স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ নিহত ২, আহত ৫০

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর গাড়ি বহরে আওয়ামী লীগের হামলার ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলি দিদার নিহত হয়েছেন। হামলায় এসএম জিলানীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাংবাদিকও রয়েছেন। এছাড়া কমপক্ষে ১০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

নিহত অন্যজনের নাম লিটন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না, রাজু বিশ্বাস, মাহাবুব খান মুরাদ, লিন্টু মন্সী, গোপালগঞ্জের সালমান সিকদার, সুজন সিকদার, সবুজ সিকদার, ঢাকার মতিঝিল এলাকার নাসির আহমেদ মোল্লা, বাদশা মোল্লা, নিশান, হাসান, মাতুয়াইলের আলাউদ্দিনসহ ১৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও তিনজনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অন্যরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীসহ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে লিটন নামে একজনের মৃত্যু হয়েছে বলে জেলা স্বেচ্ছাসেবক দলের একটি সূত্র নিশ্চিত করেছে।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, শুক্রবার বিকাল ৫টার দিকে সদর উপজেলা বেদগ্রাম মোড়ে অনুষ্ঠিত বিএনপির একটি পথসভা শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশে তারা রওনা হন। সদর উপজেলা ঘোনাপাড়া পৌঁছলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০০ থেকে ৩০০ নেতাকর্মী মাইকিং করে দেশীয় অস্ত্র নিয়ে সড়কে বেরিকেড দিয়ে গাড়ি ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর অর্তকিত হামলা চালায়। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন।

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন বলেন, আমরা বেদগ্রামের মোড়ে শান্তিপূর্ণ পথসভা শেষ করে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর বাবা-মায়ের কবর জিয়ারতের উদ্দেশে টুঙ্গিপাড়া যাচ্ছিলাম। ঘোনাপাড়া মোড়ে পৌঁছলে গোপালগঞ্জ পৌরসভার ১৫ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর আমিন মোল্লা, গোবরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিকরুল ফকির, স্থানীয় আওয়ামী নেতা আলিমুজ্জামান ও হাসান মোল্লার নেতৃত্বে গাড়িবহরে হামলা করা হয়।

গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান বলেন, বিএনপির কর্মী সমর্থকরা গাড়িবহর নিয়ে যাওয়ার সময় ঘোনাপাড়া এলাকায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলেন। তাদের বাধা দিলে আমাদের ওপর হামলা করেন। এতে আমি নিজেই আহত হয়েছি।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফারক আহমেদ বলেন, বিকাল সাড়ে ৫টায় আহতাবস্থায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও তার স্ত্রী রওশন আরা রত্নাসহ ১৬ জন হাসপাতালে ভর্তি হন। এদের অধিকাংশের মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের কোপ রয়েছে। তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন। কেন এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে কেউ কেউ বলছেন সেখানে ব্যানার টানাটানি নিয়ে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে অদূরে পাথালিয়া বাংলালিংক টাওয়ারের পাশ থেকে শওকত আলি দিদারের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

মানিকছড়ি ওসি”কে ম্যানেজ করে চলে  মেলার নামে জুয়া, সাংবাদিককে হত্যার হুমকি!

নিজস্ব প্রতিবেদক:-

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান  রুবেল”কে ম্যানেজ করে চলে  মেলার নামে সর্ব-ধরনের জুয়ার আসর! উক্ত বিষয় ওসিকে ফোন দিয়ে বক্তব্য জানতে চাইলে ওসি জুয়ার বিষয় জানেন না বলে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ না করে উলটো জুয়া নামল মেলা পরিচালনা কারীদেরকে সাংবাদিকের নাম্বার দিয়ে হত্যার হুমকি  প্রধান”র অভিযোগ উঠেছে।

খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলা থানাধীন মেলার নামে অবৈধভাবে জুয়া হাউজি অশ্লীল নৃত্য সহ চলছে দি আশার প্রদীপ র‍্যাফেল ড্র।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত ফেরি করে লটারির টিকেট বিক্রি করছে অর্ধশত ইজিবাই”কে। এসব লটারি কিনে প্রতারিত হচ্ছেন হাজারো মানুষ। সেই সঙ্গে কিশোর গ্যাংয়ের উৎপাত বাড়ছে উপজেলার  বিভিন্ন প্রান্তে। এছাড়া মেলার মূল স্পটে অবাধে চলছে সব ধরনের জুয়া। যার কারণে ইতিমধ্যে সর্বস্বান্ত হয়েছেন অনেকে। পারিবারিক অশান্তি দেখা দিয়েছে খেটে খাওয়া মানুষের ঘরে। এই বিষয়ে জানতে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে ফোন দেন দৈনিক আজকের বাংলা পত্রিকার প্রতিনিধি তুষার কে । ওসি বলেন মেলায় জুয়া বিষয়ে তিনি জানেন না, যদি মেলায় জুয়া বা লটারি চলে তাহলে উনি আইনগত ব্যবস্থা করার কথা বলে ফোন কেটে দেন। পরক্ষণে সাংবাদিকের মুঠোফোন  নাম্বারে  মেলায় জুয়া পরিচালনাকারী বিজয় বদ্দন ও রবিন তালুক দার,  দিদার,  নামক ব্যক্তি , জুয়াড়ি বিজয় ও রবিন তালুকদার সাংবাদিককে বিভিন্ন ভাবে হত্যার হুমকি প্রদান করেন ০১৫৫৭৫৪১১০২৮নাম্বার থেকে বলে জানা যায়। whatsapp জানান সাংবাদিকে ওসি সাহেব কল দিতে বলেছে। এই বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান  রুবেল সাথে যোগাযোগ  করলে তিনি জানান আমি  এই বিষয়ে কোন নাম্বার  দেয় নাই।  বিষয়টা দেখতেছি।

জানা যায়,বিকেল হলে শুরু হয় একদিকে জুয়া খেলা হাউজি অশ্লীল নৃত্য ও ২০ টাকা মূল্যের এই লটারি। দেওয়া হচ্ছে মোটরসাইকেলসহ নানা পুরস্কারের প্রলোভন। এসব লটারির মূল ক্রেতা রিকশা-ভ্যানচালক, চা দোকানদার, মুদি দোকানদার, দিনমজুরসহ নিম্ন আয়ের সাধারণ মানুষ। পুরস্কারের আশায় প্রতিদিন হাজার হাজার টাকার লটারি কিনে প্রতারিত হচ্ছেন তারা। এ ছাড়া লটারির ড্র  হয় গভীর রাত পর্যন্ত। এতে মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে মানিকছড়ি উপজেলায়।

গত ৫ জানুয়ারি থেকে মানিকছড়ি উপজেলা থানাধীন এই মেলা শুরু হয়েছে। জুয়া হাউজি অশ্লীল নৃত্য ও লটারির কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো খেটে খাওয়া মানুষ। এরই মধ্যে অনেকের পরিবারে অশান্তি দেখা দিয়েছে। এলাকাবাসী বলছেন, মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যন্ত ঠিক ছিল। কিন্তু পুলিশ প্রশাসনকে সামনে রেখেই মেলায়   লটারির নামে জুয়া হাউজি চালু করেছেন আয়োজক কমিটি। দি আশার প্রদীপ র‍্যাফেল ড্র লেখা রং-বেরঙের টিকেট বিক্রি হচ্ছে ধুমছে। প্রতিদিন লাখ লাখ টাকার লটারি বিক্রি করে নামমাত্র মূল্যে মোটরসাইকেলের প্রলোভন দেখানো হচ্ছে তাতে। আর ২০ টাকায় লোভনীয় সুযোগ নেওয়ার জন্য দিনের সব আয় লটারিতে খরচ করার পর রাত শেষে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে দিনমজুররা।

মানিকছড়ি এলাকাগুলোয় খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন সকাল থেকে অর্ধশত ইজিবাইক লটারির টিকেট বিক্রি করছে। প্রশাসনের চোখের সামনে প্রতিদিন লাখ লাখ টাকার লটারির খেলা চললেও নীরব ভূমিকা পালন করছে তারা। আর প্রশাসনের এ নীরবতা নানা প্রশ্নের সৃষ্টি করেছে জনমনে।

স্থানীয়দের মধ্যে এ মেলাকে কেন্দ্র করে ইভটিজিং, মাদকসেবী, কিশোর গ্যাংয়ের উৎপাতও বেড়েছে বলে অভিযোগ রয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান