আলোকিত প্রতিদিনে পদন্নোতি পেয়ে ব্যবস্থাপনা সম্পাদক ও অনলাইন চীফ হলেন আবিদ

স্টাফ রিপোর্টার:

মুহাম্মদ আবু আবিদ বরাবরই আলোচনায় থাকেন সামাজিক কাজের মাধ্যমে। ২০১৪ সালে রিয়েলিটি শো ‘মার্কস অলরাউন্ডার’ এ জাতীয় সম্মাননা পাওয়ার পরই মানুষ তাকে চিনতে শুরু করেন। যদিও তিনি তখন জাতীয় পুরস্কার পেয়েছিলেন ‘একক অভিনয়’ ক্যাটাগরিতে। পরবর্তীতে নিজেকে যুক্ত করেন সামাজিক কাজে। তারপর মুহাম্মদ আবু আবিদ ‘কে আর পেছনে ফিরে তাকাতে হয় নি৷ দেশের বেশ কয়েকটি জনপ্রিয় সামাজিক সংগঠনে নানা পদে কাজ করেছিলেন তিনি ৷ তার হাতে গড়া প্রতিষ্ঠান দূর্বার তারুণ্য ফাউন্ডেশন দেশের অন্যতম জনপ্রিয় সামাজিক সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। মুহাম্মদ আবু আবিদ এর ইউনিক আইডিয়া ও সেসবের শৈল্পিক বাস্তবায়ন স্বল্প সময়েই বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন।
২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে নাম লেখান সাংবাদিকতার পেশায়৷ আঞ্চলিক একটি দৈনিক পত্রিকার মাধ্যমে তার যাত্রা শুরু হলেও বিভিন্ন সময় কাজ দেশের জনপ্রিয় গণমাধ্যমগুলোতে। চট্টগ্রামে স্টাফ রিপোর্টার পদে ২০১৮ সালে যুক্ত হন ঢাকা থেকে প্রকাশিত মিডিয়াভুক্ত দৈনিক আলোকিত প্রতিদিন এর সাথে। মাস দুয়েক পরই সরাসরি পদন্নোতি পান বিশেষ প্রতিনিধি হিসেবে। এরপর সাংবাদিকতায় মানসম্মত লেখা, পেশাদারিত্ব, বিগত দিনের বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে তিনি কর্তৃপক্ষের সন্তুষ্টি অর্জন করেন।
আজ ১৬ ই নভেম্বর (শনিবার) দৈনিক আলোকিত প্রতিদিন এর নীতিনির্ধারণী বোর্ড সিদ্ধান্ত দেন যে, বিশেষ প্রতিনিধি থেকে মুহাম্মদ আবু আবিদ’কে পদোন্নতি দিয়ে পত্রিকাটির ব্যবস্থপনা সম্পাদক ও অনলাইন চীফ হিসেবে ঘোষণা করা হল। অফিসের ব্যবস্থাপনা সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই লিখিত পদন্নোতি পত্র মুহাম্মদ আবু আবিদ এর নিকট পাঠানো হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাকে উক্ত পদে যুক্ত হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
এ সম্পর্কে মুহাম্মদ আবু আবিদ বলেন, আমি মাঠ-ক্ষেতের মানুষ। মানুষের সীমাহীন দূর্ভোগ আর কষ্ট প্রচার করে সমাধানের উদ্দেশ্যেই আমার সাংবাদিকতায় আসা। সত্য তুলে ধরতে যেয়ে, বহুবার হুমকির স্বীকার হয়েছি। অনেকবার আত্মগোপনে থেকেছি। তবুও সত্যের পথ ছেড়ে দেই নি৷ তবে দৈনিক আলোকিত প্রতিদিন এর সমর্পিত দায়িত্ব আমি যথাসাধ্য চেষ্টা করব। কৃতজ্ঞতা জানাচ্ছি ড.সৈয়দ নুরুল হুদা রনো মহোদয়ের প্রতি। সকলের কাছে দোয়াপ্রার্থী, আমি যেন নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

কেরানীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি আব্দুল গনী সাধারণ সম্পাদক মোস্তফা কামাল

জহিরুল ইসলাম মিঠু:

কেরানীগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২৪-২৬) কমিটি ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক কেরানীগঞ্জ প্রেসক্লাবে কমিটির ঘোষণা দেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মুজিবুর রহমান।

এতে বাংলাভিশন ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি আব্দুল গনী কে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ মোস্তফা কামাল (বাসস) এর নাম ঘোষণা করা হয়।

কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মিয়া আব্দুল হান্নান (দৈনিক এশিয়া বানী), জিয়াউর রহমান(দৈনিক সমাচার),) সহসাধারণ সম্পাদক , শামীম আহমেদ ( ভোরের পাতা), মো:শাহীন (দৈনিক বাংলাদেশ প্রতিদিন) সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ (বাংলা ভিশন), কোষাধ্যক্ষ শামসুল ইসলাম সনেট (দৈনিক বাংলা ও মাইটিভি) ,দপ্তর সম্পাদক ইমরুল কায়েস (কালবেলা),প্রচার ও প্রকাশনা সম্পাদক রানা আহমেদ (এশিয়ান টিভি) ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক, শিপন উদ্দীন( জনকণ্ঠ), এবং কার্যকরী সদস্য পদে মুজিবুর রহমান(আনন্দ টিভি), মো: সাঈদ (মুক্তখবর) ও আরিফ সম্রাট (গ্লোবাল টিভি)এর নাম ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম, আবু তালেব, আবুল বাশারসহ অনেকে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম