পল্লবীতে দুই ছেলেকে ‘গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার’ চেষ্টা

স্টাফ রিপোর্টার॥
ছেলেকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে গুরুতর আহত বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এমনটি ঘটছে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত দুই ছেলের মধ্যে একজন রুহান। তার বয়স সাত বছর। অন্যজন তিন বছর বয়সী মোছা। আর বাবার নাম মো.আহাদ (৪০)। তিনি পল্লবীর বেপারীপাড়া মার্কেট এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। দারোয়ানের কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার স্ত্রী গৃহকর্মীর কাজ করেন। রাজধানী পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন, আজ সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে আমরা ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।
তিনি আরও বলেন, আমাদের প্রাথমিক ধারণা, আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলে সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। তাদের হত্যা করার পর সে নিজে তার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ আছে এবং আমরা এ বিষয়ে তদন্ত করছি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক শেখ আব্দুল্লাহ মামুন বলেন, আহাদের শ্বাসনালী কেটে গেছে। অবস্থা আশঙ্কাজনক। এখন তার অপারেশন চলছে।

স্বপ্নছায়া সংগঠনের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নছায়া সংগঠনের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

‘আমাদের একাত্মতা সকল ইতিবাচক কাজের সাথে’ শ্লোগান ধারণ করা সংগঠন স্বপ্নছায়ার উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১০ অক্টোবর (শুক্রবার) বিকেলে ৪ টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ক্যান্টিন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতালের পরিচালক, সংগঠনের উপদেষ্টা গাজী নজরুল ইসলাম ফয়সাল।

সাংবাদিক আবদুর রহমান সালেহ এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোঃ রাহাতুল ইসলাম সুমন গাজীর সভাপতিত্বে সংগঠনের পক্ষ থেকে গাজী নজরুল ইসলাম ফয়সাল, বিশিষ্ট তরুণ ব্যবসায়ী আবুল কালাম আজাদ এবং ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহবুব্ আলম শিকদারকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, তাইফুল ইসলাম মৃধা,সহ- সভাপতি মোঃ রাসেল হাওলাদার, সহ-সভাপতি ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মোঃ সোহাগ বিশ্বাস, সহ- সভাপতি মোঃ ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন,  অর্থ সম্পাদক মোঃ নাজমুল হাসান, মোঃ বসির উদ্দিন হাওলাদার প্রচার সম্পাদক, মোঃ সজল বিশ্বাস সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ আকাশ খান যুব বিষয়ক সম্পাদক, ইলিয়াস হোসেন সহ-অর্থ সম্পাদক, মোঃ মোস্তাফিজুর রহমান সদস্য, মোঃ ফেরদৌস মুসল্লী সদস্য, মোঃ রাকিবুল ইসলাম সদস্য, মোঃ হেলাল উদ্দিন সদস্য, মোঃ আব্দুল আলিম সদস্য, মোঃ মাসুদ গাজী সদস্য।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সবুজ বাংলাদেশ এর বিভাগীয় প্রধান (অনলাইন ও অপরাধ) মাহতাবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল সাইদ বাহার, অ্যাডভোকেট মাহাদী হাসান ফয়সাল সহ একাধিক ব্যক্তিবর্গ।

সকল ইতিবাচক এবং মানবিক কাজে নিজেদের সাধ্যমত চেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের