
আজিজুর রহমান বাবু। শরীয়তপুর জেলা প্রতিনিধি:
চরভাগার ঐতিহ্যবাহী দেওয়ান পরিবারের সদস্য সখিপুর থানা যুবলীগের বিশিষ্ট নেতা মনসুর দেওয়ানের নিজ বাড়িতে ৪ঠা নভেম্বর অজ্ঞাত পরিচয় নামধারী কতিপয় দূর্বৃত্তরা গভীর রাতে আনুমানিক ১:৩০ ঘটিকার সময় অগ্নিসংযোগ করে বসতবাড়ি সহ মূল্যবান সম্পদ বিনষ্ট করে।
স্হানীয় সূত্রে জানা যায় — অগ্নিসংযোগের পর ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হলেও ঘটনাস্হলে আসতে বিলম্ব হওয়ায় আগুন চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে প্রতিবেশীদের তত্পরতায় নেভানো হলেও বসতবাড়িতে রক্ষিত মূল্যবান কাগজপত্র, বিভিন্ন সরঞ্জামাদি রক্ষা করা সম্ভব হয়ে উঠেনি। পুড়ে ছাই হয়ে যায়।
বিষয়টি এলাকার জন্য উদ্বেগজনক বটে। এলাকার স্হানীয় মুরুব্বীদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেন ” এমন দূর্ঘটনা এলাকার জন্য লজ্জাজনক বটে। নেতিবাচক মানসিকতা পরিহার করে সকল রাজনৈতিক কর্মীরা সহাবস্থান করার অভিপ্রায় ব্যক্ত করেন।