৪২০ কেজি ওজনের শেখ মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

৪২০ কেজি ওজনের শেখ মোহাম্মদ আলী ওমর (৪৪) নামের এক মালয়েশিয়ান নাগরিক মারা গেছেন। স্থানীয় সময় রোববার (১৫ ডিসেম্বর) বিকালে মারা যান তিনি। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় স্থানীয় একটি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শারীরিক স্থুলতার কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে যেতে পারেননি শেখ মোহাম্মদ আলী ওমর। রোববার সকালের দিকে নিজের ঘরের টয়লেটের ভেতর অসুস্থ হয়ে পড়লে অবস্থার আরও অবনতি হয়।

পরে পরিবারের পক্ষ থেকে উদ্ধার করতে সক্ষম না হওয়ায় দমকলবাহিনীর সহযোগিতা নেন ওমরের পরিবার। তবে ধীরে ধীরে অবস্থার অবনতি হলে একইদিন বিকেলে মারা যান শেখ মোহাম্মদ আলী ওমর।
 
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ওমর দীর্ঘদিন ধরে গেঁটে বাত রোগে ভুগছিলেন।
 
কেলানতান ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ উইল্ডন আজহারি জানান, রোববার টয়লেটের ভেতর থেকে উদ্ধার করে দাফনের জন্য সাহায্যের আবেদন করেছিলেন নিহতের পরিবার। এরপর কেলানতান ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের দমকল কর্মীরা পরিবারের অনুরোধে সাড়া দিয়ে পাঁচ টন ওজনের একটি লরি, হাইলাক্স, ট্রাইটন, ইএমআরএস নিয়ে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা।
 
সেখান থেকে হাইড্রোলিক এক্সক্যাভেটর ব্যবহার করে মরদেহটি কেলান্তানের পাসির হোরের কাম্পং জায়া ইসলামিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। এরপর দীর্ঘ প্রচেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে ২০ জন দমকলকর্মী ও স্থানীয় ১০০ জন গ্রামবাসীর সহায়তা শেখ মোহাম্মদ আলি ওমরের মরদেহ দাফন করা হয়।
সবা:স:জু- ৩৭৯/২৪

আন্তর্জাতিক চা দিবস আজ

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

আজ ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক চা দিবস। প্রতি বছর এই দিনে দিবসটি উদযাপিত হয়। বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, উগান্ডা, ভারত ও তানজানিয়ার মতো চা উৎপাদনকারী দেশগুলো ২০০৫ সাল থেকে প্রতি বছর এ দিবসটি উদযাপন করে আসছে।

আন্তর্জাতিক চা দিবস পালনের উদ্দেশ্য হলো- বিশ্বব্যাপী চায়ের গভীর সাংস্কৃতিক, ঐতিহ্য এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। উদযাপনটি ছোট চা উৎপাদনকারীদের সমর্থন করার জন্য এবং তারা যে চ্যালেঞ্জগুলির সম্মুখীন হচ্ছেন তা কাটিয়ে উঠতে সহায়তা করার জন্য সমস্ত স্টেকহোল্ডারদের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করার একটি উপলক্ষ।

চা বাগানের কর্মী-উৎপাদকদের ওপর বৈশ্বিক বাণিজ্যের প্রভাব সরকার ও জনগণের সামনে তুলে ধরা এবং অর্থনৈতিক সমর্থন ও ন্যায্যবাণিজ্যের সংযোগ স্থাপন করা।

২০০৪ সালে বিশ্ব সামাজিক সম্মেলনের পর ২০০৫ সালে প্রথম আন্তর্জাতিক চা দিবস উদযাপিত হয় ভারতের নয়াদিল্লিতে। পরে ২০০৬ ও ২০০৮ সালে দিবসটি উদযাপনের আয়োজন করে শ্রীলংকা।

আন্তর্জাতিক চা দিবস উদযাপন এবং এর সঙ্গে সম্পর্কিত বিশ্ব চা সম্মেলনের যৌথ আয়োজন করে থাকে বিভিন্ন শ্রমিককল্যাণ সমিতি।

 

সবা:স:জু- ৩৫৪/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি