স্টাফ রিপোর্টারঃ
খাগড়াছড়িতে বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ার ২৪ ঘণ্টা পার হওয়ার পরও মেরামত কাজ শেষ হয়নি। এতে রাঙামাটির লংগদু উপজেলার সঙ্গে খাগড়াছড়িসহ সারাদেশের যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের যাতায়াতের কারণে বেইলি ব্রিজের পাটাতন দেবে গেছে। বিকল্প পথে মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, মাহেন্দ্রসহ ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ রয়েছে ভারি যানবাহন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারীরা।
স্থানীয় কাঠ ব্যবসায়ী মিন্টু চৌধুরী অভিযোগ করেন, এই ব্রিজটা কখনও সড়ক বিভাগ মনিটরিং করে নাই। যার কারণে ব্রিজটা ভেঙে গেছে। ফলে লংগদু, মেরুং এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছেন।
সবা:স:জু- ৫৯১/২৫
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.