গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

স্টাফ রিপোর্টার: 

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনমালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম এবং পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৩০ ও অপরজনের ৬ বছর।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বাবা-ছেলে।

তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

সবা:স:জু-২৭৯/২৪

বাংলাদেশের মানুষ শতভাগ জামাতের দিকে ঝুঁকে গেছে: মতিউর রহমান

ময়মনসিংহ সাংবাদদাতা:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, যুব সমাজের মতের প্রতিফলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ শতভাগ জামায়াতের দিকে ঝুঁকে গেছে বা ঝুঁকছে। তাই বর্তমান প্রক্রিয়াতেই আমরা ক্ষমতায় চলে আসবো। রোববার (৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিউর রহমান আকন্দ বলেন, আমাদের পিআর পদ্ধতির প্রয়োজন নেই, কারণ প্রচলিত নির্বাচনী ব্যবস্থার ভিত্তিতেই জামায়াত জনগণের সমর্থনে এগিয়ে আসছে। তবে আমরা চাই একটি স্থায়ী ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে, যেখানে জনগণের শতভাগ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। বর্তমানে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। জামায়াতের মিছিলে বাধা দেয়া হচ্ছে, দোকানদারদের ভয় দেখানো হচ্ছে, থানায় গিয়ে নেতাকর্মীদের নামে মামলা দেয়া হচ্ছে এগুলো নির্বাচনী পরিবেশের জন্য শুভ লক্ষণ নয়।

তিনি দাবি করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত গণহত্যা ও নির্যাতন হয়েছে, শাপলা চত্বর, পিলখানায় হত্যাকাণ্ডসহ অন্যান্য ঘটনার বিচার হতে হবে। আওয়ামী লীগ গত সাড়ে পাঁচ বছর ধরে দেশের জনগণের ওপর জুলুম চালিয়েছে। একটি রাজনৈতিক দল যদি দিল্লী থেকে পরিচালিত হয়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া উচিত।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল। উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম