নবগঠিত চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

জান্নাতুল মাওযা রেখা চট্টগ্রাম থেকে:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন শ্যামল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের টিম প্রধান ও কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, চট্টগ্রাম মহানগর ছাত্রদল আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করে সরকারি কমার্স কলেজ ছাত্রদল। আজ রবিবার বিকাল ৩টায় চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল উদ্দিন এর নেতৃত্বে উক্ত মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আব্দুল মুরাদ,মিজানুর রহমান,সদস্য আকতার হোসাইন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের অনশন, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার॥

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ সাত দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে কলেজটির মূল ফটকের সামনে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে তারা অনশনে বসেন।

এদিন সকাল থেকে শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—

১.তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ।
২.তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২০২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা।
৩.অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ। অন্যথায় শিক্ষার্থীদের শতভাগ আবাসিক খরচ বহন করা।
৪.২০২৪-২০২৫ সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম দু’টি বিষয় আইন ও সাংবাদিকতা সংযোজন।
৫.একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ।
৬.শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসনসংখ্যা সীমিতকরণ।
৭.আন্তর্জাতিক মানের শিক্ষাদান নিশ্চিত করার জন্য গবেষণাগার নির্মাণের উদ্দেশ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, ‘সাত দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন কর্মসূচি চলছে।’

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম