
সবুজ বাংলাদেশ ডেস্ক:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চলতি বছর বেশ কয়েকবার শারীরিক সমস্যায় পড়েন ৭৮ বছর বয়সী ক্লিনটন।
সোমবার, তার কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞ্জেল ইউরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে তাকে।
এর আগে ২০২২ সালের নভেম্বরে করোনা আক্রান্ত হন তিনি। ২০২১ সালে রক্তের সংক্রমণ ধরা পড়লে ৫ দিন হাসপাতালে কাটাতে হয় ক্লিনটনকে। ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বিল ক্লিনটন।
সবা:স:জু- ৫১০/২৪