তিতুমীর কলেজ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণের নয়া কমিটি

হুমায়ুন কবিরঃ
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ ফোরামে নতুন কমিটি গঠন করা হয়েছে। কলেজের ১৯-২০শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমজাদ উল্লাহ সবুজকে আহবায়ক ও ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ হাছান সাকিবকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। তিতুমীরস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ উপদেষ্টা মন্ডলীর পরামর্শক্রমে কমিটি ঘোষণা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যানের প্রধান উপদেষ্টা রায়হান মাহমুদ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। যারা নতুন দায়িত্ব গ্রহণ করেছেন আশা করছি তারা তাদের মেধা দিয়ে সুন্দর ও সুশৃঙ্খল সমন্বয়ের মাধ্যমে আমাদের জেলা ছাত্রকল্যান ফোরামকে শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে তুলবেন। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় সর্বদা তাদের পাশে থাকবে এবং ঢাকার বুকে একখণ্ড ব্রাহ্মণবাড়িয়া ঐক্যবদ্ধ করে রাখবেন। সর্বোপরি জেলার শিক্ষার্থীদের কল্যাণে নিরলস কাজ করে যাবে এই প্রত্যাশা রাখি।’
ছাত্রকল্যাণ ফোরামের কার্যক্রম সম্পর্কে নতুন আহবায়ক আমজাদ উল্লাহ সবুজ বলেন, সবাইকে একসাথে নিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ছাত্রকল্যাণ সংগঠনকে তিতুমীরের বুকে একটা সুসংগঠিত সংগঠন হিসেবে তুলে ধরতে চাই। আমাদের পূর্বের ভালো মন্দ বিষয়গুলো ভালোভাবে বিবেচনায় নিয়ে সবার সবার সহযোগিতায় এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
ছাত্রকল্যাণের সদস্য সচিব বায়েজিদ হাছান সাকিব বলেন, সকল প্রশংসা মহান আল্লাহ তা’আলার। শিক্ষা ও সংস্কৃতির পূন্যভূমি জেলা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া বরাবরই এগিয়ে। তিতুমীরস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণের সকল সাধারণ শিক্ষার্থীর পাশে থেকে ছাত্রদের কল্যাণমূলক কাজ করে যেতে চাই। ছাত্রকল্যাণের শিক্ষার্থীদের কলেজের শিক্ষা, সংস্কৃতি ও প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান বা আয়োজনে অংশগ্রহণে আগ্রহী করে তুলবো।

বুড়িচং ডাক্তার খানার উদ্যোগে মাস ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

 

মো: শরিফুল ইসলাম সুমন।।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং ডাক্তার খানা’র উদ্যোগে মাস ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ ২০২৩ ) বুড়িচং ডাক্তার খানার আয়োজনে বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। সকাল ৮ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেডিসিন, ডায়াবেটিস,রক্তের গ্রুপ নির্নয়, হেপাটাইটিস বি ভাইরাস পরিক্ষা, জন্ডিস পরিক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রায় ২ শত অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়। ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন। চিকিৎসা সেবা দিতে বিভিন্ন হাসপাতালের ২ জন ডাক্তার নিয়োজিত ছিলেন। মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম ঠিকাদার।চিকিৎসা সেবায় ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের জেনারেল ফিজিশিয়ান ডাক্তার মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া ইমন,ডাক্তার সুমনা ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি হাজী মোঃ মফিজুল ইসলাম,মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মফিজুল ইসলাম,শিক্ষানবিশ আইনজীবী শাওন,জাতীয় সাংবাদিক সংস্থার বুড়িচং উপজেলা সাধারণ সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়,জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির প্রচার সম্পাদক শরিফুল ইসলাম সুমন,সহযোগীতায় শামীম, উজ্জ্বল, সবুজ,রিয়াদ,নাঈমসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা।
ডাক্তার মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া ইমন বলেন, আমাদের উদ্দেশ্য চিকিৎসার মাধ্যমে অসহায় মানুষের সেবা করা।ফ্রি মেডিকেলে ক্যাম্পের মাস ব্যাপী সেবা প্রদান করা হবে। সবসময়ই যেন এই সেবা প্রদান করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুধু বাকশীমূল এলাকায় নয়, পুরো উপজেলায় মাস ব্যাপী এ সেবা প্রদান করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম