নড়াইলে নারী ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার: 

নড়াইলে বাসনা মল্লিক (৫২) নামে এক নারী ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাসনা সদরের মাইজপাড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য। তিনি ওই ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের নেপাল মল্লিকের স্ত্রী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। সেখানে তার ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে মাইজপাড়ার পোড়াডাঙ্গা গ্রামে স্থানীয় শ্মশানে সমাধিস্থ করা হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে বাসনা মল্লিক রাত ৮টার দিকে বাড়িতে ফিরে এসে কয়েকবার বমি করেন। এরপর রাতে খাবার খেয়ে পরিবারকে তেমন কিছু না বলে ঘুমিয়ে পড়েন। বুধবার তার অবস্থার অবনতি হলে দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। তবে নাম প্রকাশে অনচ্ছিুক স্থানীয় কয়েকজনের দাবি তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। পরে লজ্জায় কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, ইউপি সদস্যের মৃত্যুর বিষয়টি আমরা দুপুরের পর জেনেছি। কয়েকজন স্থানীয় ব্যক্তির কাছ থেকে শুনেছি বাসনার সঙ্গে পাশের দৌলতপুর গ্রামের একটি ছেলের পরকীয়া সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে স্থানীয় ২-৩ জন তাদের হাতে-নাতে ধরে ফেলে। এ সময় তার কাছ থেকে হয়তো কিছু অর্থ জরিমানা আদায় করেছে এবং তাকে যৌন হয়রানিও করতে পারে। পরে সে লজ্জায় বিষজাতীয় কিছু পান করতে পারে। বিষয়টি প্রাথমিক তদন্তের পর্যায় রয়েছে। বৃহস্পতিবার রাতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং শুক্রবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট হাতে পেলে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, যে ছেলের সঙ্গে পরকীয়া সম্পর্কের কথা শোনা গেছে এবং যাদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে তারা পলাতক রয়েছেন। তদন্তের স্বার্থে তাদের নাম বলা সম্ভব নয়।

নিহতের ছেলে রিংকু মল্লিক বলেন, আমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। আমি এর সঠিক বিচার দাবি করছি।

মাইজপাড়া ইউপি চেয়ারম্যান সফুরা খাতুনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাসনা মারা গেছে এ পর্যন্ত জানি। মৃত্যুর কারণ জানি না।

 

সবা:স:জু- ৫৪১/২৪

 

সিরাজগঞ্জে বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর

সিরাজগঞ্জে বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর

মো ইসমাইল হোসেন:

যমুনার তীব্র স্রোতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থল ইউনিয়নে প্রায় ৭ কিলোমিটার জুড়ে ভাঙন শুরু হয়েছে। এতে বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি বিলীন হওয়ার পথে।

রোববার (৬ জুলাই) দুপুরে স্থল ইউনিয়নের যমুনা নদীর তীরে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে বিভিন্ন শ্রেণিপেশার প্রায় কয়েকশ মানুষ অংশ নেন।

এসময় স্থানীয় আব্দুল মান্নান, আব্দুল ওয়াহাব, আব্দুল কাদের, যুবদলের আহ্বায়ক শাহ আলম ও সদস্য সচিব আল-আমিন ভূঁইয়া, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসমত আলী হাসু, ছাত্রদলের আহম্মদ আলী ও ইউনিয়ন তাঁতি দলের সভাপতি সন্তেষ আলী ব্যাপারী উপস্থিত ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য সালমা জাহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকির হোসেন বেপারী, ইউপি সদস্য হাসান আলী, নজরুল ইসলাম ও স্থল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাড়ান সরকার।

মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধির পর থেকেই ডান তীরে ব্যাপক ভাঙন শুরু হয়। উত্তরে ছোট চোহালী থেকে চালুহারা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার জুড়ে বসতভিটা ও বিস্তীর্ণ ফসলের জমি নদীগর্ভে চলে গেছে। এই ভাঙন হুমকিতে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বসতভিটা ও সরকারি বিভিন্ন স্থাপনা।

তাই দ্রুত সময়ের মধ্যে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন