রান্না ঘরের আগুনে পুড়ল দিনমজুরের একমাত্র মাথা গোঁজার ঠাঁই

স্টাফ রিপোর্টার:

বুধবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে সুন্দরবন ইউনিয়নের পাখিমারা এলাকায় রান্না করতে গিয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷


স্থানীয়রা জানায়, সুন্দরবন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম একজন দিনমজুর। তার স্ত্রী মোংলা ইপিজেডের গার্মেন্সে চাকরি করে। বুধবার রাতের খাবার খেয়ে মা ঘুমিয়ে পড়ায় মেয়ে চুলায় তরকারি গরম করতে গেলে অসাবধানতা বসত প্রথমে পাকের ঘরে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে মূহুর্তের মধ্যে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়৷ পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে লোকজনের কোন ক্ষতি না হলেও ঘরে থাকা মূল্যবান মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা। সহায়তার আশ্বাস দিয়েছেন ইউপি চেয়ারম্যান, বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা।

মোংলা উপজেলার সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার বলেন, রাতে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। গরিব সাইফুলের ঘরের কিছুই নেই, সবকিছুই পুড়ে গেছে। ইউনিয়নের পক্ষ থেকে সহায়তা করা হবে, এছাড়া উপজেলা প্রশাসনকেও জানানো হয়েছে। সকলে মিলে সহায়তা করলে হয়তো পুনরায় একটি ঘর তৈরি করে বসবাস করতে পারবে সাইফুল। 
সবা:স:জু-১৫৩/২৪

মেঘনায় অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ উঠেছে

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মেঘনা উপজেলা তুলাতুলী বাজারে আরিফ প্রধান এক ব্যক্তির নামে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ উঠেছে।

জানা যায়, আরিফ প্রধান উপজেলার মধ্যপাড়ার গদুবাড়ি টিটিরচর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ তুলাতুলী বাজারে ইন্টারনেট ও ইলেকট্রিক ব্যাবসা করে জীবিকা নির্বাহ করেন।

আজ (৮ মে,২০২৩) সোমবার সকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বিষয়টি অবগত হয়ে সাথে সাথে মেঘনা সাব জোনাল অফিস, কুমিল্লা-৩-কে জানান, পরে দুপুর ১২ টার দিকে বিদ্যুৎ অফিসের লাইন ম্যান মোতালেব ও মোস্তাকিম এসে সংযোগটি বিচ্ছিন্ন করে।

সরেজমিনে অনুসন্ধান করে দেখা যায়, মেসার্স জুনায়েদ স্টোর (যার মিটার নং-১২৭৬৩৫৩)-এ যে লাইন টানা হয়েছে, সেই লাইনের ১৫-২০ ফুট সোর্সের দিক থেকে হুকিং করে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ লাগিয়ে কথিত আরিফ প্রধান ‘সিরাজ মিয়া (মিটার নং ০০১৯৪৬০) ও মো.আলেক চান (মিটার নং ২০২২২৭৬২) নামের দুটি মিটারে অবৈধভাবে তার ব্যবসা প্রতিষ্ঠান এবি ফাহাদ ওয়াইফাই জোন এবং ভাই-ভাই ইলেকট্রিক দোকানে নিয়মিত ব্যবহার করে যাচ্ছে।

এ ব্যাপারে আরিফ প্রধানের কাছ থেকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে স্বরযন্ত্র করা হয়েছে।

এ বিষয়ে মেঘনা সাব জোনাল অফিসের কর্মকর্তা আহমেদ শাহরিয়ার (এজিএম) দৈনিক সবুজ বাংলাদেশকে বলেন , সঠিক তদন্ত করে বিধি অনুযায়ী অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম