প্রথমবারের মত জবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাত সম্মেলন

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো সিরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে । আগামী ২৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের আহ্বায়ক ‘সিরাত মাহফীল ইন্তেজামিয়া কমিটি’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইস্ উদ্দিন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখবেন অত্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. ছালাহ উদ্দীন। এছাড়াও বক্তব্য পেশ করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর অধ্যাপক ড. তাজাম্মুল হক ও সহকারি প্রক্টোর ছালেহ উদ্দিন।

মাহফীলে অতিথি ও আলোচক হিসেবে আরো উপস্থিত থাকবেন জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ প্রফেসর মোখতার আহমাদ, শায়খ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এবং ভিক্টরিয়া পার্ক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মো. আমানুল হক।

আয়োজকদের মধ্যে থাকা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক বলেন,
“পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আদর্শ রাসুলুল্লাহ (স.) এর জীবন পর্যালোচনার জন্য আমরা সিরাত মাহফীল আয়োজন করেছি।বর্তমান সময়ের প্রেক্ষিতে সকলের মাঝে দ্বীনি আদর্শ ছড়িয়ে দিয়ে শান্তির বার্তা পৌঁছানো আমাদের লক্ষ্য। বিগত দিনে ইচ্ছা থাকা সত্ত্বেও নানা প্রতিবন্ধকতার কারণে তা করতে পারিনি।মহান আল্লাহর অশেষ রহমতে আমরা এবার তা আয়োজন করতে সক্ষম হলাম। ইনশা’আল্লাহ, আগামীতে এই ধারা সুনিপুন ভাবে অব্যাহত থাকবে।”

জেনেসিস প্রি-স্কুলে “লার্ন উইথ ফান” প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদ সংলগ্ন জেনেসিস প্রি-স্কুল গত ২১ অক্টোবর শনিবার ছায়ানট সাংস্কৃতিক ভবনে এক বর্নাঢ্য “লার্ন উইথ ফান” প্রোগ্রাম অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্কুলের ক্ষুদে শিশুদের দিয়ে কবিতা, গান, নাচ, শিক্ষামূলক নাটিকা ইত্যাদি সহশিক্ষা পরিবেশন করা হয়। ৩ থেকে ৮ বছর বয়সী শিশুরা বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ নিয়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে স্কুলের প্রিন্সিপাল মোসা. ওয়াহিদা আক্তার বলেন, জেনেসিস প্রি-স্কুল ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই চাপমুক্ত পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম যেমন-ভেজিটেবল উৎসব, ফল উৎসব, স্টোরি টেলিং ডে, গণিত উৎসব, স্পেলিং উৎসব, বিজ্ঞান মেলা, বৈশাখ ও বসন্ত উৎসব, নৈতিক শিক্ষাদান প্রোগ্রামসহ বিভিন্ন জাতীয় দিবস পালনের মাধ্যমে শিশুদের শারিরীক ও মানসিক বিকাশে সহায়তা করছে। গত ১০ বছরে স্কুলটি ইতোমধ্যে অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রশংসা কুড়িয়েছেন। সমাপনী বক্তব্যে স্কুলের চেয়ারম্যান ড. মোল্লা আজফারুল হক বলেন, শিশুদের পড়াশোনা শুরুটা যত আনন্দদায়ক হবে ততই শিশুদের চিন্তা ও মননে বিকশিত হবে। তিনি আরও বলেন, স্কুলটির উপদেষ্টা হিসেবে কাজ করছেব একঝাঁক তরুণ বিসিএস ক্যাডার কর্মকর্তা যারা রাজধানীর অসংখ্য স্কুলের ভিড়ে জেনেসিসকে প্রি-স্কুলকে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে আনন্দদায়ক পাঠদান ও চাপমুক্ত পড়াশোনা নিশ্চিতকরণসহ জন্য নানা পরামর্শ দিচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ চমৎকার ও শিক্ষণীয় এই অনুষ্ঠান আয়েজনের জন্য শিক্ষিকাসহ স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত রাখতে স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। মঞ্চে সকল শিক্ষার্থীর অংশগ্রহনে “আমরা করব জয়” গানটির মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা দায়িত্বে ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষিকা ফারজানা আক্তার লোপা ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ওয়াদিফা রহমান অপ্সরা।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম