বাংলাদেশ চলো কর্মসূচির অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিশ, বাঁশের ব্যারিকেড

স্টাফ রিপোর্টার: 

আখাউড়া সীমান্তের কাছে তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বাঁশের ব্যারিকেড স্থাপন করেছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। প্রতিবেশী বাংলাদেশকে লক্ষ্য করে পরিচালিত একটি বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য প্রতিবাদ প্রতিরোধের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ত্রিপুরা টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি গোষ্ঠী ‘বাংলাদেশ চলো’ কর্মসূচির জন্য অনুমতি চেয়েছিল। তবে জেলা প্রশাসন আবেদন প্রত্যাখ্যান করার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে।

পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার ড. কিরণ কুমার বলেছেন, ‘আমরা একটি প্রতিবাদ মিছিল হওয়ার তথ্য পেয়েছি, যা “বাংলাদেশ চলো” কর্মসূচির অধীনে পরিচালিত হওয়ার কথা ছিল। আইন–শৃঙ্খলা বজায় রাখতে আমরা বাঁশের ব্যারিকেড স্থাপন করেছি।’

তিনি আরও জানান, গত সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পরিস্থিতি ঘিরে পুলিশ সতর্ক রয়েছে এবং এলাকায় শান্তি বজায় রাখতে কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।

সবা:স:জু-১৭৪/২৪

মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২ জন

মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২ জন

বাগেরহাট সংবাদদাতা:

বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৮ জুলাই) দুপুর দুইটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোল্লাহাট উপজেলার আগাকেন্দুয়া এলাকার মৃত কালাচাঁদ বৈদ্যের ছেলে রাজেশ্বর বৈদ্য (৬৫) এবং বরগুনার বানারীপাড়া সদিপুর শিকদার বাড়ির মৃত দুলাল শিকদারের ছেলে মো. সাইদুল ইসলাম (৩০)। আহত ব্যক্তি হলেন চুয়াডাঙ্গা এলাকার আইয়ুব আলীর ছেলে মাহবুব হোসেন (২৮)।

পুলিশ জানায় দুপুর ২টার দিকে রাজেশ্বর বৈদ্য মহাসড়ক পার হওয়ার সময় বরিশাল থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে পথচারী রাজেশ্বর বৈদ্য চালক সাইদুল ইসলাম ও আরোহী মাহবুব হোসেন সড়কে পড়ে যান।

খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে রাজেশ্বর বৈদ্যকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আহত মাহবুব হোসেনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহত সাইদুল ও আহত মাহবুব দুজনই বরিশালে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তারা মোটরসাইকেলযোগে খুলনা যাচ্ছিলেন। তবে কে মোটরসাইকেল চালাচ্ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের