সাবেক প্রতিমন্ত্রীর ছত্রছায়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার

মোর্শেদ মারুফ:

ময়মনসিংহ, বওলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ, আব্দুল বাতেন খানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের এক মহা উৎসব।
যেখানে দেশের রীতিনীতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা গুরুর পদমর্যাদায় অধ্যক্ষকে মূল্যায়নের প্রথম সারিতে রাখলেও তা ঘটেছে অন্য কিছু।
আব্দুল বাতেন খান তার মামাত ভাই সাবেক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের প্রভাব খাটিয়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এর ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

প্রতিষ্ঠানের যতগুলো নিয়োগ দিয়েছেন তার মধ্যে পিয়ন, নাইট গার্ড, লাইব্রেরিয়ান, কম্পিউটার অপারেটর, অফিস সহকারি, সহকারী প্রধান শিক্ষক, শালিয়া স্কুল এবং অধ্যক্ষ কাইচাপুর সিনিয়র আলিম মাদ্রাসা।
প্রত্যেকের কাছ থেকে সর্বনিম্ন-৭ লক্ষ টাকা থেকে ৩২ লক্ষ টাকা পর্যন্ত নিয়োগ বাণিজ্য করেছেন।
নিয়োগ বাণিজ্যের টাকা একান্তই নিজে গ্রহণ করে।

তার রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বানিয়েছেন তার পারিবারিক কার্যালয়, একক ক্ষমতা বলে নিজের শালিকা, ভাতিজা, ভাতিজা-বৌ সহ কাছের আত্মীয়-স্বজনকে চাকুরী দিয়েছেন।
যে সব প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন, সেই সব প্রতিষ্ঠানের সরকারি সম্পত্তি রাজনৈতিক ক্ষমতা বলে নিজে এবং নিজের পরিবারের প্রয়োজনে বিক্রি করে আত্মসাৎ করেন।
একই পদের জন্য এক বা একাধিক ব্যক্তির নিকট হইতে টাকা গ্রহণ করেন।
পরবর্তী সময়ে চাকুরী প্রত্যাশীরা চাকুরী না পেয়ে টাকা চাইতে গেলে সে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয় এবং সাবেক প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করে।
ফুলপুর থানার বালিয়া ইউনিয়নের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আব্দুল বাতেন খান।
নিজের ক্ষমতা বলে আব্দুল বাতেন খানের বৌকে শালিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক, ফেরদৌসী বেগমকে, শালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসাবে নিয়োগ দেন, এটাও তার মামাতো ভাই।

গ্রামের শিক্ষিত এবং সম্মানিত ব্যক্তিবর্গদের অসম্মানিত করে জোরপূর্বক তার বৌকে সভাপতি করে।
ময়মনসিংহ শহরে চার শিক্ষকদের ফ্ল্যাট ক্রয়-বিক্রয় কেলেঙ্কারি এবং জোরপূর্বক জমি দখলদার হিসাবে রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ।

ইব্রাহিম টাওয়ারের শেয়ার সহ বিভিন্ন জায়গায় রয়েছে নামে বেনামে ফ্ল্যাট ও প্লট, নিজের ব্যক্তিগত গাড়ি এবং তার বাসা আকুয়া ইউনিটি টাওয়ারে।

নাগরিক সেবাদানে হয়রানি দূর করতে হবে: আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে জনগণ যেন কোন প্রকার দীর্ঘসূত্রিতা কিংবা হয়রানির শিকার না হয়।

তিনি আরও বলেন, মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং দুর্নীতিমুক্ত হয়ে নাগরিকদের সেবা প্রদান করতে হবে।

রবিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিদর্শন শেষে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর নগরবাসী নতুন করে স্বপ্ন দেখছে উল্লেখ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এই স্বপ্নকে সত্যি করে সুন্দর নগর উপহার দিতে এবং সরকারের সঙ্গে জনগণের সেতুবন্ধন তৈরি করতে কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে।

নগরীর জলাবদ্ধতা দূর করতে পানি উন্নয়ন বোর্ডের নেয়া প্রকল্পের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ইন্টিগ্রেটেড হয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন তিনি।

উপদেষ্টা আরো বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় অবৈধ দখলকৃত খাল-নদী এবং ফুটপাত পুনরুদ্ধার করতে হবে। নগরবাসীর জন্য খেলার মাঠ ও পার্ক সংস্কার করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বপ্নের নগরী বিনির্মাণ করতে হবে।

ডেঙ্গু ও মশক সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বছর বৃষ্টির মৌসুম দীর্ঘ হওয়ায় ডেঙ্গুর উপদ্রব এখনো দেখা যাচ্ছে। মশক দমন এবং নিধনের জন্য বিশেষজ্ঞ টিম কাজ করছে এবং ভবিষ্যতে এ সমস্যা লাঘব হবে।

জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জলাবদ্ধতা দূরীকরণে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সরকারি চাঁদা বৃদ্ধি করা হয়নি। এ বিষয়ে লক্ষ্য রাখতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন তিনি।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিচতলায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর ফটো গ্যালারীর শুভ উদ্বোধন করেন তিনি।

মতবিনিময় সভার শুরুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

স্থানীয় সরকার বিভাগের সচিবের (রুটিন দায়িত্ব)ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম।এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  এছাড়াও সভায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি