দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেপ্তার

 

মোঃ ইব্রাহিম হোসেন :

বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ

শনিবার (১৭ নভেম্বর) রাতে তাকে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান আরিফ হাসান কে গ্রেপ্তার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করে ডিবি। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি হত্যার চেষ্টা মামলা রয়েছে। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সাবেক এমপি বেনজীর ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বেনজীর আহমেদ ও স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (২৫ জুন) এ আদেশ দেন আদালত।

এছাড়াও তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রায় ১৫ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক ও প্রায় দেড় কোটি টাকার অস্থায়ী সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগেসাবেক এমপি বেনজীর আহমেদের প্রায় ১৫ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক ও প্রায় দেড় কোটি টাকার অস্থায়ী সম্পত্তি অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে। সেই সাথে তার স্ত্রী সাহিনা আহমেদের এক কোটি ২০ লাখ টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়া হয়।

এছাড়া উভয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে।

এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের প্রায় ১ কোটি ১৫ লাখ টাকার ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ কর হয়।স্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টায় ছিলেন। এ কারণে আদালতের কাছে এসব স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার আবেদন জানানো হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম