বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক আবারও অবরোধ শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার:

আজ সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কটির উভয় লেন অবরোধ করে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি শুরু করে। এর ফলে সড়কের উভয় লেনেই যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকার সাভারে গত শনিবার (২১ ডিসেম্বর) বাসের ধাক্কায় প্রত্যয় সরকার নামে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নার্সিং কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক আবারও অবরোধ করে বিক্ষোভ করছে নার্সিং কলেজটির শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কটির উভয় লেন অবরোধ করে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি শুরু করে। এর ফলে সড়কের উভয় লেনেই যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে গতকালও মহাসড়কটি অবরোধ করে দায়ীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবিতে মহাসড়কটি এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছিল শিক্ষার্থীরা। পরে পুলিশের পক্ষ থেকে দায়ীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে গতকাল শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল বলেন, গতকালের মত একই দাবিতে শিক্ষার্থীরা আজ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়কটি অবরোধ করেছে। আমরা আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

এ প্রতিবেদন লেখার সময় বেলা ১২ টা নাগাদ মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ অব্যাহত রয়েছে।

 

সবা:স:জু- ৪৯৪/২৪

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে স্কুল-২ পর্যায়ে ১৫,৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২,৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩,১৯৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়নের সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে বিগত ৩০ ও ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়।

প্রিলিমিনারি টেস্টে স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১১,৯৩,৯৭৮ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬,০৮,৪৯২ জন। তন্মধ্যে স্কুল-২ পর্যায়ের পরীক্ষার্থী ৯০,১৯১ জন, স্কুল পর্যায়ের পরীক্ষার্থী ৩,০২,৪২২ জন এবং কলেজ পর্যায়ে পরীক্ষার্থী ২,১৫,৮৭৯ জন।

এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় স্কুল-২ পর্যায়ে ১৫,৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২,৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩,১৯৩ জনসহ সর্বমোট ১,৫১,৪৩৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের হার ২৪.৮৯%।পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd/result/ লিংক থেকে বিস্তারিত জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদেরকে টেলিটক বাংলাদেশ লিঃ হতে SMS-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম