারকের নাম সজল কুমার বিশ্বাস।এই সজল কে ঝিনাইদহ বাসি এক নামে চিটার আদম ব্যবসায়ী হিসেবেই চিনেন।

সরে জমিনে খোঁজ নিয়ে জানা গেছে সজল কুমার বিশ্বাস সারা বাংলাদেশের কর্মহীন মধ্যে বয়সী যুবকদের টার্গেট করে কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা।
আদম ব্যবসায়ী সজল কুমার বিশ্বাস এর পাতা ফাঁদে পা দিয়ে শত শত পরিবার বাড়িছাড়া হয়েছেন।যা সরেজমিনে এমন চান্চল্যকর তথ্য উঠে এসেছে।
ঝিনাইদহের মানবপাচারকারী ও প্রতারক চক্রের মূল হোতা সজল কুমার বিশ্বাস এক যুবককে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে প্রতারণামূলক ভাবে একজন প্রবাসী ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। সে নিজেকে কখনো শিক্ষক, কখনো পুলিশ অফিস্যার, কখনো একজন রেভিনিঊ অফিসার বলে পরিচয় দিয়ে থাকেন।
মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য সজল কুমার বিশ্বাস প্রবাসে লোক পাঠিয়ে সেই লোকদের জিম্মি করার মাধ্যমে বাড়িতে হিসেবে আরো ২/৩ লক্ষ টাকা না দিলে সে প্রবাসীদের শারিরীক ও মানুষিক নির্যাতন করেছে বলে কয়েকজন প্রবাসিদের সাথে কথা বলে জানা যায়।

মানব পাচারকারীরা প্রতারক চক্রের মূল হোতা সজলের স্থায়ী ঠিকানা ঝিনাইদহে হলেও তিনি নিজেকে বাঁচাতে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় গিয়ে বসবাস করেন।
কয়েকটি তথ্য সূত্র থেকে জানা গেছে
ঝিনাইদহের মানব পাচারকারীরা সজল কুমার বিশ্বাস বিভিন্ন দরিদ্র লোকের কাছ থেকে প্রতারনার মাধ্যমে বিদেশে পাঠানোর কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীদের ভিতরে যারা মধ্যপ্রাচ্যের্য যেতে ইচ্ছুক, তাদের কাছ থেকে ২-৩ লাখ টাকা এবং যারা ইউরোপে যেতে ইচ্ছুক তাদের কাছ থেকে ৬-৭ লাখ টাকা ভুয়া কাগজপত্র দেখিয়ে সিন্ডিকেট এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছেন। অনেক সময় ভুক্তভোগীদের বিদেশে পাঠানোর নিশ্চয়তা প্রদান করার জন্য ভূয়া কাগজ পত্র বানিয়ে হাতে ধরিয়ে দিয়ে অগ্রিম হিসেবে টাকা গ্রহন করতেন।। কিন্তু পরবর্তীতে ভুক্তভোগীরা কাগজ পত্র যাচাই করে দেখতেন প্রবাসে যাওয়ার জন্য ভিসাটি ভূয়া।তখন তারা বিদেশে যাওয়ার কোন প্রকার গতিবিধি না পেয়ে বার বার তাকে টাকা ফেরৎ এর জন্য তাগাদা দিলেও এ পর্যন্ত কাউকে টাকা ফেরত দেন নাই সজল কুমার বিশ্বাস ।
গত ২ বছরে পাসপোর্ট এবং অর্থ জমাদানকারী কোন ব্যক্তিকে বিদেশে পাঠাতে পারেন নাই মানব পাচারকারীরা ঝিনাইদহে চিটার নামে বেশ পরিচিত ব্যক্তি সজল কুমার বিশ্বাস ।
এই মানব পাচারকারীরা সজল কুমার বিশ্বাস এর নামে সারা বাংলাদেশে ২ ডর্জন এর উপরে মামলা চলমান রয়েছে বলে জানা যায়।……………..চলবে।

মহম্মদপুরে হত্যা মামলার আসিমীরা জামিনে এসে সভাপতি আহাদের নেতিৃত্বে বাদীকে মারধোর থানায় অভিযোগ!

মগুরা প্রতিনিধি :
মাগুরার, মহম্মদপুর উপজেলার রাজপাট গ্রামের আলোচিত গোবিন্দ সাহা হত্যা মামলার আসামিরা জামিনে এসে বাদী ও তার পরিবারের স্বজনদের মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে বলে জানা যায়। এ ঘটনার বিচার চেয়ে বাদী গোপাল সাহা হামলাকারীদের বিরুদ্ধে মহম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায় ২২ জুন ২০২৪ ইং তারিখ, শনিবার দুপুর ১২.০০ ঘটিকায় রাজপাট গ্রামের শক্তিনাথ সাহার ছেলে গোপাল অরফে শিমুল সাহা, মৃত অজিত সাহার ছেলে গৌতম সাহা, শক্তিনাথ সাহা, কৃষ্ণগোপাল সাহা, সুর্যকান্ত সরকারের ছেলে সুবাশ সরকার ও প্রভাষ সরকার এবং সুবাশ সরকারের ছেলে প্রান্ত সরকার, বাদী গোপালের বাড়ীতে গিয়ে মামলা তুলে নেয়ার বিভিন্ন প্রাণ নাশের হুমকী দেন এবং বলে মামলা তুলে না নিলে তার বাবার মতো তাকেও কুপিয়ে হত্যা করবে বলে জানা বাদী। এর কিছুক্ষন পর বাদী গোপাল সাহা রাজাপুর বাজারের উত্তর পাশে পাট গলির সাথে তার মুদির দোকানে গেলে বড় কলমধারী গ্রামের মৃত মকবুল মোল্লার ছেলে রাজাপুর বাজারের সভাপতি আহাদ মোল্যার নেতৃত্বে বাদী গোপালের দোকানের সামনেই উক্ত হত্যা মামলার আসামীরা হামলা করে এবং তাকে মেরে আহত করলে তার ডাক চিৎকারে লোকজন এসে গোপাল সাহাকে উদ্ধার করে মহম্মদপুর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করান। নিহতের স্বজনরা জানান, আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় তারা মামলা তুলে না নিলে ফের হামলা ও মারধর করবে। ফলে নিহতের পরিবারের অনেকেই পালিয়ে দিন কাটাচ্ছেন।
উক্ত আসামীগণ বাদী ও স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার জন্য বিভিন্ন নেতারকর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন। কোন উপয়ন্তর না পেয়ে উল্টে কোর্টে ৩২৩ ধারায় একটি মিথ্যা মামলা করেন বলে জানা যায়। বাদী জানান আমার পিছনে লেগে আছেন রাজপাট গ্রামের সুকুমার নাম করে এক ওসি তিনি বর্তমানে মানিকগঞ্জ জেলায় এক থানায় কর্মরত আছেন।
পিছনে লাগার কারণ জানতে চাইলে বাদী জানান আমার বাবা হত্যা মামলায় তার আপন দুই ভাই সুধাংশু বিশ্বাস ও সুভাষ বিশ্বাস আসামি ছিলেন তাদের নাম যে কোন কারণে চার্জশীট থেকে বাদ যায় আমার উকিল কোর্টে তার দুই ভাইয়ের বিরুদ্ধে নারাজী পিটিশন দিয়েছেন এর প্রেক্ষিতে ওই ওসি আমার ক্ষতি করার জন্য আমার পিছে উঠে পড়ে লেগে আছেন। আজ আমাকে মারার সময় ওসি ভাই সুভাষ বিশ^াস ছিলেন।
উল্লেখ্য মামলা সুত্রে জানা যায়, ২০২৩ সালের ২৫ নভেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ আসামী শক্তিনাথ সাহার হুকুমে গোবিন্দ কুমার সাহাকে আসামী শিমুল সাহা ওরফে গোপাল সাহা খুন করার অসৎ উদ্দেশ্যে আমার পিতার মাথা লক্ষ্য করিয়া চাইনিজ কুড়াল দিয়ে কোপ মারে আসামী গৌতম সাহা একই ভাবে পূর্বের কোপের পাশে ছ্যানদা দ্বারা আরও একটা কোপ মারিলে গোবিন্দ সাহা মাটিতে পড়ে গেলে আসামী ওসি সুকুমারের ভাই শুধাংশু বিশ্বাস হত্যা করার উদ্দেশ্যে রামদা দিয়ে কপালের উপর কোপ মারে। আসামী কৃষ্ণ গোপাল সাহা বল্লাম দিয়ে মাথার ডান পাশে ডান কাধের উপর সজোরে কোপ মারিয়া বল্লম মাথায় ঢুকাইয়া দেয়, এরপর আসামী শক্তি নাথ সাহা খুন করার অসৎ উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথার পিছনে কয়েকটি আঘাত করে। ওসির সুকুমারের ভাই আসামী সুভাষ বিশ্বাস মাথা লক্ষ্য করিয়া দিয়ে আঘাত করে উক্ত আঘাত নাকে লাগিয়া নাক ভাঙ্গিয়া যায়। এরপর হত্যা নিশ্চিত করতে আসামী প্রভাস উভয় হাতে উপর্যপুরী আঘাত করিয়া মারাত্মক জখম করে। আসামী রাজ সাহা মাথার উপরে এবং আসামী উজ্জল সরকার ডান পায়ের গোড়ালিতে লোহার রড দ্বারা আঘাত করে। আসামী সৌরভ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দ্বারা পিটাইয়া মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। ঘটনার সময় বাদী ঘটনাস্থলে ছিলেন আসামীদের ভয়ংকর আচরনের কারণে কোনভাবে বাদী গোপাল সাহা তার পিতাকে বাঁচতে পারে নাই।
২৫-১১-২০২৩ তারিখে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ২৬-১১-২০২৩ তারিখে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ০১-১-২০২৩ ইং তারিখ সকাল ৮.৪০ মিনিট এর সময় মৃত্যুবরণ করেন।
ওসি সুকুমার বিশ^াসের হস্তক্ষেপে তাহার দুই সহদোর ভাইয়ের হত্যা মালার চার্জশীট থেকে নাম বাদ যায় বিস্তারিত আসছে…..।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি