রাজধানীতে সরকারবিরোধী মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: 

রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে ওলিদ হাসান সাগর (২০) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিবি-রমনা বিভাগ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগর গোপালগঞ্জ সদর জালালাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।

ডিবি সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় সরকার বিরোধী মিছিল করে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সদস্য ওলিদ হাসান সাগরসহ অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জন ছাত্রলীগ নেতাকর্মী। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে স্থান ত্যাগ করে। এ ঘটনায় ওইদিন কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়। পরে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবেক ছাত্রলীগ নেতা ওলিদ হাসান সাগরকে প্রথমে চিহ্নিত করা হয় এবং রাতে পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সবা:স:জু- ৪৭৬/২৪

কাল গ্যাস থাকবে না যেসব এলাকায়

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সব এলাকায় আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) মনোহরদি গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজের উদ্যোগ নিয়েছে। সেজন্য এ স্টেশন থেকে মনোহরদী ডিআরএস এবং কিশোরগঞ্জ ডিআরএসগামী পিএসআইজি গ্যাস লাইনে আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরদিন বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। যার কারণে কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলার পুরো এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া নরসিংদী, রূপগঞ্জ, ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, কালিগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ি, চন্দ্রা ও তৎসংলগ্ন এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের