এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে রিজভীর কাছে অভিযোগ, অনুসারীর বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক:

শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় সাবেক যুবদল নেতা এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উত্তরখান থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল।

১২ অক্টোবর জমা দেওয়া অভিযোগে বলা হয়, এস এম জাহাঙ্গীর এর নির্দেশনায় উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কর্তৃক উত্তরখান থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল কে শারীরিক লাঞ্ছিত করা হয়েছে।

মোঃ মোস্তফা কামাল লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত শনিবার (১২ অক্টোবর) উত্তরখান ময়না টেকে পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. মঈন খান। কিন্তু দুঃখের বিষয় ড. মঈন খানের ব্যানার লাগানোর সময় উত্তর খান থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামালকে উত্তরখান থানা যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর ব্যাপারী আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। যার সরাসরি নির্দেশদাতা এস এম জাহাঙ্গীর। ইতিমধ্যে এস এম জাহাঙ্গীরের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়াদি জাতীয় পত্রিকা গুলোতে বিশেষভাবে ফুটে উঠেছে। ইতিপূর্বে এস এম জাহাঙ্গীরের চাঁদাবাজি ও সন্ত্রাসী বাহিনীর কয়েকজন সদস্য কে যৌথবাহিনী গ্রেফতার করেছে এবং তার অন্যতম সদস্য কেশিয়ার মোহাম্মদ আজমল হুদা মিঠু উত্তরা পশ্চিম থানা যুগ্ম আহ্বায়ক থাকা সত্ত্বেও বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ওই প্রোগ্রামে তার এই চাঁদাবাজির কথা বলার কারণে এস এম জাহাঙ্গীরের নির্দেশে জাহাঙ্গীর বেপারী আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এদিকে, উক্ত বিষয়ে রাজধানীর উত্তর খান থানায় সাধারণ ডায়েরি করেছেন মোঃ মোস্তফা কামাল। সাধারণ ডায়েরিতে মোঃ জাহাঙ্গীর বেপারী ও মোঃ মোমেন বেপারীকে বিবাদী করা হয়। এতে বলা হয়, মৈনারটেক পূজা মন্দিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের আগমন উপলক্ষ্যে আমি ও আমার ননীয় নেতা কর্মীসহ উপস্থিত হইলে ১নং ও ২ নং বিবাদী আমাকে কিল-ঘুষি ও চড় থাপ্পড় মারে ও বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি প্রদর্শন করেন। জিডি ট্র্যাকিং নং EOTVOR জিডি নং: ৫৩৫ তারিখ: ১৪/১০/২০২৪ইং।

এসআই (নিরস্ত্র) মোঃ আবদুস ছালামকে এই ডায়েরি সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন উত্তর খান থানা মোঃ মোস্তফা কামাল খাঁন।

সরকারের পদত্যাগ ছাড়া প্রলোভন দিয়ে বিএনপিকে নির্বাচনে নেওয়া যাবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ প্রতিনিধি:  

সরকারের পদত্যাগ ছাড়া প্রলোভন দিয়ে বিএনপিকে নির্বাচনে নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি। কিন্তু বর্তমান সরকার ও তাঁর মন্ত্রীরা নানা প্রলোভন দিয়ে বিএনপিকে নির্বাচনে নেওয়ার ষড়যন্ত্র করছে। তা আর বাস্তবায়ন হবে না।

বিএনপি নেতা প্রিন্স আরও বলেন, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্যে দেশের জনগন দিশেহারা। অথচ এই জনদূর্ভোগ নিয়ে সরকারের কোন মাথা ব্যাথা নেই। তারা দেশের কথা চিন্তা না করে বিএনপি ও বিরোধী মত দমনে ব্যস্ত রয়েছে। কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপির সম্মেলনের মঞ্চ ভেঙ্গে দিয়ে আওয়ামীলীগের সন্ত্রাসীরা। কিন্তু দমন-পীড়ন করে এবার আর পতন ঠেকানো যাবে না।

এ সময় তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুতি নিন। অচিরেই ধাপে ধাপে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে। এই আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করা হবে।

মঙ্গলবার (১০মে) বিকেল ৪টার দিকে নগরীর রামবাবু রোড এলাকার একটি রেস্টুরেন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের পুর্নগঠন কার্যক্রম ত্বরান্বিত ও আগমী দিনের সকল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপরোক্ত কথা বক্তব্য বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নূরুল হক, বিএনপি নেতা হাফেজ আজিজুল হক, কামরুজ্জামান লিটন, উত্তর জেলা যুবদল সভাপতি শামসুল হক শামসু, সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব,সহ-সাংগঠনিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক মফিদুল ইসলাম মোহন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি ফরিদ, সাধারন সম্পাদক আলী আকবর আনিস, বিএনপি নেতা অ্যাড. শাজাহান কবীর সাজু, মহিলা দল নেত্রী তানজিল চৌধুরী লিলি, হুসনে আরা নিলু, মৎস্যজীবীদলের আহবায়ক হযরত আহম্মেদ সাকিব,সদস্য সচিব আমিনুল হক রোমান,ওলামা দলের সভাপতি মাওলানা মাহাবুবুর রহমান, সদস্য সচিব আকবর আলী, জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, সাধারন সম্পাদক রায়হান শরীফ হলুদ, জেলা জাসাস সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ফারদিন রহমান তাহলা প্রমূখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি