যুবলীগ নেতা মনসুরের বাড়িতে আগুন

আজিজুর রহমান বাবু। শরীয়তপুর জেলা প্রতিনিধি:

চরভাগার ঐতিহ্যবাহী দেওয়ান পরিবারের সদস্য সখিপুর থানা যুবলীগের বিশিষ্ট নেতা মনসুর দেওয়ানের নিজ বাড়িতে ৪ঠা নভেম্বর অজ্ঞাত পরিচয় নামধারী কতিপয় দূর্বৃত্তরা গভীর রাতে আনুমানিক ১:৩০ ঘটিকার সময় অগ্নিসংযোগ করে বসতবাড়ি সহ মূল্যবান সম্পদ বিনষ্ট করে।

স্হানীয় সূত্রে জানা যায় — অগ্নিসংযোগের পর ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হলেও ঘটনাস্হলে আসতে বিলম্ব হওয়ায় আগুন চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে প্রতিবেশীদের তত্পরতায় নেভানো হলেও বসতবাড়িতে রক্ষিত মূল্যবান কাগজপত্র, বিভিন্ন সরঞ্জামাদি রক্ষা করা সম্ভব হয়ে উঠেনি। পুড়ে ছাই হয়ে যায়।

বিষয়টি এলাকার জন্য উদ্বেগজনক বটে। এলাকার স্হানীয় মুরুব্বীদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেন ” এমন দূর্ঘটনা এলাকার জন্য লজ্জাজনক বটে। নেতিবাচক মানসিকতা পরিহার করে সকল রাজনৈতিক কর্মীরা সহাবস্থান করার অভিপ্রায় ব্যক্ত করেন।

সার্ভিস লেনেই রাখা হয় বাস, প্রাইভেটকার,মহাসড়কে চলাচল করে অনুমতিহীন লেগুনা

আলী রেজা রাজু,সাভার,(ঢাকা):

সাভারের হেমায়েতপুরে পুরো সার্ভিস লেন জুড়ে রাখা হয় রাজধানী পরিবহনের বাস পার্কিং করে রাখা হয়।প্রাইভেটকার ও মহাসড়কে চলাচল করে অনুমতিহীন লেগুনা,অটোরিকশা। সাভারের হেমায়েতপুরে ঢাকা আরিচা মহাসড়কে মহাসড়ক জুড়ে রাখা হয় আন্তঃজেলা অভ্যন্তরীণ রাজধানীর পরিবহনের বাস যা মহাসড়কের উপর পার্কিং করে রাখা হয়,ফলে সার্ভিস লেনে সৃষ্টি হয় যানজট দূভোর্গ।রাখ হয় মহাসড়ক জুড়েই প্রাইভেট কার পার্কিং করে।অনুমতিহীন লেগুনা, অটোরিকশা মহাসড়কে দেদারসে চলাচল করে।সাথে ফিটনেস বিহীন বাস ও মহাসড়কে চলাচল করে।
গত বছরের দিকে শেষে এই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য,বিসিএস ক্যাডার,সাংবাদিকসহ প্রাণ হারিয়েছেন অনেকে।সড়কে শৃঙ্খলা ফিরানো ট্রাফিক পুলিশের দায়িত্ব।
হেমায়েতপুরে ট্রাফিক পুলিশের কার্যলয়ের সামনে বাস,প্রাইভেট পার্কিং করে রাখা হয় সার্ভিস লেন জুড়ে।
এ বিষয় জানতে হেমায়েতপুরে দায়িত্বরত ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান আমরা ট্রাফিক শৃঙ্খলা নিয়ে কাজ করছি, ট্রাফিক আইন ভঙ্গ কারী গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি