খুনের উদ্দেশ্যে সাংবাদিক জুবাইরকে খুঁজছেন চাঁদাবাজ অলি

মো: রায়হান: চট্টগ্রাম

 

দৈনিক আলোকিত প্রতিদিন এর বিশেষ প্রতিনিধি মোঃ জুবাইরকে চাঁদাবাজ অলি উদ্দিন প্রাণ নাশের হুমকি দিয়েছেন। ৫ এপ্রিল রাতে চট্টগ্রাম কাজীর দেউড়ি মোড়ে জুবাইরকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়।

 

সকল তথ্য প্রমাণের ভিত্তিতে অলির অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে বিভিন্ন থানার সোর্স ও অপ-সাংবাদিকদের দ্বারা সমঝোতার চেষ্টা করেন। সমঝোতা না করলে মাইর-ধর করার লক্ষ্যে একই দিনে অলি উদ্দিন ছেলেপুলে নিয়ে সাংবাদিক জুবাইরকে শেরশাহ বাংলা বাজারে খুঁজতে যান। যার একটি অডিও ক্লিপ আমাদের পত্রিকা অফিসে রয়েছে। তাই জীবনের নিরাপত্তার স্বার্থে দৈনিক আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আদালতের শরণাপন্ন হয়ে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

 

সাংবাদিক জুবাইর সম্প্রতি “থানার ক্যাশিয়ার পরিচয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সোর্স অলি” শিরোনামে সংবাদ করেন। প্রকাশিত সংবাদের জের ধরে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়া হয়।

অডিও ক্লিপে অলি উদ্দীনকে বলতে শোনা যায়, জুবাইর কি একটা সাংবাদিক ঐলো না ওডা। আরে বেডা জুবাইর এহন আইলে থাপড়াইয়া দেমু হেডার মার পুতেরে বেডা। মাইজ্জুমও তারে। জুবাইররে আই কাইলকা রাতকেও টুকাই আইছি, কিতা কছ বেডা। কাল রাতকে গিয়া ওর এরিয়া দেবের পাড় শেরশাহ টুকাই আইছি বেডা। পিডিয়ালাইতাম হেতারে। ধ্বংস করিয়া লাইতাম। হেতার ডকুমেন্টস আর কাছে আছে।”

 

উল্লেখ্য, যার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর আকবর শাহ ও চকবাজার থানার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে গণপরিবহনে চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ড্রাইভার সেজে অলি উদ্দীনকে মুঠো ফোনে কল দিলে তিনি পরিচয় জানতে চান। সাংবাদিক জুবাইর তাকে ট্রাকের ডাইভার পরিচয় দিলে তিনি বলেন, হে’দিনও তো আমি বক্করের গাড়ি ধইরা কট লইছি। শহরের পুলিশগুলো কেমন জানতে চাইলে তিনি আরও বলেন, “আর থানাগুলা ভালা, ঐ বায়েজিদ-মাইজিদগুলা ঐ দেহেন না আপনারারে ধইরা টেহা-পইসা লইয়া লায়। আই এগিন পুন্দাই ন।” পরে পুনরায় সাংবাদিক পরিচয়ে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

চৌদ্দগ্রামে পুকুরের মালিকানা নিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা দেবীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফার যৌথ মালিকানা পুকুরকে কেন্দ্র কওে প্রতিপক্ষের হামলায় ৩জন গুরুতর আহত হয়েছে। এঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের আলোকে জানা যায়- বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফা বসত বাড়ির সামনে একটি পুকুর রয়েছে। উক্ত পুকুরের মালিকানা নিয়ে একই গ্রামের মেহরাজ মজুমদার, শিপন মজুদার, ফয়সাল আহমেদ, রাতুল মজুমদার ও কামরুল হাসান রবিন গংদেও সাথে বিরোধ চলে আসছিলো।
সামজিকভাবে একাধিকবার বসা হলেও এর কোন সুরাহা হয়নি।
যার ফলশ্রুতিতে গত ১৪ই এপ্রিল দুপুরে উল্লেখিত বিবাদীগণ সম্পূর্ণ বেআইনি ভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে উক্ত পুকুরের মাছ ধরে নিয়ে যাওয়ার সময় বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফার ভাতিজা মো: এনাম হোসেন হোসেন বাধা দিলে বিবাদীগণ তার উপর অতর্কিত হামলা করে। তার শোর চি“কারে অপরাপর বিবাদীগণ ছুটে আসলে বিবাদীগণ তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
উক্ত ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফার ছেলে মো: আব্দুল মোতালেব, ২ ভাতিজা এনাম হোসেন ও মো: শাহরিয়া গুরুতর আহত হয়। এনাম হোসেন অবস্থা আশংকা জনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফা বলেন- দীর্ঘদিন যাবত এ বিবাদীগণ আমাদেরকে বিভিন্ন রকম ভয়-ভীতি প্রদর্শন কওে আসছে। এখন আবার আমাদেও প্রাণে মেওে ফেলার হুমকি দিচ্ছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা এ ঘটনায় সুষ্ঠ বিচার চাই।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন- একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা দীর্ঘদিন পর গাজায় একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি