‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের ৫ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: 

রাজধানীর মোহাম্মদপুরে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী কুমির রুবেল ও কোরবানসহ পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকা থেকে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য কুমির রুবেল ও কোরবানকে ধারালো চাপাতি ও সামুরাইসহ গ্রেফতার করা হয়।

এ সময় তাদের সহযোগীদেরও আটক করে যৌথ বাহিনী। র‍্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় মোহাম্মদপুর এলাকায় সাধারণ মানুষজনকে কোপানো এবং ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সবা:স:জু- ৩৫৭/২৪

নির্মাণনীতি লঙ্ঘন করে সিমেক্সের একাধিক ভবন নির্মাণ

মাহতাবুর রহমান:

সিমেক্স প্রপার্টিজ লিমিটেড, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর নিবন্ধন পাওয়া একটি ডেভেলপার কোম্পানী। যেখানে সাধারন মানুষ একটি ভবন নির্মাণ করতে গিয়ে রাজউক আইনের ব্যত্যয় করলে শাস্তির মুখোমুখি হয় সেখানে আইন মেনে নিবন্ধন নেয়া একটি ডেভেলপার কোম্পানী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক ভবন নির্মাণ করে যাচ্ছে।

এই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আকতারুজ্জামান বাবুল ও পরিচালক মোঃ আলমগীর হোসাইন উভয়েই ফ্যাসিষ্ট আওয়ামী আমলে আওয়ামী লীগের দাপট দেখিয়েছেন। কোম্পানীটি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর মেম্বর (মেম্বরশীপ নং-৫২৫/২০০৮) এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধীত ডেভেলপার কোম্পানীসমূহের তালিকায় রয়েছে ৪২১ নাম্বারে (নিবন্ধন নং- RAJUK/DC/REDMR-000530), প্রতিষ্ঠানটির ঠিকানা ৮/১৯ স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর, ঢাকা।

গত ০৯ জানুয়ারি ২০২৫ তারিখে এই সিমেক্স প্রপার্টিজ লিমিটেডের একটি ১০ তলা ভবনে (প্লট ২৪/১এ, খিলজি রোড, শ্যামলি, মোহাম্মদপুর) উচ্ছেদ অভিযান চালিয়ে ভবনটি উচ্ছেদ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এরপর ভবনটি ফিরছে আবার আগের রূপেই।

অনুসন্ধানে সিমেক্স প্রপার্টিজ লিমিটেডের কয়েকটি ভবন উঠে এসেছে। বায়তুল আমান হাউজিং এ খান টাওয়ার (৯ তলা), কৃষ্ণচূড়া (৯ তলা), দোলনচাপা (৯ তলা), মোহাম্মাদীয়া হাউজিং সোসাইটিতে ড. দানেশ ভবন (৯ তলা), পিসি কালচার হাউজিং এ আইকোনিক টাওয়ার (৯ তলা), চান মিয়া হাউজিং এ মায়ের ছায়া (৯ তলা), আরাফ প্যালেস (৯ তলা) ভবন গুলোর প্রতিটিতেই ডেভিয়েশন সমস্যা সহ রয়েছে একাধিক ত্রুটি। বর্তমানেও তাদের কয়েকটি নির্মাণ প্রকল্প চলমান রয়েছে।

এই সকল বিষয় নিয়ে জানতে সিমেক্স প্রপার্টিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালকে মুঠোফোনে কল করা হলে তিনি পরে কথা বলবেন বলে কল কেটে দিলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার সাথে আর কথা বলা যায়নি।

রাজউক জোন-৫/১ এর অথরাইজড অফিসার হাসানুজ্জামান এই বিষয়ে বলেন, আপনাদের কাছে যে তথ্যগুলো রয়েছে তা আমাদের একটু দিন তাহলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে পারবো।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের