এ এক নতুন অভিঙ্গতা

স্টাফ রিপোর্টার॥


জীবনে একটি নতুন অভিঙ্গতা হল। যা আগে অনেক শুনেছি কিন্তু বাস্তবতা কখনও দেখিনি। গতকাল একটি হোটেলে আমাদেও সাংগঠনিক মিটিং ছিল। আমরা হোটেলের এক পাশে একটি বেজমেন্ট নিয়েছিলাম। পুরো হোটেলে ছোট ছোট রুম করা।সেখানে দেওয়া আছে দুই সিটের উঁচু উঁচু চেয়ার সামনে একটি ছোট্ট ডাইনিং টেবিল।
কপোত কপোতিরা জোড়ায় জোড়ায় আসছে আর দুইটি চেয়ার একটি টেবিল দখল করে বসেছে। চেয়ারের পেছন থেকে দেখলে কাউকেই খুজে পাবেন না। কিছুক্ষনের জন্য তারা এখানে আসে, কিছু খায় আর যতক্ষন এখানে থাকে একজন আরেকজনের শরিরের সাথে মিলে মিশে থাকে। এরা সকলেই স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী।

এই ছেলে-মেয়ে গুলো যা করছে সমস্ত দায়ভার পিতামাতার ওপর বর্তাবে।

সাধারনত ছেলেরা সেক্ষয়ালি অ্যাডাল্ট হয় ১৫-১৭ এর মধ্যেই। মেয়েরা ১৫ এর আগেই। সেখানে আমাদের দেশে মেয়েদের বিয়ের বয়স ১৮ আর ছেলেদেও ২১ বছর। কিন্তু সিস্টেম আবার অন্যরকম। ছেলেদেও চাকরির বয়স ৩২ বছর। গ্রাজুয়েশন শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬/২৭ বছর। গড় আয়ু যদি হয় ৬৫ তাহলে ৩২ বছর বয়স পর্যন্ত সে অন্যেও উপর ডিপেন্ডেড। এরপর সাবলম্বি হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।

যে ছেলেটা সেক্সুয়ালি অ্যাডাল্ট হইল ১৭ তে, সে বিয়ে করলো আরো ১৫ বছর পর। এই ১৫ বছর সে কি করবে? পাড়ায় যাবে না? ঈার্কেও চিপায় প্রেমিকার শরিরে হাত দিবে না? দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে? বোথ ফর বয়েজ অর গার্লস? লজিক্যালি কতটুকু পসিবল? একটা ছেলে ১৭ বছর অপেক্ষা করবে ১৭ বছর আগের ক্ষুধা মিটানোর জন্য? আমরা জীব, পাথর না। আমাদেও ফিজিক্যালি চাহিদা আছে। তাই বলে ১৭ বছর অপেক্ষা করবে ? আপনি বা কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে। অপেক্ষা করেনা বলেই এই দেশে প্রাইভেট রেস্টুরেন্ট এ প্রাইভেট জোন লাগে। মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরিওয়ালা ছোট ছোট ঘর লাগে। পার্কে ছাতাওয়ালা প্রাইভেসি লাগে। সবই এই সমাজ জানে।
(কালেক্টড)

সবা:স:সুু-৭২/২৪

শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

ডেস্ক রিপোর্ট:

বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বদলির প্রক্রিয়া ডিজিটালাইজড করতে সফটওয়্যারে তথ্য ইনপুটের জন্য নির্ধারিত লিংক ও ইউজার আইডি নম্বর প্রকাশ করা হয়েছে। শিক্ষকরা এখন http://20.84.77.3:3000/#/login এই ঠিকানায় প্রবেশ করে MPO Code_EIIN এবং Password: EIIN ব্যবহার করে নিজেদের তথ্য সফটওয়্যারে ইনপুট করতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপ পরিচালক মোছা. রোকসানা বেগমের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিটি ৪ আগস্ট বিভাগের সব জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। এতে আরও বলা হয় এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির তথ্য সফটওয়্যারে যথাযথভাবে ইনপুট করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিতে হবে।

এ উদ্দেশ্যে প্রতিটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে লিংক ইউজার আইডি ও পাসওয়ার্ড সরবরাহ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণে নির্দেশনা দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বদলি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সময়োপযোগী হবে বলে আশা করা হচ্ছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি