টলিম্যান শাহজাহানের কোটি টাকার বাণিজ্য ম্যানেজার আলামিনের 

স্টাফ রিপোর্টার: শাহজালাল  বিমান বন্দর কাস্টমস এজেন্ট  অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান মিয়ার বিরুদ্ধে নামে বেনামে সম্পদের  পাহাড় গড়ে তুলার অভিযোগ উঠেছে প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া বিষয়টি ভাইরাল। অপরাধীর অপরাধ আমলনামা উন্মোচনের উদ্দেশ্যেই মামলা  করেছে দুদক। তথ্যসূত্রে জানা যায় ২০১০ সালে  কাজের সন্ধানে  ঢাকায় আসে শাহজাহান মিয়া। কাজ শুরু হয় মাত্র ৮০০০ টাকা বেতনে ঢাকা কাস্টম ট্রলিম্যান হিসাবে। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে  ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে যায়, বিতর্কিত শাহাজাহান মিয়া। অল্প কয়েক বছরের মধ্যেই আওয়ামী লীগ ও যুগ্মসাধারণ সম্পাদক পদ পাওয়ার পর বিমানবন্দর আলাদিনের চেরাগের মতো এয়ারপোর্ট দুই নাম্বারি সব কাজ নিয়ন্ত্রণ চলে আসে শাজাহানের। সাবেক ডিবি প্রধান হারুন তার মূল সহকারী ছিলেন বলে অভিযোগ করেন কয়েকজন। তার নামে স্বর্ণ চোরা চালানের অভিযোগ উঠে। দক্ষিণখানের ২৬/১, ইসলাম বাগ, হলান রোডে গড়ে তোলেন  সিনথিয়া এন্ড সিলাভিয়া কটেজ নামে দশ তলা বাড়ি। তাছাড়া রাজধানীর উত্তরা ১ নং সেক্টরে, আসিয়ান সিটিতে কয়েকটি ফ্লট রয়েছে। গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে ফুল সম্পদের পাহাড় গড়ে তোলে রাজকীয় ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করে। জামিয়া এলাকায় আছে এক বিঘা জমির উপর পুকুর এবং গ্রামের বাড়িতে সিনথিয়া কটেজ নামের ছয় তলা হয়েছে। শ্বশুরবাড়িতে ১৫ কোটি টাকার সম্পদ রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে মামলা হলে লোক ভাড়া করে মানববন্ধনের আয়োজন করে ম্যানেজার আলামিন। প্রতারক শাহজাহান মিয়ার অপরাধ চাপা দিতে মরিয়া তিনি। শাজাহান সাধু ব্যক্তি  হিসাবে তুলে ধরতে নতুন নাটক মঞ্চস্থ করে এয়ারপোর্ট  এলাকায়। জানাগেছে মো: শাহজাহান দীর্ঘ বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সি এন্ড এফ এর ব্যবসা জড়িত থেকে অসৎ উপায়ে পদের পাহাড় গড়ে তুলেছেন। তাকে আইনের আওতায় এনে তদন্ত পূর্বক সুস্থ বিচারের দাবি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সি এন্ড এফ ব্যবসায়ীদের। এবিষয়ে তার মন্তব্য জানতে ফোন করা হলে সে বিজি আছেন বলে কল কেটে দেন এর পর বার বার কল দিলেও তিনি আর রিসিভ করেননি। (চলবে)

বিআইডব্লিউটিএর প্রকৌশল শাখায় সাইদুরের দুর্নীতির ভয়াবহ চিত্র

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ড্রেজিং শাখায় দীর্ঘ ১৫ বছরের দুর্নীতির মূলে উঠে এসেছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান। অভিযোগ রয়েছে, এই কর্মকর্তা ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পে নদী খননের নামে ১৩৪ কোটি টাকা আত্মসাৎ করে গড়েছেন অঢেল সম্পদ।

সাইদুর রহমানের বিরুদ্ধে রয়েছে ভোগাই ও কংস নদ খননের নামে ভয়াবহ অর্থ লোপাট, জাল সনদ ব্যবহার, একাধিক গাড়ি ও বেনামী সম্পদের মালিক হওয়া, এবং সিন্ডিকেটের মাধ্যমে কর্মকর্তাদের জিম্মি করে রাখার অভিযোগ। জানা গেছে, তার নেতৃত্বে ড্রেজিং শাখায় তৈরি হয়েছে একটি দুর্নীতিবাজ চক্র, যারা দরপত্র, নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করলেও মামলা কার্যক্রম দীর্ঘসূত্রতায় ঝুলে আছে। অভিযোগ রয়েছে, কিছু দুর্নীতিপরায়ণ দুদক কর্মকর্তার সহায়তায় তার মামলা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। এ পর্যন্ত সাইদুর ও তার স্ত্রীসহ অন্যদের সম্পদ বিবরণী নিলেও তিন বছরেও যাচাই সম্পন্ন হয়নি।

বিআইডব্লিউটিএর অভ্যন্তরীণ সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নে নামে-মাত্র খননের কাগজপত্র তৈরি করে ভুয়া বিল-ভাউচারে তোলা হয় প্রকল্পের টাকা। প্রকল্পের কাজে অংশ নেওয়া ঠিকাদারদের সঙ্গে আঁতাত করে সাইদুর রহমান ও তার সহযোগীরা ওই অর্থ ভাগাভাগি করে নিয়েছেন।

এদিকে, দীর্ঘদিন একটানা একই পদে বহাল থেকে সাইদুর রহমান সরকারি চাকরি বিধিমালার চরম লঙ্ঘন করেছেন। আবার এলজিইডি থেকে চাকরি বরখাস্তের পর তথ্য গোপন করে ২০০৩ সালে বিআইডব্লিউটিএতে চাকরি নেন বলেও অভিযোগ রয়েছে।

বিআইডব্লিউটিএর সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এই দুর্নীতির সিন্ডিকেট থেকে মুক্তি চান এবং দুর্নীতিবাজ সাইদুরের অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন।

সরকার ঘোষিত দুর্নীতিবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে সাইদুর রহমানের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছে সচেতন মহল।

বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের নাম এখন দুর্নীতির প্রতীক। সেখানে প্রকৌশলী সাইদুর রহমানের সিন্ডিকেট সরকারের বদনাম ডেকে আনছে। এখন দেখার বিষয়—অন্তর্বর্তীকালীন সরকার এবং দুদক সত্যিকার অর্থে ব্যবস্থা গ্রহণ করে কি না।

চলবে…..

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আমতলীতে সাংবাদিক ও শিক্ষককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান