মেহেরপুরের গাংনীতে দুই গ্রুপের সংঘর্ষ আহত-১০

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে জমি-জমা সংক্রান্তর জেরে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে আহত ১০ আহত হয়েছে।

আজ বুধবার (২০ নভেম্বর) সকালের বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি নিয়ে কোর্টে মামলাও চলমান রয়েছে। মামলার প্রেক্ষিতে পুলিশি তদন্ত হওয়ার কথা ছিল আজ। এরি ধারাবাহিকতায় দীর্ঘদিনের দ্বন্দ্বের ও রেষারেষির জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এই ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে মৃত দেলবার মণ্ডলের আজিজুল ইসলাম (৬৮), আজিজুল ইসলামের ছেলে দুলাল (৩৫), জালাল হোসেনের স্ত্রী রেক্সোনা খাতুন, জলিমুদ্দিনের ছেলে মুজিবুল, আকিজুল ইসলামের ছেলে জালাল (৪০)। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সীমা বিশ্বাস আজিজুল ইসলাম অবস্থা অসংখ্য জনক হাওয়াই তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করেন। এছাড়াও সংঘর্ষে অন্যান্য আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বনী ইসরাইল জানিয়েছেন জমি জমা সংক্রান্ত ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মেহেরপুর সদর উপজেলার নুরপুর বাজার থেকে ১০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি আটক

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১০ লাখ টাকার হেরোইনসহ মিয়ারুল (৫৫) নামের এক অটো চালককে আটক করেছে।
গতকাল ২০ শে জুন বৃহস্পতিবার দিবাগত রাত ০৯.৪৫মিনিটের দিকে মেহেরপুর সদর উপজেলার নুরপুর বাজার মোড়ে জিহাদ ফল ভাণ্ডারের উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। আটক মিয়ারুল ইসলাম সদর উপজেলার হরিরামপুর গ্রামের মৃত শামসুর রহমান ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আহসান খান বিষয়টি নিশ্চিত করেছেন করে জানান, মেহেরপুর সদর উপজেলার সীমান্ত এলাকা হরিরামপুর গ্রাম থেকে হেরোইনের একটি বড় চালান পিরোজপুর গ্রামের দিকে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি সাইফুল আলমের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার (২০ জুন) রাত ০৯.৪৫ মিনিটের দিকে নুরপুর বাজার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে নুরপুর বাজারে জিহাদ ফল ভাণ্ডারের উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে অটো চালক মিয়ারুল ইসলামকে আটক করেন। এ সময় তার লুঙ্গির নিচে বিশেষ কায়দায় তলপেটে রাখা সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। ঘটনাস্থল থেকে মাদক পাচারের কাজে ব্যবহৃত তিন চাকা বিশিষ্ট একটি ব্যাটারিচালিত অটোগাড়ী জব্দ করা হয়। আটককৃত মিয়ারুল ইসলামের বিরুদ্ধে‌ মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা দীর্ঘদিন পর গাজায় একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি