সরেজমিন সেই কুখ্যাত স্বর্ণকমল, বরফকল ও ইলিশ ঘাট

সবুজ বাংলাদেশ ডেস্কঃ

কুখ্যাত সিরিয়াল কিলার এরশাদ শিকদারের কথা মনে আছে? আপনি নতুন প্রজন্মের হলে শুনেছেন তার কথা? খুলনার সেই ভয়াবহ ইলিশ ঘাট কিংবা সাত নম্বর ঘাটের কথা শুনেছেন? চলুন, আজ নতুন কিছু দেখি সরেজমিনে। সঙ্গে তাকে নিয়ে যত কিংবদন্তি আছে, তারও সত্য-মিথ্যা খুঁজে দেখি।

আমি তো মরেই যাব, চলে যাব, রেখে যাবো সবি/ আছসনি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি/ আমি মরে যাব…’ এটি এই সিরিয়াল কিলারের প্রিয় গান। নিজে গাইতেন খুলনার রহস্যঘেরা তার স্বর্ণকমলের জলসায়। রাজধানীর তিনতলা বাড়িতেও প্রতি মাসে জলসা বসত, সেখানেও গাইতেন গানটি।

মানুষ হত্যার পর পবিত্র হওয়ার জন্য দুধগোসল করতেন এরশাদ শিকদার। তার নামে একটি গরু কোরবানি দিলে তিনি বেঁচে যেতেন ফাঁসির মঞ্চ থেকে, এমন বিশ্বাস জন্মেছিল মৃত্যুর আগে।

একদা শহরের সবচেয়ে সুন্দর এবং ভীতিকর রাজপ্রাসাদ স্বর্ণকমল তার ছোট বউ শোভার জন্য নির্মাণ করেন বাইরের কারিগর এনে। বিয়ের পর এখানেই তোলেন তাকে। এখনো রহস্য হিসেবে থেকে গেলেও এখন শ্রীহীন স্বর্ণকমল। পরিবারের সদস্যদের মালিকানা ভাগাভাগিতে এর একটি অংশ ভাঙা হয়েছে। সেখানে গড়ে উঠবে হাইরাইজ ভবন।

এরশাদ শিকদারের বরফকল নামটি বিভীষিকার প্রতীক স্থানীয় মানুষের কাছে। তাকে নিয়ে যত হত্যাকাণ্ডের বর্ণনা পাওয়া গেছে, তাতে আমরা এভাবে বলতে পারি- সন্ধ্যা নেমে এলে ভৈরব নদের তীরে শত শত স্থাপনা আর জলযানে জ্বলে ওঠে হাজারো বাতি। আলোঝলমলে এই পরিবেশের আড়ালে তার বরফকলের চারপাশ তখন নিস্তব্ধ। ভেতরে পৈশাচিক আনন্দে উন্মত্ত এরশাদ শিকদার। শান্ত নদীর জল ছুয়ে সিমেন্টের বস্তায় বাঁধা মানুষের নিষ্প্রাণ দেহ ডুবে যায় ভৈরবে, সেই বরফ কল থেকে।

এই নদীতে কত মানুষকে ডুবিয়েছেন পিশাচ এরশাদ শিকদার, তার ইয়ত্তা নেই। সেসব খুনের বর্ণনা ভয়ংকর। খুনের পর দুধগোসল দিয়ে বসতেন গানের জলসায়। নিজে গাইতেন তার সেই গান- ‘আমি তো মরেই যাব, চলে যাবো, রেখে যাবো সবি’। খুনের মামলায় আদালতে ফাঁসির আদেশ হওয়ার পর কারাগারের কনডেম সেলের ভেতরেও গুনগুন করে ওই গানের কলি ভাজতেন ভয়ংকর এরশাদ শিকদার।

বিশ্বাস হয়, এই মানুষটি ফাঁসির মঞ্চ বানান তার বরফকলে? সেখানে যার ডাক পড়ত, তার আর ফেরা হতো না কখনো। তার সঙ্গে দ্বিমত করায় এমনকি এই ফাঁসির মঞ্চ থেকে বাদ যাননি তার আপন ভাগ্নেও। বলছিলেন স্থানীয় এক ব্যক্তি।

ভাগ্যের নির্মম পরিহাস, সাতটি হত্যা মামলায় এই এরশাদ শিকদারের ফাঁসির রায় হয় আদালতে। নিজের মৃত্যু হয় ফাঁসিমঞ্চে, একমাত্র মেয়ে আত্মহত্যা করেন ফাঁস দিয়ে। এরশাদ শিকদার আর তার স্বর্ণকমল নিয়ে খুলনা অঞ্চল ও সারা দেশে নানা ধরনের মিথ ও কিংবদন্তি প্রচলিত।এ নিয়ে আমরা সরেজমিনে কথা বলি নানাজনের সঙ্গে। কী বলছেন তারা?

তার স্বর্ণকমলে গুপ্তপথ আছে। দেখে এসেছেন তারা। গুপ্তপথে এখান থেকে ওখানে যাওয়া যায়। কেউ বলেন, ছোটবেলায় শুনেছেন স্বর্ণকমলে অনেক সোনাদানা জমা করেন এরশাদ শিকদার। তবে গ্রেপ্তারের পর সেখানে আইনশৃঙ্খলা বাহিনী এসব কিছু পায়নি।

একজন বলেন, এরশাদ শিকদারের নৃশংসতা আর স্বর্ণকমলের রহস্য শুনতে শুনতে তারা বড় হয়েছেন। এখনো মানুষ সে কথা শুনলে ভয় পায়। যাকেই অপছন্দ করেছে, তাকেই মেরে নদীতে ফেলেছে বস্তায় বেঁধে।

আর হত্যার পর গাড়িসহ নদীতে ডুবিয়ে দেওয়া লাশ উদ্ধারের খবর তো একসময় পত্রিকা জুড়ে সয়লাব ছিল। সেটি ছিল যুবলীগ কর্মী খালিদের। তাকে মেরে বস্তায় ভরে নদীতে ফেলার সময় তার গাড়িটিও ফেলা হয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। বললেন আরেকজন।

তবে এরশাদ শিকদার গরিব মানুষদের কিছু করতেন না। তার প্রতিদ্বন্দ্বী আর সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজিতে বাধা পেলে কাউকে ছাড়তেন না। তাকে ভয় পেত না এমন কেউ ছিল না শহরে। বলেন এক যুবক।

যত কিংবদন্তিই থাকুক, একজন যুবক বলেন, তিনি স্বর্ণকমলের ভেতরে ঢুকেছেন। কিন্তু ব্যবহারের কিছু আসবাব ছাড়া আর কিছু দেখেননি সেখানে। বাড়িতে এরশাদের কেউ থাকে না। ভাড়াটে আছেন কেউ কেউ, তবে না থাকার মতো।

মামলার রাজসাক্ষী এরশাদের সহযোগী নূরে আলমের জবানবন্দি থেকে জানা যায়, অন্তত ৬০ জনকে খুন করেন এরশাদ শিকদার। সেই বরফকলে মৃত্যু হতো বেশির ভাগ হতভাগ্যের। মানুষের কাছে এখনো নৃশংসতার প্রতীক এরশাদ শিকদার।

নূরে আলমই বলেছিলেন, এরশাদের কাছে ৭০টির বেশি অস্ত্র ছিল। তবে তার স্বর্ণকমল থেকে একটি অস্ত্র উদ্ধার হয়েছিল তখন। স্থানীয়দের ধারণা পুলিশের কাছে ধরা পড়ার আগেই অস্ত্র সরিয়ে ফেলেন এরশাদ।

তার গানের কথাগুলোই যেন ধরা দেয় নিজের জীবনে। ঐশ্বর্যের প্রদর্শনী স্বর্ণকমলে থাকে না কেউ। দুই ছেলের বাস শহরের দুই প্রান্তে। ছোট বউ শোভার অবস্থান ঢাকায়। আদালতে তার ফাঁসির রায়ের পর পরিবারের কাছে আফসোস করেছিলেন, শত কোটি টাকার সম্পদ রেখে গেছেন, কিন্তু তার নামে একটা গরু কোরবানি দিতে পারেনি পরিবার। এরশাদ শিকদারের বিশ্বাস ছিল তার নামে গরু কোরবানি হলে বেঁচে যেতেন তিনি।

১৯৯৯ সালের নভেম্বরে যখন গ্রেফতার হন এরশাদ শিকদার, তার বিরুদ্ধে তখন ৪৩টি মামলা বিচারাধীন। বিচারিক আদালতে সাতটি হত্যা মামলায় তার ফাঁসির রায় হয়। ২০০৪ সালের ১০ মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয় ভয়ংকর খুনি এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড।

জন্মস্থান ঝালকাঠির নলছিটি থেকে খুলনায় এসে এরশাদ শিকদার কিছু দিন রেলস্টেশনের কুলির সহযোগী হিসেবে কাজ করেন। সেখানে রেললাইনের পাত চুরির দলে যোগ দেন তিনি। পরে নিজেই একটি দল গঠন করেন, যাকে সবাই চিনত ‘রাঙ্গা চোরা’ নামে। এরপর গঠন করেন ‘রামদা বাহিনী’। এই বাহিনী নিয়ে ৪ ও ৫ নম্বর ঘাট এলাকা দখল করেন এরশাদ। মালিককে তাড়িয়ে দিয়ে দখল করেন সেই বরফকলও।

জাতীয় পার্টি দিয়ে রাজনীতি শুরু এই ভয়ংকর খুনির। বিএনপি হয়ে আওয়ামী লীগেও তার নাম ওঠে। ১৯৯৯ সালে গ্রেফতার হওয়ার সময় তিনি খুলনা সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার। তার হাতের মুঠোয় তখন জনপ্রতিনিধি ও প্রভাবশালী রাজনীতিবিদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও বোঝাপড়া ছিল তার। যাকে পথের কাঁটা মনে করেছেন, তাকেই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন দেশের শতাব্দীর কুখ্যাত খুনি এরশাদ শিকদার ।

সবা:স:জু- ৫৬৫/২৪

বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কী কী ?

স্টাফ রিপোর্টার:

৩টা। প্রথম ২টা নিয়ে কমবেশী আলোচনা হয়। তৃতীয়টা নিয়ে কোনো আলোচনা নাই কিন্তু ঐটাই মনে হয় সবচেয়ে বড় সমস্যা।
১. আইন শৃঙ্খলা ও একেনমির অবস্থা ভালো না। সেই সাথে এটাও সত্য বাংলাদেশের মানুষ স্বেচ্ছায় এই সরকারকে যতোটা ছাড় দিচ্ছে – আমার জীবদ্দশায় এমন কিছু দেখি নাই। কিন্তু অর্থনীতির অবস্থা আসলেই ভালো না। বড় ব্যবসায়ীরা তটস্থ – আগে শেখ হাসিনার সাইডে থাকার কারণে কিছু বলতে পারছেন না – ভয়ে। কিন্তু প্রব্লেম ইজ রিয়াল।
২. হাসিনার সহচরদের বিচার শুরু হচ্ছে না দেখে মানুষ মনে করছে সরকার কম্প্রোমাইজড। মানুষ আওয়ামী জালিমদের গোমাসা হতে দেখতে উদগ্রীব কিন্তু দেখতে পারছে না। তাই তারা রেগে আছে। এখানে সব কিছু বলা যাবে না – বাট আমি কনভিন্সড যে শেখ হাসিনার ফাঁসি হওয়ার মতো এভিডেন্স পাওয়া গেছে এবং এটা সন্দেহাতীতভাবে প্রমাণ করা যাবে। আমি ক্যাঙ্গারু কোর্টের কথা বলছি না – জেনুয়িন প্রমাণের কথা বলছি। চুরি চামারির কেইস জানি না কিন্তু মানবতার বিরুদ্ধে অনেক অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হবে। এবং হয়তো ৬ মাসের ভেতরেই হবে। এই কেইসগুলো শুরু হলে মানুষ জানতে পারবে আওয়ামীরা একচুয়ালি কী করেছে এবং তখন হয়তো অনেক ক্ষোভ প্রশমিত হবে। অবশ্য আরাফাতকে থাপড়াইতে পারার আনন্দ যদি হয় ১০/১০ – এই আনন্দ হবে ৭/১০।
৩. থার্ড প্রবলেমটা বলা খুব কঠিন। কিন্তু যেভাবে বুঝেছি – একটু ব্যাখ্যা করা প্রয়োজন। বাংলাদেশে যারা এই মুহূর্তে ক্ষমতাবান তারা অনেকেই একমত যে আওয়ামীদের একেনমিক সিস্টেম ধ্বংস করতে না পারলে  আপনি তাদেরকেপরাস্ত করতে পারবেন না। আমিও তাই মনে করি।এখনো তাদের একেনমি সচল। উপার্জন অনেক ক্ষেত্রেই আনইন্টারাপ্টেড। সবচেয়ে গুরুত্বপূর্ণ হোলো আওয়ামীদের বিচার করা কিন্তু দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হোলো তাদের অর্থনীতি ধ্বংস করা। এই ব্যাপারটা কী আমাদের বুঝতে হবে। আওয়ামীরা চুরি চামারি, লুটপাট করে বিপুল সম্পত্তির অধিকারী হয়েছে। সেই টাকা কোথায় গেছে? প্রথমে গেছে একটা রেন্ট সীকিং সিস্টেমে। পরে বিদেশে। ধরেন যে শামীম ওসমান হয়তো প্রচুর দোকান, মার্কেট থেকে ভাড়া পান। এখন এই ক্যাশ ফ্লো ডিজরাপ্ট করার দুইটা রাস্তা। তার দোকান জ্বালায় দেন অথবা তার দোকান গিয়ে দখল নেন। বলাই বাহুল্য – মানুষ দ্বিতীয় অপশান বেঁচে নেবে।
এই কাজটা এখন বিপুল উদ্যমে চলছে। আমার ব্যক্তিগত চাওয়া না চাওয়া দিয়ে কিছুই হবে না। এমন কি তারেক রহমানের চাওয়া দিয়েও কিছু হবে না বলে আমার অনুমান। লোকাল ডায়নামিক্স সম্পূর্ণ আলাদা। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সম্পত্তির দখল এখন চলছে। বিএনপির হাইকমান্ড কি এখানে বাতাস দিচ্ছে? এবসোলিউটলি নট। তারা বরং আটকাতে চেষ্টা করছে। কিন্তু তারা পারছে না। কারণ লোকাল লেভেলে যেই জজবা সেটা ঠেকানো প্রায় অসম্ভব। সরকারই পারছে না – বিএনপি কীভাবে পারবে? লোকাল লেভেলে যারা এন্টারপ্রাইজিং – তারা এখন সবাই বিএনপি হয়ে গেছে।
অনেক কিছুই ব্যাখ্যাতীত।
ধরেন যে বিএনপি করতেন বলে আপনার দোকান আওয়ামীরা দখল করে ছিলো গত ১০ বছর। এখন আপনি যখন আওয়ামীকে বাগে পেয়েছেন – আপনি কি শুধু ঐ ২টা দোকান দখল করবেন না ঐ মার্কেটের ৫টাই করবেন? উত্তরটা আপনি নিজের মধ্যে রেখেন। আওয়ামী লীগের এক কুখ্যাত নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীরা বিএনপির এক বড় নেতাকে এসে বলছেন স্যার আমাদের এই প্রতিষ্ঠান বাঁচান। লোকাল লোকজন আগুন লাগিয়ে দেবে। উনি যুবদলের লোক পাঠিয়ে আগুন লাগানো ঠেকিয়েছেন। এই খবরটা পত্রিকায় আসলে আপনি কী বলতেন? বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতা ডাঙ্গুলি খেলছে। কিন্তু রিয়ালিটি হোলো উনি শত শত লোকের অন্নসংস্থান ধ্বংস হোক – এইটা চান নাই। এটাই রেস্পন্সেবল কাজ। আমার যদি ক্ষমতা থাকতো – আমি ঠিক এই কাজটাই করতাম।  ১০০ বারের মধ্যে ১০০ বার। এমন কি প্রথম আলো-ডেইলি ষ্টার হলেও একই কাজ করতাম। আবার এই কথাও সত্য যে বিএনপির অনেক লোকাল নেতাকর্মী সম্পূর্ণ অআওয়ামী লীগের মানুষের সম্পত্তিও দখল করেছে।
নিরেট বাস্তবতা হোলো যে বাংলাদেশের ইতিহাসের গ্রেটেস্ট ওয়েলথ ট্রান্সফার শুরু হয়েছে। এটা চলবে আরো ৪/৫ বছর। সবাই এটা দেখছে। সবাই মানেন যে আওয়ামীদের গোমাসা হওয়াটা ঠিক আছে কিন্তু সমস্যা হোলো এর বেনিফিশিয়ারি হোলো বিএনপির নেতাকর্মীরা – ডিসপ্রোপোশেনেটলি। এখন শামীম ওসমানের যেই এপার্টমেন্ট থেকে ভাড়া পান – আপনি তো জানেনই না যে এপার্টমেন্টটা তার। লোকাল যে লোকটা জানে সে কী করবে? সে বিএনপি হয়ে গেলেই শুধুমাত্র এপার্টমেন্টটার দখল নিতে পারবে। মিলেঝুলে খাবে লোকালদের সাথে। এই ঘটনাই ঘটছে পুরা দেশে।
এই মুহূর্তে এই দেশে পলিটিকাল স্টেক হোল্ডার মূলত ৩ জন। বিএনপি, জামাত ও ছাত্র। জামাত ও ছাত্ররা যেই কথাটা বলতে চায় কিন্তু বলার কোনো ভাষা নাই সেটা হোলো নিম্নরূপ:
এই গ্রেটেস্ট ওয়েলথ ট্রান্সফারে আমাদের হিস্যা কই?
কেউই কথাটা মুখ ফুটে বলছে না কিন্তু তাদের অস্থিরতা এই কারণেই। এই অস্থিরতা পুরা বাংলাদেশে। কেউ ২টা ফেইসবুক পোস্ট করার জন্য, কেউ বা মিছিলে ২দিন যাওয়ার জন্য তার শেয়ার চাইছে (বহু মানুষ কোনো শেয়ার চান না – এটাও সত্য)
আমরা ঐক্যের কথা বলছি কিন্তু এই ওয়েলথ ট্রান্সফারে যতোক্ষণ না জামাত ও ছাত্ররা শেয়ার পাবে – ততোক্ষণ এই ঐক্য ফাংশনাল হবে না। আমার কথা শুনে আপনার খারাপ লাগবে এবং মনে হবে যে আমি ইতরামির প্রোলিফেরাশান করছি। না! আমি শুধু সেই রিয়ালিটির কথা বলছি – যেটা সবাই অনুভব করে কিন্তু বলতে পারছে না।
আমি বিএনপির লিডারশীপকে বলবো – আপনারা নিজেরা হয়তো এই গ্রেটেস্ট ওয়েলথ ট্রান্সফারের বেনিফিশিয়ারি না। কিন্তু আপনাদেরকে এনশিওর করতে হবে যে অন্যেরাও ভাগ পাচ্ছে। আপনাদের মনে হতে পারে যে আমি দখলের টাকার ভাগবাটোয়ারার কথা বলছি। কথাটা এমব্যারাসিং কিন্তু আমি লজ্জিত না কারণ আমার কোনো পার্সোনাল স্টেইক নাই। দুই টাকারও লাভ নাই। আমি একজন পিপিং টম এবং আমার অবজারভেশান হোলো – এই ওয়েলথ ট্রান্সফারে “ন্যায্যতা” না আসলে বাংলাদেশের পলিটিকাল সেটেলমেন্ট হবে না। কোনো না কোনোভাবে আপনাদেরকে একটা মেকানিজম ঠিক করতে হবে। আমি জানি না কাজটা আদৌ সম্ভব কি না।  এই দেশের আপামর জনসাধারণ আওয়ামীতন্ত্র উৎখাতের পলিটিকাল ভিক্টর হিসেবে বিএনপিকে মানতে রাজী আছে কিন্তু একেনমিক ভিকটর হিসেবে এককভাবে বিএনপিকে মানবে না। কোনোভাবেই না।
এই রিয়ালিটি আপনাদের বোঝা দরকার। আওয়ামীদের একেনমিক সিস্টেম ভাঙতেই হবে। কিন্তু এর একক বেনিফিশিয়ারি যেন বিএনপি না হয়ে যায়। এই সমস্যার সুরাহা করতে না পারলে আপনারা রাজনৈতিক ঐক্য ধরে রাখতে পারবেন না। বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

সবা:স:জু-১০১/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা দীর্ঘদিন পর গাজায় একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি