মালয়েশিয়ার মেডেল অব অনার পেলেন ফায়ার সার্ভিসের ডিজি

অনলাইন ডেস্ক: ৩০ মার্চ বুধবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর, বাংলাদেশের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল মহোদয়কে মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট কর্তৃক মালয়েশিয়া ফায়ার ডিপার্টমেন্টের সর্বোচ্চ অ্যাওয়ার্ড “মেডেল অব অনার” প্রদান করা হয়েছে। মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের মহাপরিচালক মোহাম্মদ হামদান বিন হাজি ওয়াহিদ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইনের হাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত ফায়ার ডিপার্টমেন্টের সদর দপ্তরে এ অ্যাওয়ার্ডটি তুলে দেন। মালয়েশিয়ায় সফররত বাংলাদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালককে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সেবা সক্ষমতা বৃদ্ধিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেয়া হয়।

উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, বাংলাদেশের প্রথম মহাপরিচালক, যিনি মালয়েশিয়ায় এই সম্মাননা পদকে ভূষিত হলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন-এর স্টাফ অফিসার ও সফরসঙ্গী রাহুল দেবনাথ। এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, “সব স্বীকৃতিই আনন্দের। সেটি বিদেশের মাটিতে হলে তাতে আনন্দের মাত্রা আরো বৃদ্ধি পায়। তবে আমি মনে করি, এই সম্মাননা ফায়ার সার্ভিসের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তাদের সকলের সহযোগিতার জন্যই ফায়ার সার্ভিসের সেবার মান ও সেবা ক্ষেত্র সমৃদ্ধ হচ্ছে। বিদেশের মাটিতে এই স্বীকৃতি নিঃসন্দেহে আমাদের দায়িত্ব পালনে আরো অনুপ্রাণিত করবে। ফায়ার সার্ভিসের এই সমৃদ্ধির জন্য আমি বাংলাদেশ সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিবারের সকল সদস্য মহাপরিচালকের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। অধিদপ্তরের পরিচালকগণ এবং কর্মকর্তা-কর্মচারীগণ বর্তমানে মালয়েশিয়ায় সফররত মহাপরিচালককে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছে। খবর – ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

৫ আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার : 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। ভোটের অধিকার আদায়ে ৫ আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। দেশের জন্য প্রয়োজনে আরেকটা লড়াই হবে। ১৫ বছর ধরে বিএনপির ওপর মামলা-হামলা ও নির্যাতন চালানো হয়েছে।

ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিল বিএনপি সেই ত্যাগ-নির্যাতন এড়িয়ে যাওয়ার কোনো  সুযোগ নেই। বিএনপির নেতাকর্মীরা লড়াই করছে বলেই শিক্ষার্থীরা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে।’

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সদর উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন। সদর উপজেলা বিএনপি সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিনসহ জেলা বিভিন্ন অঙ্গসংগঠনের বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সবা:স:জু- ৫০৩/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
হাজির করা হলো ট্রাইব্যুনালে, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড়