বাংলাদেশ –আফগানিস্তান ম্যাচ দিয়ে ‘৩০০’–এর চূড়ায় শারজা

স্টাফ রিপোর্টার॥

২৯৯ হয়ে গেছে গত সেপ্টেম্বরে। আজ তা ছুঁয়ে ফেলবে ৩০০–এর মাইলফলক, যাতে সাক্ষী থাকবে বাংলাদেশ দল।

আজ বিকেলে বাংলাদেশ– আফগানিস্তান প্রথম ওয়ানডে দিয়েই যে ক্রিকেট ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে শারজা ক্রিকেট স্টেডিয়াম। জনসংখ্যার দিক থেকে সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় বৃহত্তম শহর শারজায় অবস্থিত এই স্টেডিয়ামে এখন পর্যন্ত হয়েছে ৯টি টেস্ট, ২৫২টি ওয়ানডে ও ৩৮টি টি–টোয়েন্টি ম্যাচ।

আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা ও ক্রিকেট প্রশাসক আবদুল রহমান বুখাতির শারজার মরুভূমিকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তর করে সেই সময় ক্রিকেট–বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন।

সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ আয়োজন করে গিনেস বইয়ে নাম লিখিয়েছে শারজা ক্রিকেট স্টেডিয়াম
সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ আয়োজন করে গিনেস বইয়ে নাম লিখিয়েছে শারজা ক্রিকেট স্টেডিয়াম
ভেন্যুটি সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ আয়োজন করে অনেক আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। আজ প্রথম ভেন্যু হিসেবে ৩০০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের মাইলফলক ছুঁয়ে নতুন এক উচ্চতায় উঠছে শারজা।

বাজে আবহাওয়ার কারণে ২০১৯ সালে ও এ বছর দুটি ম্যাচ মাঠে গড়াতে পারেনি। সেই দুই ম্যাচে একটি করে বল হলেই বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটি আর শারজার ৩০০তম ম্যাচ হতে হতে পারত না।

১৯৮৪ সালে শারজায় প্রথম আন্তর্জাতিক ম্যাচটিতে পাকিস্তানকে ৫ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। সেটি ছিল এশিয়া কাপের ম্যাচ।

সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা ভেন্যু (শীর্ষ ৫)

ম্যাচ        ভেন্যু                                       দেশ                               সময়কাল
২৯৯    শারজা ক্রিকেট স্টেডিয়াম     আরব আমিরাত           ১৯৮৪–বর্তমান
২৯১    সিডনি ক্রিকেট গ্রাউন্ড           অস্ট্রেলিয়া                     ১৮৮২–বর্তমান
২৮৭   মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড      অস্ট্রেলিয়া                     ১৮৭৭–বর্তমান
২৬৭  হারারে স্পোর্টস ক্লাব               জিম্বাবুয়ে                       ১৯৯২–বর্তমান
২২৭    লর্ডস ক্রিকেট গ্রাউন্ড            ইংল্যান্ড                         ১৮৮৪–বর্তমান

১২ বছর পর ১৯৯৬ সালে শারজায় শততম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও দক্ষিণ আফ্রিকা। শারজা কাপের ম্যাচটি ৮০ রানে জেতে প্রোটিয়ারা। শারজায় ২০০তম ম্যাচটিও ছিল ওয়ানডে। ২০০৩ সালে সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারায় জিম্বাবুয়ে। আজ ৩০০তম ম্যাচে জিতবে কারা?

স্টেডিয়ামেই দর্শকের ঘুম, জেগে উঠলেন শূন্য গ্যালারিতে
একক ভেন্যু হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। অস্ট্রেলিয়ার ঐতিহাসিক এই ভেন্যুতে হয়েছে ২৯১ ম্যাচ। এ মাসেই সেখানে একটি টি–টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া –পাকিস্তান। জানুয়ারিতে অস্ট্রেলিয়া ভারতের ট্রফির শেষ ম্যাচটিও হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে তাই সিডনিও ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মাইলফলক স্পর্শ করবে।

সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা শীর্ষ পাঁচ ভেন্যুর বাকি তিনটি অস্ট্রেলিয়ার আরেক বিখ্যাত মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (২৮৭), জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব (২৬৭) ও ক্রিকেট–তীর্থ হিসেবে পরিচিত লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড (২২৭)।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে সামনে রেখে শারজার নেটে অনুশীলনে মুশফিকুর রহিম
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে সামনে রেখে শারজার নেটে অনুশীলনে মুশফিকুর রহিম
তালিকার ছয়ে থাকা ভেন্যুর নাম কি আন্দাজ করতে পারছেন? হয়তো পেরেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। বাংলাদেশের ‘হোম অব ক্রিকেটে’ এখন পর্যন্ত হয়েছে ২১১ ম্যাচ। কমপক্ষে ২০০ ম্যাচ আয়োজন করা ভেন্যু আছে আরও দুটি শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম (২০৭) ও লন্ডনের ওভাল (২০০)।

 

সবা:স:জু-৩৮/২৪

 

শার্শায় সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

 

শার্শা উপজেলা প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলার নাভারন বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের আব্দুল আলীম নামে এক সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১০ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এমন কাণ্ডে এলাকা জুড়ে চলছে সমালোচনার ঝড়। ওই বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষকদের মধ্যে চরম অসন্তোষ এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ওই ছাত্রী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেছেন।
অভিযোগে ভুক্ত ভোগী ছাত্রী জানায়, আমি নাভারন বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীমের কাছে আমি সহ কয়েকজন ছাত্রী বেশ কিছু দিন যাবদ তার নিজ বাড়ীতে প্রাইভেট পড়ে আসছি। আলীম স্যার বিভিন্ন সময়ে অন্যান্য ছাত্রীদের অগোচরে আমাকে বিভিন্ন ভাবে গায়েস্পর্শ করার চেষ্টা চালিয়ে যেতে থাকে। আমি লজ্জায় একথা কাউকে বলতে পারিনি। গত ৪ এপ্রিল আমাদের পড়া শেষ হয়ে যাওয়ার পর অন্যান্যরা সবাই চলে গেলে আলীম স্যার আমাকে নোট দেবে বলে কিছুক্ষন বসতে বলে। আমি একা ওখানে বসে থাকার এক সময়ে আলীম স্যার আমাকে কুরুচিপূর্ন কথা বলে। আমি তা সহ্য করতে না পেরে তৎক্ষনাত নিজ বাড়ীতে এসে আমার মায়ের কাছে আগে এবং পরের সমস্ত ঘটনা খুলে বলি। আমি আর আলীম স্যারের কাছে পড়বোনা বলে জানায়। এলাকার জনগণ এবং অভিভাবক সহকারী প্রধান শিক্ষকের এই কর্মকান্ড নিয়ে খুবই বিস্মিত ও ক্ষোভে ফেটে পড়ে। তারা আব্দুল আলীম স্যারের দ্রুত শাস্তির দাবি করেছেন।
এ ঘটনায় নাভারন বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইব্রাহিম খলিল বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। পরিচালনা পরিষদের মিটিংয়ের পর পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের সাথে এলাকার একটি প্রভাবশালী মহল জড়িত।
শার্শা উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী বলেন, এ রকম একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। #

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান পিআর পদ্ধতি ছাড়া জামায়াত ৪-৫টা আসনও পাবে না: আবু হেনা রাজ্জাকী