যাত্রাবাড়ী ফ্লাইওভারে যুবক হত্যার ঘটনায় ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: 

রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে হাফেজ কামরুল হাসান নামে এক যুবক হত্যার ঘটনায় জড়িত দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশের ওয়ারী জোনের অতিরিক্ত ডিসি মোফিজুল ইসলাম।

গত বুধবার হাফেজ কামরুল হাসান নামে নিহত ওই যুবক বন্ধুদের সাথে সাজেক যাওয়ার জন্য রায়ের বাগের বাসা থেকে বের হন। সেখান থেকে সায়েদাবাদ বাস স্ট্যান্ডে যাওয়ার পথে যাত্রাবাড়ি ফ্লাইওভারে ছিনতাইকারীদের হামলার শিকার হন।

পুলিশের ওয়ারী জোনের অতিরিক্ত ডিসি মোফিজুল ইসলাম বলেন, ঘটনার সময় কামরুল বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে। তার সাথে থাকা স্মার্টফোন ও নগদ সাত হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে হাফেজ কামরুলকে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে শুক্রবার সন্ধ্যায় শাকিল ও আশরাফুল নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

 

সবা:স:জু- ৪৬৪/২৪

রেলওয়ে খালাসী নিয়োগে গুরুতর অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ রেলওয়েচাহিদা ছিল ১০৮৬ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় ১৭৭২ জন বাকী,নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ হয়, ১৭৭২ জনের তালিকা। প্রশ্ন হলো চাহিদা ছিল বিজ্ঞপ্তি প্রকাশ করলো ১০৮৬ জন। কিন্তু চুড়ান্ত ভাবে ফলাফল প্রকাশ করলো ১৭৭২ জন বাকী ৬৮৬ জনের তালিকা সম্পূর্ণ অবৈধ। এতবড় অনিয়ম করার জন্য সরাসরি সাক্ষাতকালে এ কে এম আবদুল্লাহ আল বাকী অতিরিক্ত মহাপরিচালক (এম এন্ড সিপি) বাংলাদেশ রেলওয়ে ক্যাডার বহির্ভুত কর্মচারী নিয়োগ রেলওয়ে, রেলভবন ঢাকা ও আহবায়ক বিধিমালা ২০২০ এবং ৮ ডিসেম্বর, ২০২১ বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটি এর সাথে তারিখে জারিকৃত বাংলাদেশ রেলওয়ের দেখা করলে, এ কে এম আবদুল্লাহ আল বাকী খালাসী পদে নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক বলেন আমি মন্ত্রী, সচিব এর নির্দেশে এই সব রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীরা খালাসী পদে করেছি আপনি মন্ত্রী, সচিব কে জিজ্ঞেস মৌখিক পরীক্ষায় অংশ গ্রহনের জন্য বিবেচিত করেন। যখন এ কে এম আবদুল্লাহ আল বাকী ফলাফল প্রকাশ করা হয় ৮ই ডিসেম্বর কে জিজ্ঞেস করা হলো বিজ্ঞপ্তি দিলেন ১০৮৬ ২০২২ তারিখে মোট ৫৫১৯ জনের তালিকা, জনের চুড়ান্তভাবে নিলেন ১৭৭২ জন বাকী ২৬ জানুয়ারী ২০২৩ সালে খালাসী পদে ৬৮৬ জনের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া রাজস্বখাতভুক্ত স্থায়ী শুন্যপদ পূরণের শর্তসাপেক্ষে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহবান করা হয় ৮ডিসেম্বর ২০২১ তারিখ।
খালাসী গ্রেড-২০ পদে সংখ্যা ১০৮৬টি অনলাইন আবেদন শেষ হওয়ার পরখালাসী পরিক্ষার লিখিত
পরীক্ষা হয় ২৫ নভেম্বর২০২২ তারিখে। বাংলাদেশ এত বড় অনিয়ম কিভাবে সম্ভব। কোন সংবাদপত্র ও আপনাদের রেলওয়ের অফিসিয়াল ফেইজে ও সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া ৬৮৬ জন অবৈধ নয় কি। তখন এ কে এম আবদুল্লাহ আল বাকী বলেন কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস / বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল / সংশোধন করার অধিকার সংরক্ষন করেন। আর আমি মন্ত্রী, সচিব এর কথায় করেছি আপনি মন্ত্রী, সচিব কে জিজ্ঞেস করেন। সংশোধিত বিজ্ঞপ্তি ছাড়া ৬৮৬ জন এর ফলাফল প্রকাশ করাদের আইনের আওতায় এনে বিচার করা অতীব জরুরী বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম