রায়পুরায় আ. লীগের দুই পক্ষে সংঘর্ষ, বর্তমান ও সাবেক মেম্বার নিহত

স্টাফ রিপোর্টার: 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে বর্তমান ও সাবেক মেম্বার নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

আজ সকালে জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলো-চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য  মানিক মিয়া (৫৫) ও সাবেক মহিলা মেম্বার কল্পনা বেগম (৩০)।

নরসিংদী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুইজন নিহত হন। ফের যেন সংঘর্ষ না ঘটে সেজন্য এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।

 

সবা:স:জু-২২৬/২৪

তারাকান্দায় বিএনপির নেতা মান্নানের ২য় মূত্যু বার্ষিকী পালন

মাসুদ মিয়া,তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৫নং বালিখাঁ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল মান্নান সরকারের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ শনিবার বিকেলে রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা মোতাহার হোসেন তালুকদার।

আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ সালাম তালুকদার,রাকিব তালুকদার,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ,ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি,ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমূখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম